West Bengal News Live: কয়েক ঘণ্টা পরই রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা, কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি
West Bengal News Live: আনিসকাণ্ডে আজও পথে প্রতিবাদ। রাত পোহালেই ১০৮টি পুরসভার গণনা। গণনার আগের দিন হাইকোর্টে বিজেপির ধাক্কা। জেনে নিন জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
কলকাতা: বিজেপির (bjp) ডাকা ১২ ঘণ্টার বনধে কলকাতায় (kolkata) তেমন কোনও প্রভাব পড়ল না। যান চলাচল ছিল স্বাভাবিক। তবে দু’এক জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। টবিন রোডের গন্ডগোলে কয়েকজন পুলিশ (police) কর্মী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি।
কাটল জট, বিচারকের উপস্থিতিতে কবর থেকে তুলে ৪ ঘণ্টা ধরে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত। পুলিশি নিরাপত্তায় নিয়ে আমতায় ফের সমাধি।
ফের আনিসের ময়নাতদন্ত
আনিস-হত্যা নিয়ে রাজনীতির অভিযোগ। এবার পথে তৃণমূল ছাত্র পরিষদ। এসপি, ওসিকে এখনও কেন গ্রেফতার নয়? পাল্টা প্রশ্ন সিপিএমের।এবার পথে টিএমসিপি
বেলাগাম অশান্তি। তাও প্রায় ১১ হাজার বুথের মধ্যে আজ মাত্র ২টিতে পুনর্নির্বাচন। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা। হাস্যকর সিদ্ধান্ত, খোঁচা বিরোধীদের।
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বিজেপির বাংলা বন্ধে দিনভর তাণ্ডব। অবরোধ, বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধের চেষ্টা।
বন্ধ নিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক অর্জুন। হিংসার মুখে আক্ষেপ, সাফাই সুকান্তর। ভোট লুঠের অভিযোগে পথে বামেরাও। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ। জলপাইগুড়ি, বহরমপুরে তুলকালাম।
হস্টেল খোলার দাবিতে আন্দোলনের নামে বিশ্বভারতীতে তাণ্ডব। ক্লাস থেকে পড়ুয়াদের উঠিয়ে পরপর দফতরে তালা। দীর্ঘক্ষণ রেজিস্ট্রারকে ঘেরাও।
এ কেমন আন্দোলন!
নবম-দশমেও শিক্ষক নিয়োগে দুর্নীতি। সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। প্যানেলে নাম নেই, কীভাবে নিয়োগ? ২৮ মার্চের মধ্যে রিপোর্ট তলব।
‘নাম নেই, তবু নিয়োগ!’
মধ্যরাত থেকেই ফের দাম বাড়ল রান্নার বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি একলাফে ১০৮ টাকা বেড়ে দাম হচ্ছে ২ হাজার ৯৫ টাকা।
রাজ্যে একদিনে করোনায় শুধু দঃ ২৪ পরগনায় একজনের মৃত্যু। দৈনিক সংক্রমণ নেমে ৮৯। ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ। একদিনে একজনের মৃত্যু
৪৫তম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল পার্কের নাম বইমেলা প্রাঙ্গন করার প্রস্তাব। ঘুরে দেখলেন রাজ্য পুলিশের স্টল। সল্টলেকে ‘বইমেলা প্রাঙ্গন’
ভোগাচ্ছে হাঁটুর চোট। অবসর নিতে পারেন দীপা কর্মকার, ইঙ্গিত কোচের। আন্তর্জাতিক জিমনাস্টিক্স সংস্থার আচমকা নির্বাসনে পাঠানো ঘিরে ধোঁয়াশা।
অবসর নিচ্ছেন দীপা?
দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, CBI অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের।
West Bengal News Live : কাঁথির ভোট গণনায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট
কাঁথির ভোট গণনায় স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিজেপির আবেদন খারিজ করে দিল আদালত। তবে, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করা হয়েছে। মামলার ফলাফলের ওপর নির্ভর করবে কাঁথি পুরভোটের ভাগ্য
West Bengal Live: ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে
ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ১০৭টি পুরসভার জন্য ১০৭টি কেন্দ্রে গণনা হবে। আপাতত স্ট্রং রুমে তালাবন্দি ইভিএম। নিরাপত্তার বজ্রআঁটুনিতে রয়েছে ভোটযন্ত্র।
West Bengal News Live : কাল রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা, কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি
কাল রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে স্ট্রং রুমগুলি। গণনাকেন্দ্রগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, আজ দক্ষিণ দমদম ও শ্রীরামপুর পুরসভার দু’টি ওয়ার্ডের দু’টি বুথে পুনর্নির্বাচন হল
West Bengal Live: পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
পোস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বড়বাজারে নিজের গদিতে খুন হন ওই ব্যবসায়ী। লুঠ হয় বহুমূল্যের অলঙ্কার। খুনের ঘটনায় গদির এক প্রাক্তন কর্মীর যোগসাজশ রয়েছে বলে সন্দেহ পুলিশের।
West Bengal News Live: তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ জ্যোতিষীর বিরুদ্ধে
তন্ত্রসাধনার নামে মহিলাকে মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ জ্যোতিষীর বিরুদ্ধে। চিত্পুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। টালা থেকে অভিযুক্ত জ্যোতিষীকে গ্রেফতার করল পুলিশ।