West Bengal News Live Updates: 'উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী', শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ফিরহাদের (Firhad Hakim) পর এবার এক ব্য়ক্তি এক পদ নিয়ে অভিষেকের (Abhishek Banerjee) তত্ত্ব খারিজ কল্যাণের (Kalyan Banerjee)। শ্রীরামপুরের (Shrirumpur) সাংসদের কথায়, সব থিওরি অনুযায়ী চলে না ,বাস্তব দিকটা দেখতে হবে। দিদির সিদ্ধান্তই শেষকথা'। অভিষেক তত্ত্ব 'খারিজ' কল্যাণের।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
১০ দিন ধরে ঘুরেও দলীয় কর্মীর জন্য SSKM-এ একটা ICU বেড জোটাতে পারলেন না নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর দাবি, সোমবার বেলা ১২টা নাগাদ, SSKM-এর অধিকর্তা এবং সুপারের সঙ্গে দেখা করতে যান। কিন্তু, ৪ ঘণ্টা পরও তাঁর সঙ্গে কেউ দেখা করেননি। এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি SSKM কর্তৃপক্ষের।
বাংলাকে কেন টাকা দেওয়া হচ্ছে না? প্রধানমন্ত্রী সময় দিলে, জানতে চাইব তাঁর কাছে! দিল্লি যাওয়ার আগে জলপাইগুড়ির সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী স্টান্টবাজি করছেন! কেন্দ্রের দেওয়া টাকার হিসাব দিন! পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ ছিল বেআইনি! এমন দাবি করে, কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল ইউজিসি। ১৯৯৮ সালে অধ্যক্ষ পদে নিযুক্ত হন মানিক ভট্টাচার্য। তাই এই ইস্যুকে কেন্দ্র করে তরজায় জড়িয়ে পড়েছে তৃণমূল ও সিপিএম। তরজার আবহে দু-পক্ষকেই এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে বিজেপি।
কৃষকদের ধান বিক্রিতে ন্যায্যমূল্য না দেওয়ার অভিযোগে সোমবার উত্তর কলকাতা জেলা কিষাণ মোর্চার তরফে খান্না মোড়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করা হল। বিজেপিকে নিশানা করেছেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
WB News LIVE Updates: উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের একটি মার্বেলের গুদামে আজ সকালে আগুন
উল্টোডাঙার ক্যানেল ইস্ট রোডের একটি মার্বেলের গুদামে আজ সকালে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ওই গুদাম, অভিযোগ স্থানীয় কাউন্সিলরের। আগুনের পাশাপাশি প্রশ্ন উঠেছে ওই গুদাম কীভাবে তৈরি হল, তা নিয়ে।
West Bengal News LIVE Updates: 'মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন?' কারণ জানালেন শুভেন্দু
'উত্তরবঙ্গ অবহেলার শিকার, উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন? বেড়াতে আসেন, আর ভোটের আগে মিথ্যা কথা বলতে আসেন', শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
WB News LIVE Updates:মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী, মন্তব্য শুভেন্দুর
উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এখানকার মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী, মন্তব্য শুভেন্দুর।
West Bengal News LIVE Updates:হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্য়া
হাওড়া ময়দানে মেট্রো প্রকল্পের পার্কিং তৈরিতে দেখা দিয়েছে নতুন সমস্য়া। অন্য়ত্র সরতে আপত্তি জানিয়েছেন ব্য়বসায়ীদের একাংশ। পাশাপাশি, ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন তাঁরা। এনিয়ে KMRCL ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান সূত্র।
Mamata Banerjee: 'এ বছর ১২ লক্ষ ২৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে', উত্তরবঙ্গে জানালেন মমতা
'৮ হাজার ৭৭৬টি স্কুল ও মাদ্রাসার পড়ুয়াদের সাইকেল দেওয়ার কাজ শুরু হল, এ বছর ১২ লক্ষ ২৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে', শিলিগুড়ি থেকে জানিয়ে দিলেন মমতা