West Bengal News Live : অশোকনগরে আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ
West Bengal News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে...
LIVE
Background
এক নজরে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর :
- শুক্রবার বিচারব্যবস্থাকে বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। এবার, তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতারির দাবিও তুললেন বিজেপি (BJP) সাংসদ। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও (TMC)।
- নিয়োগ দুর্নীতির চার্জশিটে এবার বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাট, প্রতারণা-সহ বিভিন্ন ধারায় এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে ধৃত এক এজেন্টেরও। শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই।
- নৌশাদের পর এবার ভাঙড় যেতে বাধা আরাবুল-সওকতকে। নিহত তৃণমূলকর্মীর দেহ নিয়ে ভাঙড়ে ঢুকছিলেন আরাবুল-সওকত। ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকায় আরাবুল-সওকতকে আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ আরাবুল-সওকতের। গতকাল নিউটাউনে বাধা দেওয়া হয় নৌশাদকে।
- ভোট হিংসায় (Panchayat Poll Violence) মৃত্য়ুমিছিল আরও দীর্ঘ হল শনিবার। প্রাণ গেল আরও দুই তৃণমূলকর্মীর। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে সামনে এল বোমাবাজি, বোমা উদ্ধার, অত্য়াচারের ঘটনা। এসব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আর কত প্রাণ নিয়ে, আর কত ঘর পুড়িয়ে তবে নিভবে এই অশান্তির আগুন
- তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি এবং কোষাধ্যক্ষ। বিস্ফোরক এই অভিযোগ তুললেন পাঁশকুড়ার বিজেপির কয়েকজন জয়ী পঞ্চায়েত সদস্য। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি। কোনও মন্তব্য করতে চাননি জেলা কোষাধ্যক্ষ।
- মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম এক বালক ও ও এক শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ১০ বছরের বালক ও ৭ বছরের এক শিশু। তাদের সালার ব্লক হাসপাতাল থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।
WB News Live Updates : পাঁশকুড়ায় প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব
পাঁশকুড়ায় কেশাপাট ও মাইশোর পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থীদের গোপন ডেরায় নিয়ে রেখে দেওয়ার অভিযোগ। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করানোর নাম করে গাড়িতে করে একাধিক জয়ী প্রার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই। তৃণমূলের সঙ্গে ওই বিজেপি নেতার আঁতাঁতের অভিযোগ করছেন জয়ী প্রার্থী থেকে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি।
West Bengal News Live Updates : মালদায় বিজেপি কর্মীর রহস্য়মৃত্য়ু, উদ্ধার রক্তাক্ত ঝুলন্ত দেহ
মালদায় বিজেপি কর্মীর রহস্য়মৃত্য়ু। উদ্ধার রক্তাক্ত ঝুলন্ত দেহ। মৃতের পুত্রবধূ তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে যান। অভিযোগ, সেই রোষেই বাবাকে খুন করেছে ছেলে। বিজেপির অভিযোগ, এতে পুরোপুরি মদত রয়েছে তৃণমূলের। ঘটনায় পুত্রবধূকে আটক করেছে পুলিশ। বেপাত্তা অভিযুক্ত ছেলে।
WB News Live Updates : অশোকনগরে আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ
অশোকনগরে আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়কে কোপ। বিজেপি প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ। অশোকনগরের চড়কতলা এলাকায় আক্রান্ত বিজেপি প্রার্থীর আত্মীয়। মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।
West Bengal News Live Updates : খাস কলকাতায় অমানবিক ছবি! চেতলায় অটিজম আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ।
খাস কলকাতায় অমানবিক ছবি! চেতলায় অটিজম আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ। 'রাস্তা দিয়ে যাওয়ার সময় হেনস্থা করেন ৪ যুবক', অটিজম আক্রান্ত যুবককে রাস্তায় দাঁড়িয়ে নাচতে বলার অভিযোগ। রাজি না হওয়ায় অটিজম আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পরিবারের।
WB News Live Updates : বসিরহাট স্টেশনের কাছে শ্যুটআউট, মৃত ১
বসিরহাট স্টেশনের কাছে শ্যুটআউট, মৃত ১। এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি। স্টেশন সংলগ্ন এলাকায় আচমকা গুলি দুষ্কৃতীদের। গুরুতর আহত অবস্থায় শম্ভুনাথ গায়েনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন ভর্তি হাসপাতালে।