Cyclone Fengal Update: শেষ বেলায় শক্তি বাড়িয়ে তৈরি ঘূর্ণিঝড় ফেনজাল, বৃষ্টি শুরু , ঝটকা এবার বাংলাতেও ?
বাতাসের গতিবেগ হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ, ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার।
কলকাতা : অবশেষে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজাল। আবহাওয়া দফতর মনে করেছিল, শেষ পর্যন্ত নাও তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ফেনজাল। তবে শেষমেষ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে তামিলনাড়ুর দিকে। পুদুচেরি জুড়ে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার বিকেলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে ল্যান্ডফল হতে পারে। সে সময় বাতাসের গতিবেগ হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ, ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার।
আইএমডি চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং তামিলনাড়ুর কুড্ডালোর জেলা এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চল ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলার উপকূলে। বঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে দিনভর । উপকূলে হালকা ঝোড়ো বাতাস ও বৃষ্টির হবে। বৃষ্টি হতে পারে চার জেলায়। কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাতেও দু এক জায়গায় হালকা বৃষ্টি হবে। এর জেরে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। বেশ কিছুটা বাড়ল তাপমাত্রা। কলকাতায় শনিবার স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । কয়েক জেলায় হালকা মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘন্টায় একই থাকবে তাপমাত্রা। ৬ ডিসেম্বর থেকে ফের পারদ পতন হতে পারে । ৯ ডিসেম্বরের পর পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়বে । গাঙ্গেয় জেলাতেও ফিরবে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে।
অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে । আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রার খুব একটা হেরফের এর সম্ভাবনা নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের 'No-Entry' ! 'বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..'