West Bengal News Live : আজ দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি
West Bengal News Live : জেলা জেলার খবর একনজরে ।
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
১।' ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভূয়সী প্রশংসা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার।ব্যক্তিগত মত, আগে কংগ্রেসের (Congress) নিজের ঘর সামলাক, পরে ভারত জুড়বে' বললেন শান্তনু সেন (Shantanu Sen)।
২। ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামল। বিহারের বারসই স্টেশন ছাড়ার পরই ট্রেনে পাথর। বন্দে ভারত এক্সপ্রেসে তিনবার হামলা। কেন বারবার বিহারে ? উঠছে প্রশ্ন। আতঙ্কে যাত্রীরা।
৩। আর আহমেদ ডেন্টাল কলেজে অধ্যক্ষকে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতার।
৪। তিনদিন পর কাটল জট। হস্টেলে থাকার লিখিত প্রতিশ্রুতি মেলায় আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে অবস্থান তুললেন ইন্টার্নরা। ঘেরাও মুক্ত অধ্যক্ষ।
৫। আবাসে দুর্নীতির প্রতিবাদ করায় রামনগরে বিজেপি নেতাকে বাড়িতে ঢুকে মার, রেহাই নেই মা-বাবারও! অভিযুক্ত তৃণমূল, বিজেপি-র দ্বন্দ্ব, পাল্টা শাসক দল। ' এখনও কাঁচা বাড়ি কেন? দিদির দূতদের গাছে বেঁধে রাখুন।' আবাস-দুর্নীতি নিয়ে আক্রমণে দিলীপ। ভয় পাচ্ছেন দিদির দূতকে, কটাক্ষ তৃণমূলের।
৬। ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গিকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। দুবছর ধরে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল সাদ্দামের। টেলিগ্রামে সাঙ্কেতিক ভাষায় চলত কথা। মিলেছে পাক যোগও।
৭। সাদ্দামের মোবাইল ফোন ও ল্যাপটপে মিলেছে IS জঙ্গিদের নৃশংস খুনের ভিডিয়ো। সুইসাইড স্কোয়াড সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিল সাদ্দাম। কোথায় হামলার ছক ছিল? জানতে চাইছে এসটিএফ।
WB News Live : বীরভূমের সমবায় ব্যাঙ্কে কীভাবে এত বেনামি অ্যাকাউন্ট?
বীরভূমের সমবায় ব্যাঙ্কে কীভাবে এত বেনামি অ্যাকাউন্ট? প্রশ্ন তুলে সিউড়িতে ব্যাঙ্কে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ব্যাঙ্ক কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও পাল্টা তাঁদেরকেই মারধরের করা হয়েছে অভিযোগ করেছে বিজেপি।
West Bengal News Live : ভাটপাড়ায় পার্ক তৈরি নিয়ে বেঁধেছে বিতর্ক
ভাটপাড়ায় পার্ক তৈরি নিয়ে বেঁধেছে বিতর্ক। অভিযোগ, পার্ক তৈরির জন্য, পাঁচিল তুলে আটকে দেওয়া হয়েছে স্থানীয় এক বাসিন্দার জমিতে ঢোকার রাস্তা। এনিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ককে অভিযোগ জানালে, তিনি দুর্ব্য়বহার করেন বলে অভিযোগ। ৬ লক্ষ টাকা চান বলেও দাবি। অগত্য়া, আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী। অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।
WB News Live : প্রতি বিষয়ে ২টির বদলে এবার উচ্চমাধ্যমিকে একটাই প্রশ্নপত্র
প্রতি বিষয়ে ২টির বদলে এবার উচ্চমাধ্যমিকে একটাই প্রশ্নপত্র, একটাই উত্তরপত্র। সমস্যা এড়াতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত।
West Bengal News Live : বেনজির আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা
বেনজির আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। যোধপুর পার্কে বিচারপতির বাড়ির সামনে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ।
WB News Live : জুতোপেটার হুঁশিয়ারি সৌমিত্র খাঁর
পঞ্চায়েত ভোটে কারচুপির চেষ্টা করলে জুতোপেটার হুঁশিয়ারি সৌমিত্র খাঁর। বিষ্ণুপুর বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে পুলিশ-তৃণমূলকে হুঁশিয়ারি সৌমিত্র খাঁর।