Bangladesh News: বাংলাদেশের শনি-কালী মন্দিরে হামলা, ইসকনের একাধিক সেন্টারে ভাঙচুর
Bangladesh Updates: দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলার দিন ব্যাপক অশান্তি হয় আদালত চত্বরে
ঢাকা: লাগাতার অশান্তিতে জেরবার বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ দিনে দিনে বাড়ছে। এরই মধ্যে চট্টগ্রামে দুপুর আড়াইটার দিকে বন্দর শহরের হরিশ চন্দ্র মুন্সেফ লেনে এই হামলার ঘটনা ঘটে, যেখানে শান্তনেশ্বরী মাতৃ মন্দির, শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়ি মন্দিরকে লক্ষ্যবস্তু করা হয়।
পুলিশ সূত্রে খবর, মিছিল থেকে কিছু ব্য়ক্তি মন্দিরে হামলা চালায়। ভাঙচুর চালানো হয় পার্শ্ববর্তী বাড়ি এবং দোকানে। পটিয়া উপজেলায় ইসকন মন্দিরেও ভাঙচুর চালানো হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত সঙ্ঘে লাঠি হাতে হামলা চলে। সঙ্ঘের ভিতরে আসবাব ও ছবির ফ্রেম ভাঙচুর করা হয়েছে।
নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সূত্রের খবর, মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক শতাধিক স্লোগান-চিৎকারকারী ব্যক্তিরা একটি দল মন্দিরগুলিতে ইটপাটকেল ছুঁড়েছে, শনি মন্দির এবং অন্য দুটি মন্দিরের গেটগুলিকে ভেঙেচুরে দিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন, ইসকনের সাধুরা ফের সঙ্কটে, এবার হাওড়ায় পথ দুর্ঘটনা
যদিও পুলিশ অবশ্য বলেছে যে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের পর মন্দিরগুলির ক্ষয়ক্ষতি ন্যূনতম ছিল। এদিকে, দেশদ্রোহিতার অভিযোগে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলার দিন ব্যাপক অশান্তি হয় আদালত চত্বরে। যা চেহারা নেয় সংঘর্ষের। মৃত্যু হয় সরকারি এক আইনজীবীর। এর পরের পরিণতি হয়েছে ভয়ঙ্কর। চট্টগ্রাম আদালত লাগোয়া হিনদু এলাকা হরিজন বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে সেখানে টার্গেট করা হয়েছে হিন্দুদের।
চট্টগ্রাম ছাড়াও ঢাকা রংপুর, কুমিল্লা, চাপাইগঞ্জ, দিনাজপুর, রাজশাহী- সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে অশান্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে