West Bengal News Live: বিজেপির নবান্ন অভিযান নিয়ে টুইটে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : আজ বিজেপির নবান্ন অভিযান। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় থাকছে ত্রিস্তরীয় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস। মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী। সারাদিন এই খবরেই মূলত নজর থাকবে। এক নজরে আজকের শিরোনাম।
- আজ বিজেপির নবান্ন অভিযান। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও । কলেজ স্কোয়ারে মিছিলের নেতৃত্বে দিলীপ। হাওড়া ময়দান থেকে মিছিল সুকান্তর। সাঁতরাগাছি থেকে মিছিল শুভেন্দুর। মিছিল আটকাতে বিভিন্ন জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেড।
- বিজেপির নবান্ন অভিযানের আগেই উত্তপ্ত উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, শিলিগুড়ি-ট্রেনে উঠতে বিজেপি কর্মীদের পুলিশের বাধা।
- দুর্নীতি অস্ত্রে শান, আজ বিজেপির নবান্ন অভিযান। ৩দিক থেকে সুকান্ত-দিলীপ-শুভেন্দুর মিছিল। বিশৃঙ্খলা করলে প্রশাসনের পদক্ষেপ, তোপ তৃণমূলের।
- নেতাজি ইন্ডোরের সভা সেরেই খড়গপুরে মুখ্যমন্ত্রী। আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিয়ে বৈঠক। থাকবেন ২ মেদিনীপুরের বিধায়করা।
- পুজো অনুদান মামলায় আজ রায়-দান। সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫টি জনস্বার্থ মামলা। রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির বেঞ্চ।
- মাঝরাতের পরে ফের দুপুর। কয়লাপাচারকাণ্ডে ১২ ঘণ্টার মধ্যে ২বার ইডি দফতরে অভিষেকের শ্যালিকা। ৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
- রক্ষাকবচ সত্ত্বেও ব্যাঙ্কক যেতে কেন বাধা? ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে অভিষেক-শ্যালিকা। বৃহস্পতিবার শুনানি।
- এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগ, বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য। দেশজুড়ে এজেন্সি-রাজ, আক্রমণে মমতা। জারিজুরি ফাঁস, পাল্টা বিজেপি।
- চাকরি নিয়ে উৎকর্ষ বাংলার মঞ্চে ঘোষণা মমতার। খাটের নীচে উন্নয়নের মতোই দুয়ারে চাকরি, খোঁচা বিজেপির।
- গাঁজা কেস নিয়ে এবার রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। হাওড়ায় কত মামলা, কত বাজেয়াপ্ত, কত নষ্ট? ২০ নভেম্বর রিপোর্ট পেশের নির্দেশ।
- দুর্নীতির প্রতিবাদে আজ বিজেপির নবান্ন অভিযান। ৩দিক দিয়ে ঘিরতে প্রস্তুতি। পাল্টা তৈরি পুলিশ। সব খবরের টানা কভারেজ সবার আগে, দিনভর।
West Bengal News Live: পুজো অনুদানে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর আদালতের
৬ শর্তে পুজো অনুদানে সায় হাইকোর্টের। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা অনুদান। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর আদালতের।
WB News Live Updates: ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা
কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। বাগবাজারের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে নার্সিংহোমে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি ও মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ।
West Bengal News Live: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহাল সংক্রান্ত মামলায় হাইকোর্টে রাজ্যের ধাক্কা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালে হাইকোর্টে রাজ্যের ধাক্কা। ২০২১-এর অগাস্টে নেওয়া সিদ্ধান্ত খারিজ।
WB News Live Updates: কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্বে দিলীপ, হাওড়া ময়দানের মিছিলের নেতৃত্বে সুকান্ত
এদিন কলেজ স্ট্রিট থেকে মিছিলের নেতৃত্ব দেন দিলীপ ঘোষ। হাওড়া ময়দান থেকে বেরনো মিছিলের সামনে ছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু মাঝপথে পুলিশি বাধার মুখে পড়ে, রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পরে সুকান্ত মজুমদারকে আটক করে নিয়ে যায় পুলিশ। মাঝপথে পুলিশ মিছিল আটকালে, কিছুক্ষণ অপেক্ষার পর সেখান থেকে চলে যান দিলীপ ঘোষ।
West Bengal News Live: 'বিজেপির গুন্ডামির ঝলক দেখল গোটা দেশ', বিজেপির নবান্ন অভিযান নিয়ে তোপ অভিষেকের
‘শুধু বাংলা নয়, একঝলক বিজেপির গুন্ডামি দেখল গোটা দেশ। সিটি অব জয়ে বিজেপির গুন্ডামির ঝলক দেখল গোটা দেশ। ওরা ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি। বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাকে ধন্যবাদ’, পুলিশের গাড়িতে আগুনের ছবি ট্যুইট করে আক্রমণ অভিষেকের।