West Bengal News Live Updates: পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হিংসা ছড়াল রেজিনগরে
West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...
LIVE
Background
West Bengal Live News Updates: সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) হাওড়ায় (Howrah) যেতে দিল না পুলিশ (Police)। দ্বিতীয় হুগলি সেতু গ্রেফতার বিজেপির (BJP) রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদে লালবাজারে (Lalbazar) বিক্ষোভ বিজেপির। ডিসি সেট্রালের অফিসের সামনেও প্রতিবাদ। পয়গম্বর-বিতর্কে হাওড়ার পাঁচলায় ফের উত্তেজনা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন। ইটবৃষ্টি-লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। হাওড়ার পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ প্রশাসনের। বন্ধ ইন্টারনেট। বুধবার পর্যন্ত বাড়ল ১৪৪ ধারার মেয়াদ। কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁ-র।
বুধবার পর্যন্ত ১৪৪ ধারা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল। পদক্ষেপ না করে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী, ট্যুইট রাজ্যপালের। দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হাওড়ার হিংসাত্মক ঘটনার পিছনে কিছু রাজনৈতিক দল। এসব বরদাস্ত নয়। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? ট্যুইটে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এলোপাথাড়ি গুলি পুলিশকর্মীর। এলাকায় আতঙ্ক। দ্রুতগতিতে আসা বাইক থেকে ছিটকে পড়লেন গুলিবিদ্ধ তরুণী। পার্ক সার্কাস গুলিকাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্য।
মুহূর্তে মৃত্যু।
ভবানীপুরে জোড়া খুনে উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে গ্রেফতার ২। মথুরা থেকে গ্রেফতার বিশাল বর্মন। জাজপুর থেকে পাকড়াও সন্তোষ। ধৃতের সংখ্যা বেড়ে ৫। রানাঘাটের বিজেপি বিধায়কের মুখে বিতর্কিত মন্তব্য। কুরুচিকর মন্তব্য করাই ওদের কাজ, অভিযোগ তৃণমূলের। টেট দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর নজরে শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ। সন্দেহ সিবিআই-এর।
নজরে পর্ষদ-কর্মচারীরাও। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। মৃত্যু কমলেও, দেশে একদিনে প্রায় ১০ শতাংশ বাড়ল সংক্রমণ। আক্রান্ত সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই।
ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় চতুর্থ গ্রেফতার। ধৃত বিশাল বর্মন জোড়া খুনে জড়িত ছিল বলে দাবি পুলিশের। উত্তরপ্রদেশের মথুরা থেকে গতকাল গভীর রাতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ভবানীপুরে ব্যবসায়ী অশোক শা ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল। পরে ট্রেনে চড়ে পালায় উত্তরপ্রদেশে। ধৃত ৩ জনকে জেরা করে বিশালের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
West Bengal News Live: সংঘর্ষে রণক্ষেত্র
হাওড়ার পর মুর্শিদাবাদ। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হিংসা ছড়াল রেজিনগরে। অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি, পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ।
West Bengal News Live Updates: পার্ক সার্কাসকাণ্ডে গুলিবিদ্ধের অস্ত্রোপচার
পার্ক সার্কাসে পুলিশ কনস্টেবলের গুলি চালনায় ঘটনায় গুলিবিদ্ধ হন বসির আলম নুমানি। এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের পর দেহ থেকে বার করল বুলেট। ডান কাঁধে হাড়ের সংযোগস্থলে আটকে ছিল বুলেট।
West Bengal News Live: ভবানীপুরে হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২
ভবানীপুরে হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২। উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৫।
West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল আরও একজনের মৃতদেহ
পূর্ব মেদিনীপুরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল আরও একজনের মৃতদেহ। একই দিনে জীবিত উদ্ধার করা হল আরও এক মৎস্যজীবীকে। হিজলিতে ট্রলার ডুবির ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। এখনও নিখোঁজ ৫ মৎস্যজীবী।
West Bengal News Live: রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ
রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।