West Bengal News Live: পুণের GB সিনড্রোমের আতঙ্ক এবার কলকাতায়, একদিনে রাজ্যে GB সিনড্রোমে ২জনের মৃত্যু, মৃত বেড়ে ৩
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

Background
মহাকুম্ভের মর্মান্তিক দুর্ঘটনার পর নাম না করে ব্যবস্থাপনার দিকে আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সুরে সমালোচনায় রাহুল। গঙ্গাসাগর মেলা আয়োজন করে শিখেছি পরিকল্পনার গুরুত্ব, পোস্ট মুখ্যমন্ত্রীর।
আমডাঙার পর জগদ্দল। গুলেন বেরি সিনড্রোমে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর BC রায় হাসপাতালে কিশোরের মৃ্ত্যু।
এবার MR বাঙুর হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ। ভিডিও ভাইরাল। ২ জন গ্রেফতার।
অস্ত্র আইনে গ্রেফতার D বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও তৃণমূল নেতা।গুদাম মালিককে মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। ২ দিনের জেল হেফাজত।
WB News Live: ফের কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের
সীমান্তে ফের বাংলাদেশের উস্কানি, BSF-কে বাধা। ফের কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে বাধা বাংলাদেশের। মেখলিগঞ্জে BGB-র বাধার মুখে BSF।কাঁটাতার লাগাতে BSF ও গ্রামবাসীদের বাধা BGB-র।
West Bengal News Live: নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার, আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা
নোংরা জলকে শোধন করে পরিশ্রুত জল, আর সেই জলকে দৈনন্দিন কাজে ব্যবহার। আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে পাইলট প্রজেক্ট আনতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার দাবি এর ফলে তাদের দৈনন্দিন কাজে পানীয় জলের ব্যবহার যেমন কমবে তেমনই কমবে জল দূষণ। পাশাপাশি এই প্রজেক্টকে পেটেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা, ফলে দেশের কোথাও এই প্রজেক্ট ব্যবহৃত হলে তার থেকে আর্থিকভাবে লাভবান হবে কলকাতা পুরসভা।






















