WB News LIVE Blog: লালবাজার থেকে ছাড়া হল সুকান্তকে, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি শুভেন্দু-র
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: কেউ সাজলেন লক্ষ্মী, কারও হাতে লক্ষ্মী প্রতিমা। কোজাগরি লক্ষ্মীপুজোর দিন নিয়োগের দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা।
চাকরি উৎসবের চেয়ে জরুরি নয়। মন্তব্য সৌগতর। সরকারি টাকায় উৎসব করে মানুষকে দুর্দশা থেকে ভুলিয়ে রাখা, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। উৎসবে কোটি কোটি মানুষের অন্নসংস্থান, পাল্টা কুণাল।
উৎসব ভুলে নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে কৌশিক, ঋদ্ধি। সিপিএম জমানার (Left front) দুর্নীতিতে ত্রিপুরাতে চাকরি চলে যাওয়াদের কাছেও যান, পাল্টা কুণাল (Kunal Ghosh)।
কামারহাটিতে প্রত্যেক পার্টি অফিসে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। উদ্বৃত্ত টাকা জমা দেবেন দলের কর্মীরা, প্রয়োজনে দুঃস্থদের দান। ঘোষণা মদনের। প্রচার পাওয়ার কৌশল, পাল্টা বিজেপি।
কাঁথিতে শিশিরের শান্তিকুঞ্জে সুকান্ত, অভ্যর্থনা শুভেন্দুর (Suvendu Adhikari)। সৌজন্য সাক্ষাত, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতির। নিজেদের মধ্যে আগে কোন্দল মেটাক, কটাক্ষ চন্দ্রিমার।
দলেরই একাংশকে হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের।
হুমায়ুনের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জেলা নেতৃত্বের। গরম বেশি পড়েছে, হুমায়ুনের মাথা খারাপ হয়েছে, প্রতিক্রিয়া মদনের। কোন্দল প্রকাশ্যে, কটাক্ষ কংগ্রেসের।
নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু পাচারকারীর। গরুপাচারে বাধা দিলে জওয়ানদের ওপর অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলিতে মৃত্যু গরুপাচারকারীর, দাবি বিএসফের।
গরুপাচার মামলায় হাওয়ালা-যোগ। বাংলাদেশের পাচারকারীদের টাকা পৌঁছত রাজ্যে। ভাগ যেত বিএসএফ, পুলিশ, নেতাদের কাছে। অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে দাবি সিবিআইয়ের।
গরুপাচার মামলায় অনুব্রতর (Anubrata Mandal) দেহরক্ষী সায়গলকে হেফাজতে পেতে হাইকোর্টে জরুরি শুনানির আবেদন ইডির। সাড়া দিল না হাইকোর্ট (High Court) । মঙ্গলবারই হবে শুনানি।
নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে হুগলির জাঙ্গিপাড়ায় ধুন্ধুমার। পুলিশে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি পরিবারের। কীভাবে খুন । অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের।
রাজনীতি চায় না জাঙ্গিপাড়া। কংগ্রেসের (Congress) প্রতিনিধিদলকে তাড়া স্থানীয়দের। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা গেরুয়া শিবিরের। কুৎসার রাজনীতি চায় না মানুষ, পাল্টা তৃণমূল।
প্রেমের প্রস্তাব ফেরানোয় পিংলায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলার অভিযোগ। মাথায় চোট, ভর্তি এনআরএসে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১।
দশমীতে ভোররাত পর্যন্ত বেঁচেছিলেন অয়ন, করেছিলেন ফোনও। হরিদেবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি নিহতের বন্ধুর। সাড়ে পাঁচ ঘণ্টার কম সময়ে পরিকল্পনা করেই দেহ লোপাট ? উঠছে প্রশ্ন।
দশমীতে বান্ধবীর বাড়ির দোতলায় খুন অয়ন। প্রমাণ লোপাটে মাস্টার প্ল্যান। দেহ সরিয়ে মোছা হয় রক্তের দাগও। ফরেন্সিকে মেলেনি রক্তের দাগ। খবর পুলিশ সূত্রে।
অয়নের মোবাইলে ছিল বান্ধবী ও তার মায়ের আপত্তিকর ছবি। বললেও ডিলিট করেনি। ভাইরাল হওয়ার আশঙ্কায় ফোন কেড়ে খুন, অনুমান পুলিশের।
ধর্মান্তরণ অনুষ্ঠানে গিয়ে বিতর্কের মুখে কেজরিওয়াল সরকারের মন্ত্রী। বিতর্কের মুখে ইস্তফা। আপকে চাপে ফেলতে চাইছিল বিজেপি (BJP) , প্রতিক্রিয়া রাজেন্দ্র পাল গৌতমের।
West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সেলিম
মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় '৪৮ ঘন্টা ধরে' উত্তপ্ত এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার। মোমিনপুরকাণ্ডে সুকান্ত আটক হতেই এদিন লালবাজারের সামনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি সেলিমকেও কটাক্ষ করেন মোমিনপুর ইস্যুতে। এরপরেই মোমিনপুর ছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদল-সহ শুভেন্দুকে তোপ দাগলেন বাম নেতা মহম্মদ সেলিম। এদিন বাম নেতা মহম্মদ সেলিম বলেন, 'যেহেতু দুর্নীতি ইস্যুতে..চোর ধরতে বলছি, তাই সব চোরের জ্বালা ধরেছে। তৃণমূলে বেশি চোর, যেমন জ্বালা ধরেছে, পাশাপাশি তৃণমূলের যে চোর পালিয়ে বিজেপিতে গিয়েছে, তারও জ্বালা ধরেছে।'
West Bengal News Live: পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী মালদায়
পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী মা ও মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার বিলায় কান্দরের মালিপাড়া এলাকায়।মৃতরা হলেন শ্রীদেবী হাজদা বয়স(৩০) বছর। মেয়ে মৌসুমী কিস্কু বয়স ১০ বছর।
West Bengal News Live: মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা
মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। গত ১৭ ই জানুয়ারি বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় ইয়াছউদ্দিন শেখ নামে এক ব্যক্তির। বিস্ফোরণের জেরে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙা ঘর থেকে ৭৫ টি সকেট বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। এরপর এই ঘটনায় তিন মাসের মধ্যে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
West Bengal News Live: বর্ধমানে চলন্ত বাসে ধোঁয়া
চলন্ত বাসে ধোঁয়া । অগ্নিকাণ্ডের ভয়ে যাত্রীরা নেমে গেলেন বাস থেকে। বর্ধমানের উল্লাস বাসস্ট্যাণ্ডের কাছে ঘটনাটি ঘটে। তবে বড় কোনও বিপর্যয় হয়নি। খবর পেয়ে তড়িঘড়িই ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ।
West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে বিজেপিকে তোপ কুণালের
কুণাল ঘোষ বলেন, দুর্গোৎসব এবং কার্নিভ্য়াল সফলভাবে হওয়ার পর, অতৃপ্ত আত্মা, মানসিকভাবে হতাশাগ্রস্থ বিজেপি, শকুনের রাজনীতি করছে। এই যে এত জায়গায়, লোক নেমেছে, ১০ থেকে ১২ টা লোক। টিভি ক্যামেরা, পুলিশ যত আছে, তার থেকে বিজেপির লোক কম ! জনগণকে একটু বিরক্ত করে ওরা প্রচারে থাকতে চাইছে। যেখানে একটা বিচ্ছিন্ন গণ্ডগোল। অন্য রাজ্য দেখুন...বলে পশ্চিমবঙ্গের কথা ইঙ্গিত করে বলেন, একটা গণ্ডগোল হয়েছে, সেটা দুটি ব্যক্তির মধ্যে হতে পারে, ক্লাবের মধ্যে হতে পারে, সেটা মানুষ থামিয়েছেন, পুলিশ থামিয়েছেন, সেটা ধর্মীয় রং দিয়ে, যেভাবে প্ররোচনার রাজনীতি করছে বিজেপি, আর তার সঙ্গে তার দুই লেজুর, কংগ্রেস এবং সিপিএম কুৎসা করতে নেমেছে !