West Bengal News Live : আর্থিক তছরুপ মামলায় জামিন পেলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম -
১। দুর্নীতি অস্ত্রে শান, বিজেপির নবান্ন অভিযানে হাওড়া-কলকাতায় ধুন্ধুমার। বড়বাজারে জ্বলল পুলিশের গাড়ি। সাঁতরাগাছিতে ইট বৃষ্টি।২। বিজেপির মিছিল আটকাতেই রণক্ষেত্র বড়বাজার। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন।
৩।লালবাজারের কাছে বিজেপির তাণ্ডব, পাল্টা পুলিশের মার। মাথা ফাটল মীনাদেবীর।
৪। বিজেপির নবান্ন অভিযান ঘিরে কুরুক্ষেত্র সাঁতরাগাছি। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। ইট-পাথর বৃষ্টি, পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস।
৫। সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ। মাঝখানে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত।
৬। বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন। ক্ষমতায় এলে কী করত, ভেবেই কেঁপে উঠছি, আক্রমণে অভিষেক। নেপথ্যে পুলিশ কিংবা তৃণমূল, দাবি শুভেন্দুর।
৭। বিজেপির অভিযান ঘিরে হাওড়া ময়দানেও তুলকালাম। আটকাতে জলকামান। গ্রেফতার সুকান্ত। হাওড়া ব্রিজ থেকেই ফিরলেন দিলীপ।
৮। সাঁতরাগাছি যাওয়ার আগেই পিটিএসের সামনে গ্রেফতার শুভেন্দু। বিজেপি সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে পুলিশের লাঠিচার্জ। আহত দলীয় কর্মীরা, অভিযোগ বিজেপির। পুলিশের সঙ্গে তুমুল বচসা।
৯। লোক হয়নি বিজেপির নবান্ন অভিযানে, বেলুন ফুটো হয়ে গিয়েছে। বিজেপির নবান্ন অভিযান নিয়ে কটাক্ষ মমতার। গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে মন্তব্য।
১০। গ্রেফতারের পরে জামিনে মুক্ত সুকান্ত-শুভেন্দু। আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগে হাইকোর্ট বিজেপি। স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব।
১১। বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র তমলুক। তৃণমূল নেতাকে ধাওয়া করে, রাস্তায় ফেলে মার! বিজেপির নবান্ন অভিযান, পুলিশের কড়াকড়ি। সাধারণ মানুষের চূড়ান্ত দুর্ভোগ। কোনা এক্সপ্রেসওয়ের আটকে থাকতে হল ক্যান্সার রোগীকেও।
১২। ৬ শর্তে পুজো অনুদানে সায় হাইকোর্টের। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর আদালতের।
১৩ I কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালির পুনর্বহালে হাইকোর্টে রাজ্যের ধাক্কা। ২০২১-এর অগাস্টে নেওয়া সিদ্ধান্ত খারিজ।
১৪ । দক্ষিণ কলকাতার পরে এবার উত্তরেও ডেঙ্গির হানা। বাগবাজারে মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির সঙ্গে মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ।
WB News Live : আর্থিক তছরুপ মামলায় জামিন পেলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি
আর্থিক তছরুপ মামলায় বিধাননগরের এসিজেএম কোর্টে হাজিরা দিয়ে জামিন পেলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তাঁর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধ্যক্ষ থাকাকালীন সংস্থার তহবিল তছরুপের অভিযোগ ওঠে। সংস্থার অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। চলতি বছরের জুনে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে বিধাননগরের এসিজেএম কোর্টে মামলা দায়ের হয়। বিধায়ককে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। এদিন আদালতে হাজিরা দিয়ে জামিন পান নির্মল মাজি। এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ সেপ্টেম্বর বিধানননগরের এমপি-এমএলএ কোর্টে।
BJP Nabanna Abhijan: বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি কর্মীর ছবি পোস্ট করে আক্রমণে তৃণমূল
বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন, বিজেপি কর্মীর ছবি পোস্ট করে আক্রমণে তৃণমূল। ‘পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা যাচ্ছে বিজেপি নেতাকে। একই ব্যক্তিকে দেখা গিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও। অমিত শাহ, দোষ কার উপর চাপাবেন?' প্রশ্ন তুলে ট্যুইট তৃণমূলের। এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি সাংসদের। ‘পুলিশের গাড়িতে জল দিয়ে আগুন নেভাতে গিয়েছিলাম’, ফাঁসানোর চেষ্টার পাল্টা অভিযোগ কোচবিহারের বিজেপি যুব মোর্চা সম্পাদকের।
WB News Update : ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্বর হয়েছিল কলকাতার নগরপালের। পরীক্ষা করাতে রিপোর্টে ডেঙ্গি উঠে আসে।
WB News Live : দলের মধ্যে ক্যান্সার থাকায় তা কেটে বাদ দেওয়া হয়েছে, পার্থ সম্পর্কে প্রবীর সাহা
পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন। তাই দল থেকে তাঁকে বাদ দওয়া হয়েছে। দলের মধ্যে ক্যান্সার থাকায় তা কেটে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান প্রবীর সাহার মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। প্রবীর সাহা যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
WB News Update : কয়লা পাচারকাণ্ডে লালা-ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কয়লা পাচারকাণ্ডে লালা-ঘনিষ্ঠ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। কয়লা মামলার সিবিআই চার্জশিটে এই ১৫ জনের নাম রয়েছে। সিবিআই সূত্রে দাবি, অনুপ মাঝি ওরফে লালার নির্দেশেই অভিযুক্তরা বেআইনিভাবে কয়লা তোলা ও পাচারে যুক্ত ছিল। কয়লাকাণ্ডে চার্জশিটে ৪১ জনের মধ্যে লালার নাম থাকলেও, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা যায়নি, দাবি সিবিআই সূত্রে।