West Bengal News Live Updates: বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে (WC 2023) ভারত (India)। ৭০ রানে নিউজিল্যান্ডকে হারাল রোহিত ব্রিগেড। বিরাট-শ্রেয়সের সেঞ্চুরি। ৭ উইকেট সামির। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। উনিশের বিশ্বকাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা। সামনে তৃতীয়বার ট্রফি জয়ের হাতছানি। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে (ICC WC 2023) ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা সামি। ওয়াংখেড়েতে বিরাট ইতিহাস। সচিনের সামনেই সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করলেন সেঞ্চুরির হাফ সেঞ্চুরি।
মাঠে নেমেই আগুনে স্পেলিং সামির। ৬টি ম্যাচেই ২৩টি উইকেট। বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট। প্রথম ভারতীয় পেসার হিসেবে ৭ উইকেটের নজির।
খাস কলকাতায় (Kolkata Crime News) ফের থানায় পিটিয়ে মারার অভিযোগ। কাঠগড়ায় আমহার্স্ট স্ট্রিট থানা। প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ।
থানায় পিটিয়ে খুনের অভিযোগ। আমহার্স্ট স্ট্রিট-কলেজ স্ট্রিটে বিক্ষোভ। ওসি-কে ক্লোজ করার দাবি বিজেপির (BJP)। চুরির ফোন জমা দিতে থানায় এসে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পুলিশ সূত্রের।
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে তদন্তের আশ্বাস পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হবে। জানালেন অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা।
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে হাইকোর্টে (High Court) যাচ্ছে বিজেপি। আদালতের কাছে আবেদন করা হবে যাতে ময়নাতদন্ত রাজ্য সরকারের হাসপাতালে না হয়, জানালেন সজল ঘোষ (Sajal Ghosh)।
নেতা খুনের ২ দিন পরেও দুষ্কৃতীরা নাগালের বাইরে। বাজেয়াপ্ত দুটি বাইকের একটি সিপিএম (CPIM) কর্মী মুসিবুরের নামে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন, ৫ কিলোমিটার দূরে কী করে গেল বাইক, প্রশ্ন পরিবারের।
জয়নগরে শাসক নেতা খুনে ট্যুইস্ট। সাহারুল শেখ তৃণমূল করেন। দাবি ধৃতের পরিবারের। সিপিএমের (CPIM) শেখানো বুলি। পাল্টা সওকত। সবাই জানে কারা খুন করেছে। খোঁচা সুজনের।
এখনও আতঙ্ক জয়নগরের (Joynagar) দলুয়াখাকিতে। আতঙ্কের মধ্যেই দলুয়াখাকিতে ফিরলেন ঘরছাড়ারা। বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল পুলিশ।
রাজ্যে কিছু জায়গায় অপরাধের পরিবেশ। আইন আইনের পথে চলবে, রাজভবন কর্তব্য পালন করবে, জয়নগরকাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের (CV Ananda Bose)। শীতঘুম খোঁচা তৃণমূলের।
WB News Live: বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের
বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি শিক্ষামন্ত্রকের। বর্তমানে যে ফলক আছে তা পরিবর্তন করতে হবে, উল্লেখ চিঠিতে। নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না, নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। থাকবে না উপাচার্যর নামও, উল্লেখ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পাঠানো চিঠিতে। নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই ৪ জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী।
West Bengal News Live: আজও জামিনের আবেদন করলেন না রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
আজও জামিনের আবেদন করলেন না রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেলে খাট ও টেবিল দিতে আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর। জেল কর্তৃপক্ষের কাছে জানান, পাল্টা জানান বিচারক। 'শরীর খারাপ, সুগার সাড়ে ৩০০-র উপরে, আমি নিজেও আইনজীবী', ভার্চুয়ালি শুনানিতে বিচারককে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। আইনজীবী যখন, তাহলে নিশ্চয় আদালতের এক্তিয়ার সম্পর্কে বোঝেন, পাল্টা মন্তব্য বিচারকের। রায়দান স্থগিত রেখেছে আদালত
WB News Live: বালি চুরির অভিযোগ দেখতে গিয়ে দলেরই নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ
কোচবিহারে বালি চুরির অভিযোগ দেখতে গিয়ে দলেরই নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূলের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। তুফানগঞ্জের মহিষকুচির গেদার চক এলাকায় রায়ডাক নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তৃণমূলের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের সভাপতি চৈতি বর্মন বড়ুয়াকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্য়ের সামনেই গাড়ি ঘিরে চলে গো ব্যাক স্লোগান।
West Bengal News Live: বাবার মৃত্যুর 'বদলা', প্রতিবেশীদের ছুরির কোপ
প্রতিবেশীদের অপমানে বাবার মৃত্যু, এই অভিযোগে প্রতিবেশীদের ছুরির কোপ! প্রতিবেশীদের কোপানোর অভিযোগ মৃতের তিন ছেলের বিরুদ্ধে। ছুরির কোপে হাসপাতালে মৃত্যু দুলাল শেখ নামে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বীরভূমের মুরারইতে চাঞ্চল্য। মুরারই থানায় ৩ জনের নামে অভিযোগ দায়ের । মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
WB News Live: আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত্যুর অভিযোগ, কী জানাচ্ছে পুলিশ?
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে পুলিশের বয়ান। লালবাজার সূত্রে দাবি করা হয়েছে, পুলিশের তরফে অশোক সিংকে ফোন করে, স্থানীয় থানায় মোবাইল ফোন জমা দিতে বলা হয়। এরপর মদন লাল নামে এক বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই ব্যক্তি। অশোক সিংহ জানান, তিনি ফোন জমা দিতে আসছেন। বিকেল ৫টা ৪৩ নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানায় যান অশোক। ২ মিনিট পর বেরিয়ে যান, তারপর থানায় ফিরে আসেন। থানায় থেকে সন্ধে ৬.০২ ও ৬.০৫ মিনিটে বিজেপি নেতা মদন লালকে দু'বার ফোন করেন তিনি। সন্ধে ৬.০৯-এর সময় এক সাব ইন্সপেক্টর তাঁকে কিছু প্রশ্ন করলে হঠাৎ মাটিতে পড়ে যান অশোক। সন্ধে ৬.১১ নাগাদ থানা থেকে তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, পুলিশের মারে মৃত্য়ুর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। পুলিশ অবরোধ তুলতে গেলে দু'পক্ষের মধ্য়ে তীব্র বাদানুবাদ শুরু হয়। তারপর আমহার্স্ট স্ট্রিট থানার সামনে শুরু হয় বিক্ষোভ, অবরোধ।