West Bengal News Live: বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ নয়, সিইও দফতর, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি আন্দোলনকারীদের
West Bengal News : জেলা থেকে জেলার খবর, এক নজরে এক ক্লিকে।
LIVE
Background
শূন্য, ২ পেয়েও ৪ বছর ধরে শিক্ষক! গ্রুপ ডি-র (Group D) পরে হাইকোর্টের (High Court) নির্দেশে নবম-দশমে চাকরি যাচ্ছে ৬১৮জনের। ওএমআর শিট-সার্ভার্রের (OMR Sheet) নম্বরে দেদার ফারাক।
'জালিয়াতি (Fraud) করে একই স্কুলে ছেলের চাকরির অভিযোগ, মুর্শিদাবাদের প্রধান শিক্ষক গ্রেফতার। হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। খোঁজ নেই ছেলের।
রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মধ্যেই পূর্বসূরীর কাছে রাজ্যপাল (Governor)। উপ রাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সিভি আনন্দ বোসের বৈঠক। ধনকড়ের কাছে বোস
বিধানসভায় বিক্ষোভ, সুকান্তর সঙ্গে বৈঠকের পরেই প্রধান সচিবকে (Principal Secretary) সরাতে নবান্নকে বার্তা রাজ্যপালের।
বিজেপির বিরুদ্ধে রাজ্যপালকে নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর। আগে পরিস্থিতি বুঝতে পারেন নি, তাই পূর্বসূরীর কাছে রাজ্যপাল, পাল্টা বিজেপি।
বালিগঞ্জে টাকার পাহাড়, শুভেনদু-মনজিতের ছবি দেখিয়ে আক্রমণে মমতা। সস্ত্রকী ভাইকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। উদ্বেগ স্পষ্ট, পাল্টা শুভেন্দু।
রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় বিধানসভায় তুলকালাম। অধ্যক্ষকে অপমানের অভিযোগ, শুভেন্দুকে সাসপেনশনের প্রস্তাব তাপসের। মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রত্যাহার।
মুখ্যমন্ত্রীর কথায় বক্তব্যের অংশ বাদ দেওয়ার অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির।
মেদিনীপুরের থেকে বকখালি। একই দিনে জঙ্গলে বিধ্বংসী আগুন। সিজুয়ায় শালের জঙ্গলে আগুন। বকখালিতে মন্দির লাগোয়া বনাঞ্চলে আগুন।
WB News Live Update: দুই জেলায় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড
দুই জেলায় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড। পশ্চিম মেদিনীপুরের সিজুয়াতে শালবনে আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বকখালির পর্যটন কেন্দ্রে বিশালাক্ষ্মী মন্দির লাগোয়া বনাঞ্চলেও আগুন লাগে। প্রায় ২৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
WB News Live: দফতরে আয়কর হানা, তদন্তে সহযোগিতার আশ্বাস বিবিসির
দফতরে আয়কর হানা, তদন্তে সহযোগিতার আশ্বাস বিবিসির। অঘোষিত জরুরি অবস্থা দেখছে কংগ্রেস। এত ভয় কেন? নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপির।
WB News Live Update: কাল ভাঙড়ে বাম-আইএসএফের সভা, অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা
কাল ভাঙড়ে বাম-আইএসএফের সভা। অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা। অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা। এলাকায় ঢোকার মুখে পুলিশের নাকা তল্লাশি।
WB News Live: তৃণমূলে থাকাকালীন বিধায়ক কেনাবেচা নিয়ে সাগরদিঘিতে বিস্ফোরক শুভেন্দু
দ্বিতীয় দফায় তৃণমূল ক্ষমতায় আসার পরে বাম বিধায়কের দলবদল
তৃণমূলে থাকাকালীন বিধায়ক কেনাবেচা নিয়ে সাগরদিঘিতে বিস্ফোরক শুভেন্দু
WB News Live Update:নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে, আজ কলকাতায় মিছিল করল বামপন্থী দলগুলি
নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে, আজ কলকাতায় মিছিল করল বামপন্থী দলগুলি। বাজেটের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলে, ISF বিধায়ককে আটকে রাখার চেষ্টা হচ্ছে। মন্তব্য করলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। নৌশাদের মুক্তি না মেলা পর্যন্ত জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ISF। অন্যদিকে ভাঙড়ে পাল্টা সভা করে CPM ও ISF-কে একযোগে বিঁধেছেন আরাবুল ইসলামরা।