West Bengal News LIVE Updates: গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়াদাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু!
West Bengal LIVE News: জেলা থেকে রাজ্য সব খবরের আপডেটস দেখুন...
LIVE

Background
গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়াদাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু! অন্যের ডিম খেয়ে ফেলা নিয়ে বচসার জেরে লাঠিপেটা। লাঠিপেটার জেরে অচৈতন্য হয়ে পড়া যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। বচসা যেখানে হয় তার ১০০ মিটারের মধ্যে পুলিশ ফাঁড়ি। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
SIR West Bengal News: স্কুলের পাশাপাশি দায়িত্ব সামলানো অসম্ভব, দাবি BLO-দের
SIR আবহে রাজ্যজুড়ে BLO-দের ট্রেনিং চলাকালীন বিশৃঙ্খলা। নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন তুমুল বিক্ষোভ BLO-দের। স্কুলের পাশাপাশি দায়িত্ব সামলানো অসম্ভব, দাবি BLO-দের। 'স্কুলের পর সন্ধেবেলায় বাড়ি ফিরে কীভাবে যাব ফর্ম বিলি করতে? ' কোথায় নিরাপত্তা? প্রশ্ন চূড়ান্ত প্রশিক্ষণে আসা মহিলা BLO-দের। মঞ্চে উঠে বিক্ষোভ, দাবিপূরণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি।
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর BLO-মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের
শুভেন্দু অধিকারীর BLO-মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূলের। বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-এর আর্জি। 'বিহারের প্রসঙ্গ উল্লেখ করে কেন BLO-দের হুমকি?' প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূল কংগ্রেসের






















