West Bengal News Live : আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউট
West Bengal News : জেলা জেলার খবর এক নজরে এই ক্লিকে ।
LIVE
Background
১। ভুল শোধরানোর সময় এসেছে। দেড় বছর সময় লেগেছে যুধিষ্ঠির হতে। দুর্নীতি মেনে স্বীকারোক্তি এসএসসির । লেডি ম্যাকবেথের মতো অবস্থা, বললেন বিচারপতি।
২। ৫০ কোটি, ৫ কেজি সোনার গয়নার পার্থর ( Partha Chatterjee ) মালিক। অর্পিতার ( Arpita Mukherjee ) বয়ানের পরেই মুখে কুলুপ পার্থর।
৩। খারিজ জামিনের আর্জি, জেলেই পার্থ-সুবীরেশরা। অভিযুক্তদেরও অধিকার আছে, তদন্তের গতিতে প্রশ্ন বিচারকের। নতুন তথ্য পাওয়ার দাবি সিবিআইয়ের।
৪। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায়? পার্থ-মানিক ছাড়া চক্রে আর কারা? জানতে চায় ইডি। জেলে গিয়ে যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরা।
৪। গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। চাকরি বাতিলের নির্দেশ বহাল। পরবর্তী শুনানি ৩ মার্চ।
৪। কয়লাকাণ্ডে বালিগঞ্জে প্রায় দেড় কোটির হদিশ। দিল্লিতে ব্যবসায়ী মনজিৎকে টানা দ্বিতীয়দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কোন নেতার টাকা পাচার? জানতে চায় ইডি।
৫।গরুপাচারকাণ্ডে আজ ফের কেষ্টকে কোর্টে পেশ। সমবায় ব্যাঙ্কের রাশি রাশি ভুয়ো অ্যাকাউন্টে কীভাবে কালো টাকা সাদা? জেলে গিয়ে জেরা সিবিআইয়ের।
৬। ৩ শতাংশ নয়, চাই কেন্দ্রীয় হারে ডিএ। বকেয়া ডিএ-র দাবিতে এবার ২০, ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক যৌথমঞ্চের। প্ররোচনায় পা দেবেন না, বলল তৃণমূল।
৭। বকেয়া ডিএর দাবিতে ২১দিনে ধর্না। মেদিনীপুরের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। ' আমি তো ম্যাজিশিয়ান নই। এটা পেলাম...বলছে ওটা দাও। টাকা আসবে কোথা থেকে?'
৭।বিধানসভা ভোটে রক্তাক্ত ত্রিপুরা। ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও রেহাই নেই ভোটারের! গাড়ির উইন্ড স্ক্রিনে ঢুকিয়ে দেওয়া হল গাছের গুড়ি! বিজেপি প্রার্থীর মুখেও সন্ত্রাসের অভিযোগ।
৮। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। রাজ্যকে বঞ্চনার অভিযোগে ফের সরব মমতা। টাকা পেতে গেলে হিসেব দিতে হবে, পাল্টা কটাক্ষ বিজেপির।
৮। মেট্রোর পিলারের রং নীল-সাদা চায় পুরসভা। রাজ্যের থিমের সঙ্গে সামঞ্জস্যের কথা বলে রেল বিকাশ নিগমকে মেয়রের চিঠি। প্রস্তাব এলে বিবেচনার আশ্বাস মেট্রোর।
মেট্রোর পিলারও নীল-সাদা?
৯। সর্দি, কাশি, জ্বরের সঙ্গে ফুসফুসে সংক্রমণ। অ্যাডিনো ভাইরাস দাপটের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে কলকাতাজুড়ে শিশু হাসপাতালে আইসিইউয়ে চূড়ান্ত সঙ্কট।
WB News Breaking News : বিচারপতির মুখে 'বাল্মীকি'
নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'। কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। মুর্শিদাবাদের সুতির গোঠা। হাইস্কুলে নিয়োগ দুর্নীতি, আদালতে রিপোর্ট পেশ করল সিআইডি। প্রধান শিক্ষককে গ্রেফতারের ৪ দিনের মাথায় আদালতে রিপোর্ট সিআইডির
WB News Live : আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউট
আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউট। হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালিককে পরপর গুলি!
WB News Breaking News : চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার অভিযোগ চন্দ্রিমা কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে 'অমানুষ' বলেছেন। বিধানসভার সচিবের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিয়েছেন অগ্নিমিত্রা।
WB News Live : কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, জলপাইগুড়িতে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, জলপাইগুড়িতে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার। মিছিল করে জেলাশাসকের দফতরে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতা-কর্মীদের। বাধা পেয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের সামনে বামেদের অবস্থান।
WB News Breaking News : বরানগরে আইএসআই-এর ক্যান্টিন কর্মী খুনে গ্রেফতার অভিযুক্ত
বরানগরে আইএসআই-এর ক্যান্টিন কর্মী খুনে গ্রেফতার অভিযুক্ত। বরানগর থানার হাতে গ্রেফতার অভিযুক্ত রুম মেট। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে গ্রেফতার। ক্যান্টিন কর্মীর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন, অনুমান পুলিশের। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন, অনুমান পুলিশের।