WB News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ
West Bengal News : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
১। জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদির (Modi) মুখে 'বাংলা'। হিংসার মুখেও কর্মীদের লড়াই প্রশংসনীয় বলে মন্তব্য। আগে দলের নেতাদের সামলান, পাল্টা তৃণমূল (TMC)।
২। দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই কর্মীদের বার্তা মমতার (Mamata Banerjee)। বললেন, কারও থেকে কেউ কোনও প্রাপ্তি নিয়ে থাকলে, তাঁকে ফেরত দিন। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চান।
৩। দত্তপুকুর চড়কাণ্ডে এখনও অধরা তৃণমূলকর্মী। আক্রান্তই এবার অভিযুক্ত! তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে নিজেকে বাম কর্মী (left worker) বলে দাবি অভিযোগকারীর!
৪। চড়কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মারল তৃণমূল, অভিযোগকারী সিপিএম কর্মী বলে দাবি! দলের কেউ নয়, কালিমালিপ্ত করার চক্রান্ত, পাল্টা দাবি বামেদের।
৫। বকেয়া নিয়ে বিজেপির (BJP) সঙ্গে বামেদেরও টেনে আক্রমণে মুখ্যমন্ত্রী। বললেন, বাম-রাম-শ্যাম এক হয়েছে। টাকা দিচ্ছে না কেন্দ্র।
৬। বকেয়া নিয়ে মমতার আক্রমণ, হিসেবে দিতেই হবে, পাল্টা জবাব বিজেপির। তৃণমূলনেত্রীর সাহায্যেই তো দিল্লিতে ক্ষমতায় বিজেপি, পাল্টা কটাক্ষ সিপিএমের।
৭। আবাসে দুর্নীতি, কেন্দ্রীয় দল ভেবে সিউড়িতে বিক্ষোভের মুখে রাজ্যেরই অডিট টিম। ১০০দিনের টাকা বকেয়ার অভিযোগ। গ্রামবাসীদের বিক্ষোভ, দাবি তৃণমূলের।
৭। রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে সরব মমতা। টাকা না দিয়ে টিম পাঠাচ্ছে, মানুষ জবাব দেবে। হুঙ্কার মুখ্যমন্ত্রীর। চুরি করলে টিম আসবেই, পাল্টা বিজেপি।
৮। বিচারপতি মান্থার এজলাসে বিশৃঙ্খলা, ফুটেজ পেল না বার কাউন্সিল অব ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঘটনা ঘটেছে, ফেরার আগে জানালেন তদন্তকারীরা।
৯ । ২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় কাকদ্বীপে সস্ত্রীক সিপিএম কর্মীকে পুড়িয়ে খুনের অভিযোগ। দময়ন্তীর নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের।
১০। আরও বিপাকে জেলবন্দি মানিক, টেটের ফল প্রকাশ না করার মামলায় ২ লক্ষ টাকা জরিমানা। শীর্ষ পদে থাকা একজনের জন্যেই এই অবস্থা, মন্তব্য হাইকোর্টের।
West Bengal News Update: 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে এবার প্রশ্নের মুখে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া
দিদির দূত কর্মসূচিতে গিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। ২০১১ সালের পর থেকে কাজ হয়নি, অভিযোগ স্থানীয়দের। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন বিধায়ক। অন্যদিকে, সোমবার বাঁকুড়ায় ক্ষোভের মুখে পড়েন কোতুলপুরের বিজেপি বিধায়কও।
WB News Live: হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোড়া অগ্নিকাণ্ড
হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোড়া অগ্নিকাণ্ড। সালকিয়ায় আগুন লাগার পর বাড়িতে আটকে পড়েন মানসিকভাবে অসুস্থ বয়স্ক ভাইবোন। দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। বেলদায় চলন্ত কন্টেনারে আগুন লেগে গুরুতর জখম হন চালক।
West Bengal News Update: বিতর্কের মুখে প্রশ্নপত্র থেকে 'আজাদ কাশ্মীর' বাদ দিল পর্ষদ
বিতর্কের মুখে প্রশ্নপত্র থেকে 'আজাদ কাশ্মীর' বাদ দিল পর্ষদ। টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীরের' বদলে ম্যাপ পয়েন্টিংয়ে শুধু 'কাশ্মীর'। ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে 'আজাদ কাশ্মীর' চিহ্নিত করতে বলায় বিতর্কের ঝড়!
WB News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ
তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ।
West Bengal News Update: জোশীমঠের মতো রানিগঞ্জ নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী
জোশীমঠের মতো রানিগঞ্জ নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী। দিনের পর দিন আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারাও। ধস প্রবণ রানিগঞ্জের হরিশপুর, বাঁশড়ার পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়।