West Bengal News Live Updates: সিপিএম আমলে দুর্নীতির সব ফাইল পুড়িয়ে দিয়েছে : মমতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ক্যানিংয়ে (Canning) ফের শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) কর্মী। রাত সাড় ১০টা নাগাদ রাস্তায় বাইক থামিয়ে তৃণমূল কর্মী জসিমুদ্দিনকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ব্যক্তিগত শত্রুতায় হামলা হতে পারে, রাজনীতির (Politics) সম্পর্ক নেই বলে দাবি করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের।
স্বাধীনতা দিবসের আগে, ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি করলেন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় তিনি দাবি করেছেন, তাঁদের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন জেপি নাড্ডা ও আরএসএস। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের জেলা সভাপতিকে নিয়ে এখনও কোনও অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল। যা নিয়ে রাজ্যের শাসকদলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে কি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? ফিরহাদ হাকিমের বক্তব্যের পর তুঙ্গে জল্পনা।
আগামী ছয় মাসের মধ্যে ১৫ বছরের পুরনো সব গাড়ি বাতিল করতে হবে। বাতিল করতে হবে BS3 গাড়ি। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চল বেঞ্চ। চলবে, BS6 গাড়ি। কিন্তু, BS4-এর যে গাড়িগুলি ২০১৯-এ রেজিস্ট্রি হয়েছে? সেগুলোর কী হবে? সেগুলোও কি বন্ধ করতে হবে? এ প্রসঙ্গে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা, পশ্চিমবঙ্গ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের।
যাঁর ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক মানুষ, সেই ফুচকা বিক্রেতাকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগে সরব বাসিন্দারা। হুগলির পোলবায় ফুচকাওয়ালার বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফুচকায় বিষক্রিয়া বলে অনুমান চিকিত্সকদের। সন্ধ্যায় গ্রেফতার করা হয় ফুচকাওয়ালাকে।
বিশ্ব অঙ্গদান দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বালি-বেলুড়-লিলুয়া শাখার উদ্যোগে পদযাত্রা হাওড়ার বেলুড়ে। পদযাত্রায় অংশ নিয়ে চিকিত্সকরা বলেন, আগের থেকে অঙ্গদান অনেক বেড়েছে। এবিষয়ে আরও সচেতন হতে হবে মানুষকে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে টিকিট না পেয়ে, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই নেতাকেই দলে ফিরিয়ে করা হল ব্লক সভাপতি। তৃণমূলের ব্লক স্তরে এরকমই চমক ধরা পড়ল দার্জিলিঙের ফাঁসিদেওয়ায়। রদবদল করা হয়েছে উত্তরবঙ্গের আরও দুই জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।
West Bengal News Live Updates: সিপিএম আমলে দুর্নীতির সব ফাইল পুড়িয়ে দিয়েছে : মমতা
"সিপিএম আমলে দুর্নীতির সব ফাইল পুড়িয়ে দিয়েছে। আমরা বলেছিলাম বদল চাই, বদলা চাই না, তাই কিছু করিনি। এখন যদি ফাইলগুলো আবার খুলি, কী সূর্যবাবু ঝুলি থেকে বিড়াল বেরোবে তো ?। আপনাদের বেলায় তো সিবিআই হয় না।" আক্রমণে মমতা।
WB News Live Updates: প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ মমতার
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তেরঙ্গা’র কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live Updates: দুঃস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন রবিন হুড আর্মির সদস্যরা
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুঃস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন রবিন হুড আর্মির সদস্যরা। দেওয়া হল চাল, ডাল, শুকনো নানা খাবার। উত্তরবঙ্গে শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গে ঘোড়ামারা দ্বীপে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
WB News Live Updates: অনুব্রতর গ্রেফতারির পর মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে পথে নামার বার্তা মমতার
অনুব্রতর গ্রেফতারির পর মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে পথে নামার বার্তা মমতার। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত একতরফা মিছিলের ডাক। বললেন, খেলা হবে।
West Bengal News Live Updates: তিন থেকে চার হাজার কোটির সম্পত্তি রয়েছে অনুব্রতর, বিস্ফোরক দাবি অনুপম হাজরার
তিন থেকে চার হাজার কোটির সম্পত্তি রয়েছে অনুব্রতর। সিবিআই নজরে কেষ্ট-ঘনিষ্ঠরাও। বিস্ফোরক দাবি অনুপম হাজরার। বিজেপি নেতাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।