West Bengal News Live: মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
ভোট (Panchayat Election 2023) ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন! এবার মুর্শিদাবাদে ভোটের দিন আক্রান্ত তৃণমূল কর্মীর (TMC Worker Death) এনআরএসে মৃত্যু। ভোট দিতে যাওয়ার সময় হামলা, অভিযোগ পরিবারের।
ভয়ের ভাঙড়ে ফের বিস্ফোরণ। বোমা বাঁধতে গিয়ে আহত ৪। আনা হল কলকাতায়। এখনও আইএসএফ প্রার্থী-সহ স্বামী নিখোঁজ।
ভয়ের ভাঙড়, ফের বিস্ফোরণ!
ভোটের পরে বেলাগাম তাণ্ডব। একের পর এক বাড়ি, দোকান ধূলিস্যাত। হাবড়ার ২ নম্বর ব্লকে শুধুই আতঙ্ক।
ভোট শেষেও সন্ত্রাস। বাসন্তী গেল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যপালের কাছে নালিশ।
ভোটের ফল বেরোতেই অশান্ত নন্দীগ্রাম। আক্রান্ত তৃণমূলকর্মীদের আনা হল এসএসকেএমে। তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে মারের অভিযোগ।
পঞ্চায়েতে জিতলেই টাকা, তাই এত মারামারি! রাস্তায় ব্যালট, স্বচ্ছতা কোথায়? জাঙ্গিপাড়া-মামলায় মন্তব্য হাইকোর্টের। রিটার্নিং অফিসারের হাজিরা।
ফলের পরও ভোট! ব্যালট খেয়েও হল না শেষ রক্ষা। অশোকনগর-সাঁকরাইল-সিঙগুর সহ ৩ জেলার ২০টি বুথে ফের ভোট, জানাল কমিশন।
কালনা, কাটোয়া, গয়েশপুরের পর বাগনান, তমলুক, খড়গপুর। ভোটে জিতেই ডিগবাজি। বাম-বিজেপি থেকে কংগ্রসে প্রার্থীদের তৃণমূলে যোগদানের হিড়িক!
ভোটের পরেও অবাধে হামলা। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই নোডাল অফিসার নিয়োগ করছে বিএসএফ। খবর পেলেই সঙ্গে সঙ্গে জানানোর আবেদন।
ভোটে সন্ত্রাস, বিজেপি নেতাদের মুখে ৩৫৫ ধারা জারির সওয়াল। শুভেনদুর ভিডিও দেখিয়ে চক্রান্তের তত্ত্ব তৃণমূলের। পাল্টা সত্যতা নিয়েই প্রশ্ন নিশীথের।
ভোট হিংসার মধ্যেই শাসকের অন্দরে পরিণয়। রাজ্যসভার সাংসদ আবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন লোকসভার সাংসদ প্রসূনের মেয়ে।
চতুর্থ দেশ হিসেবে আজ শুরু হচ্ছে ভারতের চন্দ্র অভিযান। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-থ্রির উৎক্ষেপণ। তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর বিজ্ঞানীরা।
Malda News: মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ
ভোটের পরেও বোমার বলি। মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। গুরুতর জখম আরও ২। ছড়িয়ে বোমা তৈরির সরঞ্জাম।
Titagarh News: দমকলকর্মী খুনে গ্রেফতার ২ সুপারি কিলার
দমকলকর্মী খুনে গ্রেফতার ২ সুপারি কিলার। উত্তর ২৪ পরগনার টিটাগড় থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও অধরা খুনের মাস্টার মাইন্ড। ব্য়ক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে জানিয়েছে পুলিশ।
Sukanta Majumdar: নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের
নির্বাচন পরবর্তী হিংসার আবহেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অমিত শাহের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এবার সুকান্ত মজুমদারকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সন্ধে ৬টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সুকান্ত মজুমদারকে জরুরি তলব অমিত শাহের। পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা। পঞ্চায়েত নির্বাচন চলাকালীনও রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে ফোনে দুবার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের বাইরেই সাংবাদিক বৈঠক করবেন সুকান্ত মজুমদার।
Murshidabad News: মুর্শিদাবাদে সিপিএমের পরাজিত প্রার্থীকে বেধড়ক মার
মুর্শিদাবাদে সিপিএমের পরাজিত প্রার্থীকে বেধড়ক মার। হাওড়ায় পরাজিত বিজেপি প্রার্থীদের বাড়িতে অগ্নিকাণ্ড। পশ্চিম মেদিনীপুরে বিজেপির পোলিং এজেন্টের ওপর হামলা। ভোট শেষের পরও অব্য়াহত সন্ত্রাস। দিকে দিকে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Tapas Roy: ভোট-হিংসার জন্য এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়
ভোট-হিংসার জন্য এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক তাপস রায়। 'অযোগ্য পুলিশ আর মজা দেখা পুলিশের জন্যই এই ঘটনাগুলি ঘটেছে। পুলিশের একটা অংশ অযোগ্য, আরেকটি অংশ মজা দেখছে। যারা মজা দেখছে, তারা সরকারকে হেয় করতে চায়। তারা আমাদের সরকারের বিরোধী শক্তি', মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের।