West Bengal News : বকেয়া বেতন চাওয়ায় ইটভাটার চুল্লিতে ঠেলে ফেলার অভিযোগ
West Bengal News Live : জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবর একনজরে।
LIVE
Background
১। সিপিএম ( CPM ) থেকে তৃণমূলে ( TMC ) আসতে ৫০ লক্ষ টাকা, স্করপিও গাড়ির শর্তে রফা! নবগ্রামের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু।
২। টাকা-গাড়ি নিয়ে সিপিএম থেকে ২০১৯-এ তৃণমূলে আসার অভিযোগ শুভেন্দুর ( Suvendu Adhikari ) । খারিজ নবগ্রামের বিধায়কের।
৩। বিধায়ক কেনাবেচা নিয়ে বিস্ফোরক শুভেন্দু। এতদিনে মনে পড়ল, খোঁচা তৃণমূলের। মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন, ভাল করেই জানবেন, কটাক্ষ সিপিএমেরও।
৪। বাংলার ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন বিদ্যাসাগর, ১০০ বছর পিছিয়ে দিয়েছেন পার্থ ( Partha Chatterjee )। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতা করে সওয়াল ইডির।
৫। পার্থই অর্পিতার ( Arpita Mukherjee ) ফ্ল্যাটে উদ্ধার ৫০ কোটি, ৫ কেজি সোনার গয়নার মালিক! অর্পিতার বয়ানের উল্লেখ করে চার্জশিট ইডির। একাধিক ভুয়ো কোম্পানি খোলার অভিযোগ।
৬। মানিক-ঘনিষ্ঠ তাপসের ধূসর ডায়েরিতেই আছে যুব তৃণমূল নেতাকে দেওয়া কোটি কোটি টাকার হিসেব! আছে কুন্তলের সই-ও। নিয়োগ দুর্নীতির তদন্তে দাবি ইডির।
৭। ফের খারিজ জামিনের আর্জি। নিয়োগ মামলায় জেলেই কাটাতে হবে পার্থকে। আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ আছে কেস ডায়েরিতে, জানাল আদালত।
৮। রাজ্যপাল নিয়ে সুর বদলের ইঙ্গিত তৃণমূলের। সরকারের কথা না শুনলেই অসৌজন্য, পাল্টা বিরোধীরা।
৯। বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ নয়। চাপ বাড়িয়ে কমিশনকে চিঠি আন্দোলনকারীদের। সরকারের সমস্যার কথাও ভাবা উচিত, দাবি তৃণমূলের।
১০। নৌশাদদের নিঃশর্ত মুক্তির দাবি। পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত বাম-আইএসএফ-সহ একাধিক দলের মহামিছিল। ভাঙ়ড়ে পাল্টা সভা আরাবুলের।
১১। আজ ভাঙড়ে বাম-আইএসএফের সভা। অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা। অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা। এলাকায় ঢোকার মুখে পুলিশের নাকা তল্লাশি।
West Bengal News Live :১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। দেওয়া হবে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। ঘোষণা রাজ্য বাজেটে।
WB News Live : বাড়ি-ঘর ক্রয়ে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস
নির্মাণকাজে উৎসাহ দিতে বাড়ি-ঘর ক্রয়ে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস। সার্কেল রেটেও ৬ মাস ছাড় রাজ্য বাজেটে।
West Bengal News Live : বকেয়া বেতন চাওয়ায় ইটভাটার চুল্লিতে ঠেলে ফেলার অভিযোগ
বকেয়া বেতন চাওয়ায় ইটভাটার চুল্লিতে ঠেলে ফেলার অভিযোগ
WB News Live : নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ছেলের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল ইডি। যাতে গা ঢাকা না দিতে পারে, তারজন্যই সতর্কতামূলক পদক্ষেপ। এমনটাই দাবি ইডির। অন্যদিকে, সূত্রের দাবি, জেরায় কুন্তল ঘোষ জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে মানিক ভট্টাচার্যের কাছেও।
West Bengal News Live : নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ
নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনে চার্জশিট দিল পুলিশ। ফলে এদিনও খারিজ হয়ে গেল ভাঙড়ের বিধায়কের জামিনের আবেদন। তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নৌশাদ। জবাব দিয়েছে তৃণমূলও।