West Bengal News Live: লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।
LIVE
![West Bengal News Live: লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন West Bengal News Live: লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/40d21a55e94b7bdef0f11cba2a9def931707873382864484_original.jpeg)
Background
- সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য। কলকাতা থেকে জেলা বিরোধীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। আদালতেও ধাক্কা। বাতিল ১৪৪ ধারা। প্রশ্নে পুলিশের ভূমিকা।
সন্দেশখালিতে হাইকোর্টে ধাক্কা সরকারের। ১৪৪ ধারা বাতিল। চিহ্নিত করতে হবে উত্তেজনাপ্রবণ এলাকা। আরও ভালভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল। মন্তব্য বিচারপতির।
গোটা সন্দেশখালি জুড়েই উত্তেজনা? গোটা অঞ্চলে ১৪৪ ধারা! এরপর তো বলবেন কলকাতা জুড়ে ১৪৪ ধারা। সন্দেশখালি শুনানিতে রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য হাইকোর্টের।
৩। জমি দখল, ধর্ষণের মারাত্মক অভিযোগে কোর্ট বিচলিত। কোর্ট আছে, এটা ভেবেই মানুষ ঘুমোতে যায়। এখনই হস্তক্ষেপের সঠিক সময়। মন্তব্য বিচারপতির। সন্দেশখালিকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব।
সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই তদন্ত করছেন? প্রশ্ন আদালতের। আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
- শেখ শাহজাহান বাহিনী কৃষি জমি দখল করে ভেড়ি করেছেন। মেয়েদের ওপর অত্যাচার হয়েছে। অভিযোগ মামলাকারীদের। মারাত্মক অভিযোগ, হালকা ভাবে নেবেন না, মন্তব্য বিচারপতির।
- বিভীষিকার নাম সন্দেশখালি!
- সন্ত্রাসের অভিযোগে সন্ত্রস্ত সন্দেশখালি। পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি।
- সব জেনেও কিছুই করেনি পুলিশ! সন্দেশখালি গিয়ে আতঙ্কের কথা শুনল জাতীয় মহিলা কমিশন। ১৫ ফেব্রুয়ারি যাচ্ছে জাতীয় তফসিলি কমিশন।
- সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়।
- বসিরহাটে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের লাঠিচার্জ। একের পর এক ব্যারিকেড ভাঙতেই ধেয়ে ধেয়ে এল ইট। বেশ কয়েকজন আহত।
- আন্দোলন তুলতে ফের মধ্যরাতে সক্রিয় পুলিশ। রাতেই বসিরহাট এসপি অফিসের সামনে বিজেপির ধর্না জোর করে তুলে দিল পুলিশ। আটক সুকান্ত সহ ১৬ জন বিজেপি নেতা-কর্মী।
বসিরহাট যেতে পুলিশের বাধা এড়াতে কৌশলী সুকান্ত। হাসনাবাদ লোকালে চেপে পৌছলেন বসিরহাট। সেখান থেকে এসপি অফিসের উদ্দেশে বাইকে রওনা।
- সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বহরমপুরে বামেদের অভিযান ঘিরে তুলকালাম।পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ।
- পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে এক বাম কর্মীর মৃত্যুর অভিযোগ সিপিএমের। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু।
- কলকাতা থেকে কোচবিহার। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বাম বিক্ষোভ। পাল্টা পুলিশের লাঠি-কাঁদানে গ্যাস। পথে নামল কামদুনিও।
সন্দেশখালি যেতে কংগ্রেসকে দফায় দফায় বাধা। ধামাখালির কাছে রামপুরেই আটকে দিল পুলিশ। তুমুল বচসা-ধস্তাধস্তি। - সন্দেশখালির জমি পুনরুদ্ধারে এবার আসরে তৃণমূল। কলকাতাতেই বিরোধীদের বাধা, এলাকায় গেলেন পার্থ, নারায়ণরা। রবিবার আবার সভা।
গ্রামবাসীদের প্রতিরোধের পরেই উধাও। একের পর এক অভিযোগ, তাও অপেক্ষায় তৃণমূল! - শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডবে ভেড়ির টাকা লুঠ। জনরোষের মুখে কার্যত মানল তৃণমূল। সন্দেশখালির মন জয়ে টাকা ফেরতের ব্যবস্থা করার আশ্বাস।
- সন্দেশখালি থেকে দিল্লি ফিরতেই রাজ্যপালের কনভয়ে ঢুকল গাড়ি। অন্তর্ঘাতের আশঙ্কা পুলিশের। নেপথ্যে থাকতে পারে শেখ শাহজাহান বাহিনী, সন্দেহ রাজভবনের একটি সূত্রের।
সন্দেশখালির পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় শিশুমৃত্যু। বিএসএফকে নিশানা। আজ যাচ্ছে রাজ্য শিশু কমিশন। কাল রাজ্যপালের কাছে তৃণমূল।
- জল্পনা বাড়িয়ে এবার কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে শুভেনদু।
- দেবের পর মিমি। জল্পনা বাড়িয়ে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, শক্তি মন্ত্রকের যৌথ কমিটি থেকে ইস্তফা। ভাঙড়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিচালন সমিতির পদও ছাড়লেন।
- দিল্লিতে কৃষক অভিযান ঘিরে তুলকালাম। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করল পুলিশ। একমাসের জন্য ১৪৪ ধারা জারি করে দিল্লিকে করে তোলা হল দুর্ভেদ্য দুর্গ।
ভোটের মোদির গুণকীর্তন করে, মঞ্চস্থ করতে হবে নাটক? নাটকের দলগুলিকে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক। আক্রমণে ব্রাত্য, পাল্টা শুভেন্দু।
- ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। শেষ ২৯শে। সময় এগিয়ে এবার পরীক্ষা শুরু সকাল পৌনে দশটায়। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ সংসদের।
- অযোধ্যার পর আবু ধাবি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিনদু মন্দির উদ্বোধন করলেন মোদি। একসঙ্গে উপাসনা করতে পারবেন ১০ হাজার পুণ্যার্থী।
- নৈরাজ্যের সন্দেশখালিতে ‘নিশির ডাক’! মুখ খুলছেন একের পর এক মহিলা। কবে ধরা পড়বে শাহজাহান-শিবু? তৃণমূল নেতাদের বিরুদ্ধে ফুঁসছে এলাকা।
- চাপের মুখে লিজের বকেয়া টাকা ফেরানোর দায়িত্ব নিল শাসক দল। প্রতিবাদ ঘিরে দিনভর অশান্তি, বসিরহাটে অবস্থান করে আটক সুকান্ত।
- কোর্টে খারিজ ১৪৪ ধারা, এবার কি সন্দেশখালিতে ঢুকতে পারবে বিরোধীরা? চোপড়ার শিশুমৃত্যুকাণ্ডে তোলপাড়, আজ যাচ্ছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।
West Bengal Live News: হরিশ্চন্দ্রপুরে জব কার্ড-দুর্নীতির অভিযোগ, নিশানায় বাম-কংগ্রেস জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত
একশো দিনের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই মালদার হরিশ্চন্দ্রপুরে জব কার্ড-দুর্নীতির অভিযোগ উঠল। কাঠগড়ায় বাম-কংগ্রেস জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। কংগ্রেস অভিযোগ অস্বীকার করলেও, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।
WB Live News: রাজ্য়ে জোট নিয়ে বাম-কংগ্রেস আলোচনা
ইন্ডিয়া জোটে থাকলেও পশ্চিমবঙ্গে একলা চলোর ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে সিপিএমে সঙ্গে জোট বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন মহম্মদ সেলিম। আসন রফা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
West Bengal Live News: লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন
ভোটে কেন্দ্রীয় বাহিনী, দৌড়ে জম্মু-কাশ্মীরকেও ছাপিয়ে গেল বাংলা! লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন। বাংলার জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন।
WB Live News: রেশন দুর্নীতি মামলায় আরও এক ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিককে গ্রেফতার ইডির
রেশন দুর্নীতি মামলায় আরও এক ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিককে গ্রেফতার করল ED. রাতভর জিজ্ঞাসাবাদের পর এবার ED-র হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। ED-র দাবি, ফরেক্স ট্রেডিং কোম্পানি ছাড়াও আমদানি-রফতানির ব্যবসা রয়েছে বিশ্বজিতের। শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।
West Bengal Live News: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ২৫০ বিঘা জমি দখলের ভয়ানক অভিযোগ
শেখ শাহজাহান, শিবু হাজার, উত্তম সর্দারদের আরও এক কুকীর্তি সামনে এল। বছর দুয়েক আগে ২৫০ বিঘার জমি কেড়ে নিয়ে ভেড়ি তৈরি করার অভিযোগ উঠেছে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। শুধু তাই নয়, কেউ জমি দিতে আপত্তি জানালে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)