7th Pay Commission: দোলের আগেই DA বাড়তে পারে সরকারি কর্মীদের, এবার কত বাড়বে বেতন ?
DA Hike: আশা করা হচ্ছে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘভাতা এই মাসের মধ্যেই ২ শতাংশ হারে বাড়তে চলেছে। দোলের আগেই এই ডিএ বৃদ্ধির ঘোষণা দিতে পারে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে সূত্র অনুসারে।

Central Govt Employees: কেন্দ্র সরকারি কর্মীরা এবার পাবেন বড় সুখবর। দোলযাত্রার আগেই জানুয়ারি থেকে জুনের বেতন বৃদ্ধির সাইকেলে মহার্ঘভাতা বৃদ্ধিও (DA Hike) হতে চলেছে এই দোলের আগেই। রিপোর্ট অনুসারে, দোলযাত্রার আগেই কেন্দ্র সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা ২ শতাংশ হারে বাড়তে পারে। অর্থাৎ এই মাসেই সুখবর (Salary Hike) পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মীরা।
মূলত বছরে দু'বার করে এই মহার্ঘভাতা বৃদ্ধি করা হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে। একবার বৃদ্ধি হয় জানুয়ারি মাসে, আরেকবার মহার্ঘভাতা বাড়ানো হয় জুলাই মাসে। প্রথম দুটি সাইকেলের প্রথমটি চলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। এই প্রথম সাইকেলের মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে দোলের আগেই। এর মাধ্যমে বর্তমান মুদ্রাস্ফীতির হারের সঙ্গে পাল্লা দিয়ে কেন্দ্র সরকারি কর্মীদের টেক হোম বেতনও বাড়তে চলেছে।
আশা করা হচ্ছে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘভাতা এই মাসের মধ্যেই ২ শতাংশ হারে বাড়তে চলেছে। দোলের আগেই এই ডিএ বৃদ্ধির ঘোষণা দিতে পারে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে সূত্র অনুসারে। এরপরে ডিয়ারনেস অ্যালাউয়েন্স বেড়ে হবে ৫৩ শতাংশের বদলে ৫৫ শতাংশ। বেসিক পে-র এত শতাংশ অতিরিক্ত বেতনের সঙ্গে জুড়ে পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি চূড়ান্ত মন্ত্রীসভার বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এই মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে। আগামী ১৪ মার্চ দেশজুড়ে পালিত হবে হোলি, বাঙালিদের দোলযাত্রা। আর তার আগেই ডিএ বাড়তে পারে কেন্দ্র সরকারি কর্মীদের।
এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ৩ শতাংশ হারে মহার্ঘভাতা বাড়ানো হয়েছিল কেন্দ্র সরকারি কর্মীদের। যে সমস্ত কর্মীদের বেসিক পে ১৮ হাজার টাকা প্রতি মাসে, তাদের বেতনের সঙ্গে ১ জানুয়ারি ২০২৫ থেকে অতিরিক্ত ৩৬০ টাকা যুক্ত হয়ে গিয়েছে। ফলে এখন বেশি বেতন পাচ্ছেন কর্মীরা, এবার ডিএ বাড়লে আরও বাড়বে বেতন।
যদি কারও মাসিক বেতন ৩০ হাজার টাকা হয়, আর তার বেসিক পে হয় ১৮ হাজার টাকা, তাহলে তিনি এবার থেকে ডিএ হিসেবে পাবেন ৯৫৪০ টাকা, যা কিনা বেসিক পে-র ৫৩ শতাংশ আর এবারে আরও ২ শতাংশ ডিএ বাড়লে তা দাঁড়াবে ৫৫ শতাংশে অর্থাৎ ৯৫৪০ টাকার বদলে কর্মী পাবেন ৯৯০০ টাকা ডিএ। আর যদি আবারও ৩ শতাংশ হারে ডিএ বাড়ে তাহলে কর্মীর ডিএ আদপে ৫৪০ টাকা বেড়ে হবে ১০,৮০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন: Stock Crash: ৫ দিনে ৩৯ শতাংশ ধস ! পরপর লোয়ার সার্কিট ! এই স্টকে বড় লোকসান বিনিয়োগকারীদের






















