Budget 2025: অনুদান কমল আফগানিস্তানের, ভারতবিদ্বেষ সত্ত্বেও বাংলাদেশের বরাদ্দ কমাল না কেন্দ্র
Indian Foreign Aid: প্রতিবেশী দেশগলিকে তো বটেই, কৌশলগত ভাবে যে দেশগুলি গুরুত্বপূর্ণ, তাদের অর্থনৈতিক অনুদান দেয় ভারত।

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটে বিদেশি অনুদান বৃদ্ধি করা হল। বিদেশমন্ত্রকের তরফে বিদেশি অনুদান বাবদ মোচ ৫ হাজার ৪৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেকটাই কম। কারণ গতবছর বিদেশি অনুদান বাবদ বরাদ্দ ছিল ৪ হাজার ৮৮৩ কোটি টাকা। সবমিলিয়ে বিদেশ মন্ত্রকের বাজেট এখন ২০ হাজার ৫১৬ কোটিতে রয়েছে। প্রতিবেশী দেশগলিকে তো বটেই, কৌশলগত ভাবে যে দেশগুলি গুরুত্বপূর্ণ, তাদের অর্থনৈতিক অনুদান দেয় ভারত। (Budget 2025)
এবছর ভুটানের জন্য সবচেয়ে বেশি অনুদান বরাদ্দ করেছে ভারত, ২, ১৫০ কোটি টাকা। গত বছর ভুটানের জন্য ২ হাজার ৬৮ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এমনিতে বিদেশি অনুদান বাবদ বরাদ্দ কমলেও, ভারতের অনুদানপ্রাপ্ত দেশগুলির মধ্যে ভুটান তালিকার একেবারে শীর্ষে রয়েছে। (India Foreign Aid)
তালিকায় এর পরই রয়েছে মলদ্বীপ। এমনিতে দীর্ঘ সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলেছে। তার পরও এবছর মলদ্বীপের জন্য বিদেশি অনুদান বাড়ানো হয়েছে। আগের বছর যেখানে ৪৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এ বছর কা বাড়িয়ে করা হয়েছে ৬০০ কোটি টাকা। মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু চিন-ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই নিয়ে ভারতের সঙ্গে তাদের সম্পর্কে সঙ্কট দেখা দেয়। কিন্তু সম্প্রতি ভারত সফরে আসেন মলদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী গাসান মাওমুন। আর তার পরই মলদ্বীপের জন্য অনুদানের বরাদ্দ বাড়ানো হল।
একই ভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভাঁটা পড়েছে ভারতের। বাংলাদেশের বর্তমান মহম্মদ ইউনূস সরকারের আমলে ভারত বিদ্বেষও চরমে পৌঁছেছে বাংলাদেশে। সেই আবহেও আগের মতোই বাংলাদেশের জন্য ১২০ কোটি টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে বাজেটে। শ্রীলঙ্কার জন্য বরাদ্দ করা হয়েছে ৩০০ কোটি টাকা, নেপালের জন্য ৭০০ কোটি টাকা। আফ্রিকার দেশগুলির জন্য বরাদ্দ ২০০ কোটি থেকে বাড়িয়ে ২২৫ কোটি করা হয়েছে। লাতিন আমেরিকার বরাদ্দ ৯০ কোটি থেকে কমে হয়েছে ৬০ কোটি। ইরানের চবাহার পোর্টের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ ধরে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিপর্যয়ের ক্ষেত্রে যে অনুদান দেওয়া হয়, সেই বরাদ্দ ৬০ থেকে বাড়িয়ে ৬৪ কোটি টাকা করেছে কেন্দ্র।
তবে দুই পড়শি দেশের বরাদ্দ অনেকটাই কমানো হয়েছে এবার। আফগানিস্তানের জন্য গত বছরও ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারে তা একেবারে ১০০ কোটিতে নামিয়ে আনা হয়েছে। মায়ানমারের জন্য বরাদ্দ ৪০০ কোটি থেকে কমিয়ে ৩৫০ কোটি টাকা করেছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
