West Bengal News Live: ১০০ দিনের কাজ থেকে আবাসে দুর্নীতি, কোনও চোরকে ছাড়া হবে না, হুঁশিয়ারি শুভেন্দুর
West Bengal News Live : জেনে নিন জেলা থেকে জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে ।
LIVE
Background
১। দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার। ডাকাতির কিনারা করতে গিয়ে দুষ্কৃতীদের গুলির মুখে পুলিশ। গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র।
২। শ্যুটআউট এবার পুরুলিয়ায়। বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি। গ্রেফতার ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত তৃণমূল। অস্বীকার শাসক দলের।
৩। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভে আদালত অবমাননার রুল জারি। শুনানির জন্য ৩ বিচারপতির বেঞ্চ গঠন প্রধান বিচারপতির।
৪। বিক্ষোভ উঠলেও কার্যত অচল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস। অধিকাংশ মামলায় অনুপস্থিত সরকারি আইনজীবীরা। কারণ জানা নেই, বললেন এজি।
৫। রাজ্যে আসছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্য। কেন রাজ্যের সদস্য নেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে ? এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্য বার কাউন্সিলের।
৬। আবাস যোজনার পর সকুলশিক্ষা। রাজ্যে কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প ? জানুয়ারিতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। রাজ্যকে জানাল কেন্দ্র।
৭। টেটে মাথাপিছু ১ লক্ষ, সংগঠক শিক্ষকে ৫০ হাজার, আপার প্রাইমারিতে ২ লক্ষ টাকা। রশিদে সই হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের। দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের।
৮। জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতেরা।
৯। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে রামপুরহাটে মধ্যাহ্নভোজে বসেও উঠে গেলেন তৃণমূল সাংসদ ও বিধায়ক। আগেই খেয়েছি, সাফাই শতাব্দীর। গরিবের খাবার রোচে না, কটাক্ষ বিজেপির।
১০ । আগামী সপ্তাহের শুরুতে কলকাতার আয়কর অফিসে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে তলব। উদ্ধার ১১ কোটির উৎস জানতে ৫ বছরের আয়ের নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট আনতে নির্দেশ।
WB News Live : আজ পুরুলিয়ার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন
হাইকোর্টের নির্দেশে আজ পুরুলিয়ার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। গতকাল রাত থেকেই পুরসভার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। পুরসভা চত্বর ও আশপাশের এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে
WB News Live : 'ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ', অমর্ত্য-মন্তব্যে প্রতিক্রিয়া মমতার
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মত প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ। প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী পদের কর্মখালি নেই! ফের ক্ষমতায় আসবেন মোদিই। অমর্ত্য সেনের সমালোচনা করে এই মন্তব্য করেছে বিজেপি।
WB News Live : মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়, এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী
দত্তপুকুরে দিদির দূত মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী। জামিনযোগ্য ধারায় মামলা পুলিশের। গ্রেফতার না হলে পথে নামার হুমকি বিজেপির।
WB News Live : মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার!
মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার! এক পরিবহণ ব্যবসায়ীর অভিযোগ, রাস্তায় তাঁর বাইক দাঁড় করিয়ে নগদ এক লক্ষ টাকা ও সোনার হার ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেনঅঞ্চল সভাপতি।
WB News Live : দেগঙ্গায় বেআইনি মাটি ব্য়বসার প্রতিবাদ করায় যুবককে 'হুমকি'
দেগঙ্গায় বেআইনি মাটি ব্য়বসার প্রতিবাদ করায় যুবককে হুমকির অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অভিযোগকারীর দাবি, তিনি নিজেও তৃণমূল কর্মী। তৃণমূলের অন্দরে এই কোন্দল নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।