West Bengal News Live Updates: ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে পথে কংগ্রেস, যদুবাবু বাজারে বিক্ষোভ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পরিকল্পিতভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা। ভাষা সন্ত্রাস চলছে। নিউইয়র্কের NGO-র রিপোর্ট তুলে ধরে সরব মুখ্যমন্ত্রী।
বিহারে ৫০ লক্ষ নাম বাদ গেলে, বাংলায় ১ কোটি ২৫ লক্ষ নাম বাদ যাবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড়ের মধ্যেই বাংলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
বাংলা ভোটার তালিকা থেকে বাদ পড়বে রোহিঙ্গাদের নাম, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাও দেখাতে পারেননি, মিথ্যাচার করছেন, পাল্টা জয়প্রকাশ।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। সোমবার বোলপুরে পদযাত্রা।
বাংলাদেশি ইস্যুতে পথে নামছে বিজেপি। রোহিঙ্গা ও বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ১৭ অগাস্ট থেকে পথে নেমে আন্দোলন। ঘোষণা শুভেন্দু অধিকারীর।
অগাস্টেই কি বাংলায় ভোটার তালিকা সংশোধন? নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। কীভাবে চলবে সংশোধন, BLO-দের দেওয়া বইয়ে স্পষ্ট নির্দেশিকা।
হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক ১০। তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষার সঙ্গে আপস মমতা। এবার হিমন্তের সুরে আক্রমণে বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী।
কালিয়াচকের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের নাগরিক সন্দেহে রাজস্থানে গ্রেফতার, ২ মাসের জেল। বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ।
উত্তমকুমার ব্রজবাসী, অঞ্জলি শীলের পর নিশিকান্ত দাস। রাজ্যের একের পর এক বাসিন্দাকে NRC নোটিস। প্রতিবাদে আলিপুরদুয়ারে মিছিল তৃণমূলের। বক্সীরহাটেও কর্মসূচি।
বিজেপি শাসিত রাজ্যের পাল্টা এবার আসানসোলে ভিন রাজ্যের শ্রমিকদের তৃণমূল কাউন্সিলের হুঁশিয়ারি।
মৃত শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড। বাংলাদেশে পলাতক BNP নেতা। অভিযুক্ত বিএনপি নেতা রিজাউল মণ্ডলের স্ত্রী গ্রেফতার।
এবার ভুয়ো আধার-চক্রে জালে ডাক বিভাগের কর্মী। বেঙ্গল STF হাতে ধৃত উত্তর দিনাজপুরের পোস্ট অফিসের ডাক সেবক। ধৃতের ID, পাসওয়ার্ড ব্যবহার করে জাল আধার, দাবি STF-এর।
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দিলীপের। কালিমালিপ্ত ও বদনামের চেষ্টা। পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার।
১৬দিনে ৪ জেলায় ৬ তৃণমূল নেতা-কর্মী খুন। রেজিনগরে আহতের মৃত্যু। বিজেপির দিকে আঙুল পরিবারের। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, পাল্টা বিজেপি।
রেজিনগরে খুন তৃণমূলকর্মী। যারা মেরেছে ২ মাস আগেও বিজেপি করত। সম্প্রতি তৃণমূলে যোগ দেয়। মিটিং মিছিলেও যেত। স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই নিশানা হুমায়ুনের।
কাকদ্বীপে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনে গ্রেফতার নিহতের দাদা। ধৃত রাজেশ শেখ পরিযায়ী শ্রমিক। পারিবারিক বিবাদে খুন, অনুমান প্রাথমিক তদন্তে।
নানুরে এক মাসে নিখোঁজ ৩ নাবালিকা। প্রতিবাদে থানায় বিক্ষোভ বিজেপির। নিখোঁজ এক কিশোরীর বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল।
প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আপত্তি টিএমসিপির। পরীক্ষা দিতেই হবে, দলের অনুষ্ঠান দেখে দিন ফেলা যায় না, জানিয়ে দিলেন উপাচার্য।
ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল। বৈঠকে গরহাজিরায় উপাচার্যদের ব্যাখ্যা তলব। সন্তোষজনক উত্তর না পেলে রাজভবনে ঢোকা বন্ধের হুঁশিয়ারি।
হস্টেলের নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে পডুয়াদের বিক্ষোভ। তপ্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস। বিক্ষোভের জেরে রাজভবনের বৈঠকে গরহাজির, দাবি উপাচার্যের।
থ্রেট কালচারের অভিযোগে বাঁকুড়া মেডিক্যালে বিক্ষোভ। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হুমকির অভিযোগ। স্বাস্থ্য ভবনের নির্দেশে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন।
কালিকাপুরের কাছে স্কুটার চালককে পিষে দিল ডাম্পার। ধাওয়া করে ঘাতক ডাম্পার পাকড়াও। কেষ্টপুরে বাসের ধাক্কায় ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যু।
বেহাল রাস্তার মধ্যেই এবার পার্ক স্ট্রিটে মরণফাঁদ। অ্যালেন পার্কের কাছে ধস নেমে রাস্তায় বিরাট গর্ত। গার্ড রেল দিয়ে ঘিরল পুলিশ।
ফের হতশ্রী পথ। সুতিতে বেহাল রাস্তা। ঢোকে না অ্যামবুল্যানস। খাটিয়ায় চেপে হাসপাতালে গেলেন রোগী। ভাইরাল ভিডিও।
বাঁশদ্রোণীতে যুবকের রহস্যমৃত্যু। ফ্ল্যাটে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত সুব্রত দে শেয়ারের ব্যবসায় যুক্ত ছিলেন। দরজা ভেঙে দেহ উদ্ধার পুলিশের।
কল্যাণী কলকাতা লিগের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের পরেই ধুন্ধুমার। স্টেশনই মোহনবাগান সমর্থকদের সঙ্গে সংঘর্ষ। একজন আহত।
বর্ষায় চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত প্রায় ১ হাজার ৩০০। শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
বৃষ্টি কমলেও, ভাসছে পাথরপ্রতিমা। জলের তলায় চাষের জমি। সাগর, নামখানা, গোসাবায় বেহাল বাঁধে বাড়ছে আতঙ্ক।
বেহাল বাঁধে আতঙ্ক
এক নিম্নচাপ সরতে না সরতেই আরেক নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহে ফের দুর্যোগের আশঙ্কা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
দমদম জংশনে রক্ষণাবেক্ষণ। রবিবার সকাল পর্যন্ত ৭ ঘণ্টা বাতিল একাধিক লোকাল। প্রভাব দূরপাল্লার ট্রেনেও। পুরী-শিয়ালদা দুরন্তের সময় বদল।
West Bengal News Live: ভুয়ো ভোটারের অভিযোগে ফের সরব শুভেন্দু অধিকারী
ভুয়ো ভোটারের অভিযোগে ফের সরব শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গামুক্ত ভোটার তালিকা চাই, ফের দাবি শুভেন্দুর। বিডিও, বিএলও-দের বিরুদ্ধেও হুঙ্কার শুভেন্দুর। 'বিহারে বহু বিএলও, বিডিও-র বিরুদ্ধে এফআইআর হয়েছে, এ রাজ্যেও তালিকা সংগ্রহ চলছে', হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
WB News Live: নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ
নবান্ন অভিযানের ডাক দেওয়া আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ। অভিযোগ চাকরিহারা আন্দোলনকারীদের সংগঠনের। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, অভিযোগ আন্দোলনকারীদের। আদালতের নির্দেশের কথা বলে ভয় দেখাচ্ছে পুলিশ, অভিযোগ আন্দোলনকারীদের। ভয় দেখালেও নবান্ন অভিযান হবেই, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এমন কোনও অভিযোগের বিষয়ে জানা নেই, পুলিশ সূত্রে দাবি।






















