West Bengal News : পুজোর আমন্ত্রণে কৌস্তভ বাগচীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
জামিনে মুক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার। জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতেই বিজেপি নেতাও ফের পাকড়াও। জেলা থেকে জেলা আরও খবর।
LIVE
Background
West Bengal News Update : সন্দেশখালিতে এখনও ক্ষোভের আগুন অব্যাহত। আজ বসিরহাটের SP অফিস অভিযানের ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারির প্রতিবাদে সিপিএমেরও SP অফিস অভিযানের কর্মসূচি রয়েছে। অশান্তি এড়াতে বসিরহাটের সংগ্রামপুরে SP অফিস সংলগ্ন ৫০০ মিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করল জেলা প্রশাসন।
অন্যদিকে মঙ্গলবার সাতসকালে রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে নামল ED। সল্টলেক, সেক্টর ফাইভ, বাগুইআটি, EM বাইপাসের মেট্রোপলিটন-সহ কলকাতার ৬টি জায়গায় একযোগে চলছে তল্লাশি-অভিযান। সব আপডেট জানুন এই ব্লগে।
Kaikhali News: আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ED-র অভিযান
আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ED-র অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ধাঁচেই বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলা হয় দুটি মোবাইল ফোন। আর্থিক দুর্নীতির তদন্তে এদিন সকালে কৈখালির PS ম্যাগনাম কমপ্লেক্সে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল ফোন। পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন ED-র আধিকারিকরা। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ED-র।
Kaikhali News: আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ED-র অভিযান
আর্থিক দুর্নীতির তদন্তে এবার কৈখালিতে ED-র অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার পুনরাবৃত্তি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ধাঁচেই বাকিবুর রহমান ঘনিষ্ঠ শেয়ার ব্য়বসায়ীর ফ্ল্যাট থেকে পাশের বাড়ির ছাদে ছুড়ে ফেলা হয় দুটি মোবাইল ফোন। আর্থিক দুর্নীতির তদন্তে এদিন সকালে কৈখালির PS ম্যাগনাম কমপ্লেক্সে শেয়ার ব্যবসায়ী হানিস তোশওয়ালের ফ্ল্যাটে হানা দেয় ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তল্লাশি চলাকালীন ব্যবসায়ীর আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে পাশের বাড়ি ছাদে ফেলে দেওয়া হয় দুটি মোবাইল ফোন। পরে ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন ED-র আধিকারিকরা। সন্দেহজনক তথ্য লুকোতেই মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান ED-র।
Polba News: বিজেপির প্রাক্তন বুথ সভাপতির মা-কে খুনের প্রতিবাদে উত্তাল হুগলি
বিজেপির প্রাক্তন বুথ সভাপতির মা-কে খুনের প্রতিবাদে উত্তাল হুগলি। থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায়। পাল্টা, লকেটের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল।
Narendrapur News: নরেন্দ্রপুরে নামী কোম্পানির নামে সফটওয়্যার খুলে অনলাইনে বেচা কেনার প্রতারণার ফাঁদ
দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর থানার কামালগাছি বাইপাসের উপর একটি অভিজাত আবাসনের মধ্যে চলছিল অনলাইনে মানুষ ঠকানোর কাজ। কল সেন্টারের আদলে অ্যামাজন কোম্পানির সফটওয়্যার নকল করে অভিজাতো ওই আবাসনের একটি ঘরে অনলাইনে বিদেশীদের লোভনীয় জিনিস সস্তা দামে অফার করা হতো। পরে টাকা তারা ডিপোজিট করলে কারোর মাল না পাঠিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করার কাজে ব্যস্ত ছিল প্রায় দেড়শত ছেলে মেয়ে। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘিরে ফেলে ওই আবাসনের ঘরটি।
Upper Primary Recruitment: এবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা
নিয়োগের দাবিতে এবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ১০ বছর হয়ে গেছে নিয়োগের পরীক্ষা হয়েছে, এখনও মেলেনি চাকরি। তাঁদের আরও অভিযোগ, নিয়োগের ব্য়াপারে উদাসীন প্রশাসন। এই পরিস্থিতিতে উপযুক্ত ব্য়বস্থা নিক রাজ্য়পাল, এই দাবিতে রাজভবনের সামনে, রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ এসে আন্দোলনকারীদের আটক করে।