Union Budget 2025 : চিকিৎসাক্ষেত্রে মাইলফলক, ক্যান্সার রোগীদের বড় সুরাহা দিল এই বাজেট, মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের
ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বইতে বইতে ন্যুব্জ পরিবারগুলোকে অনেকটা স্বস্তি দেবে এই সিদ্ধান্ত। এর ফলে কমতে পারে ক্যান্সারের ওষুধের দাম।

মধ্যবিত্তকে আয়করে স্বস্তি দিয়েছে। সুরাহা দিয়েছে প্রবীণদেরও। আর বিরাট আশার আলো দেখিয়েছে ক্যান্সার রোগীদের। এই ঘোষণায় খুশি স্বাস্থ্যক্ষেত্রও। বাজেট পেশের পর স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানিয়েছেন, ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধকে পুরোপুরি শুল্কমুক্ত করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘোষণা। ক্যান্সারের চিকিৎসার ব্যয়ভার বইতে বইতে ন্যুব্জ পরিবারগুলোকে অনেকটা স্বস্তি দেবে এই সিদ্ধান্ত। এর ফলে কমতে পারে ক্যান্সারের ওষুধের দাম।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই নিয়ে আটবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন। মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ এটি। ওষুধের দামে স্বস্তি দেওয়ার পাশাপাশি এবার মেডিকেল কলেজগুলিতেও আসন বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়া সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। অর্থমন্ত্রীর ঘোষণা, ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর মৌলিক শুল্ক ছাড় দেওয়া হবে। এতে করে বড় রকমের সুবিধে পাবেন, ক্যান্সার, বিভিন্ন বিরল রোগ এবং অন্যান্য গুরুতর দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তরা।
সংবাদ সংস্থা আইএএনএসকে NATHEALTH-এর প্রেসিডন্স অভয় সোইয়ের মতো, এই বাজেট জনস্বাস্থ্য ক্ষেত্রে মাইলফলক। এই বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলকে উৎসাহিত করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন তিনি।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এদেশে উল্লেখযোগ্য ভাবে বাড়ছে মাথা এবং ঘাড়ের ক্যান্সার (মুখ এবং গলার ক্যান্সার সহ)। এছাড়ও বৃদ্ধি পাচ্ছে স্তন ক্যান্সার আক্রান্তের সংখ্যা। সারভাইকাল ক্যান্সারেও আক্রান্ত হচ্ছেন বহু। সবাইকে সুন্দর, স্বাস্থ্যকর, পরিবেশে, প্রশিক্ষণ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে যদি ভালভাবে ডে-কেয়ার সেন্টারগুলিতে কেমোথেরাপির মতো চিকিৎসা দেওয়া যায়, তাহলে তা খুবই ইতিবাচক পদক্ষেপ হবে। মনে করছেন স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ডঃ ডি এস রানা।
FICCI ক্যান্সার টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ গোর আইএএনএস-কে বলেন, এই শুল্ক অব্যাহতি গুরুত্বপূর্ণ চিকিৎসার খরচ কমাবে । রোগীদের কাছে ওষুধ আরও সহজলভ্য করে তুলবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ সাবিন কাপাসি চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আসন বৃদ্র বিষয়টি স্বাগত জানিয়েছেন। ভারতীয় মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (AiMeD)যদিও খুশি নয়। চিকিৎসা ডিভাইস শিল্পের ক্ষেত্রে এই বাজেটে তেমন কোনও উল্লেখ নেই।
মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পবন চৌধুরী ভারতে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য অনেক ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াটি সহজ করে দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
