Bangladesh : 'এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী', বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে থাকা ছাত্রনেতা
Bangladesh On ISKCON : 'ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব।' - হুঙ্কার বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলনের নেতার
কলকাতা : বাংলাদেশের পরিস্থিতি শনিবারও অগ্নিগর্ভ । চট্টগ্রামে ফের মন্দির ভাঙচুর। একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত হানা হয়েছে। বিপন্ন হিন্দুরা। বাংলাদেশের জেলে বন্দি হয়ে রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়দাস প্রভু। সেখানে অমানবিক আক্রমণ নেমে এসেছে হিন্দুদের ওপর। মানবিকতার সঙ্কটে ভুগছে বাংলাদেশ। গত ২ দিনে চট্টগ্রামে একাধিক জায়গায় মন্দিরে হামলা ও ভাঙচুর হয়েছে । সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর চট্টগ্রামে পটিয়া উপজেলার ইসকন মন্দির ভাঙার ঘটনায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। মন্দিরের ফটকের তালা ভেঙেছে দুষ্কৃতীরা। এরই মধ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ হাসনাত আবদুল্লার মুখে শোনা গেল ভয়ঙ্কর হুঙ্কার।
বৃহস্পতিবার রাতে ইউনূস সরকারের তরফে জানানো হয়েছে, কোনও সংগঠনকে নিষিদ্ধ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা হয়নি। কিন্তু উল্টোদিকে যে বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন, বাংলাদেশ চালাচ্ছেন, সেই সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা প্রকাশ্য় সভা থেকে ইসকনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ' আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান থাকবে। আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে।...এই ইসকন জঙ্গি, তারা স্বৈরাচারের সঙ্গী...আমরা ভুলে যাইনি, কীভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব।'
হাসনাত বলেন, ' একজন হিন্দু হিন্দু ধর্ম পালন করবে। একজন বৌদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করবে। একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সকলের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ। কিন্তু কোন চরমপন্থী সংগঠন নয়।'
কার্যত ইসকনের ঘাড়েই বিশৃঙ্খলার দোষ চাপিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন সমর্থকদের এসব কর্মকাণ্ডের পেছনে দেশের বাইরের ইন্ধন থাকতে পারে। এ ছাড়া, দেশের ভেতরে বিভিন্ন পার্টি আছে—তাদেরও ইন্ধন থাকতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।