WB News Live Updates: রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন, আরও ২ গ্রেফতার
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
LIVE
Background
কলকাতা : এক নজরে আজকের হেডলাইনস ।
- ৯ দিনে ৮বার! ভোট মিটতেই আগের রেকর্ড দামে পৌঁছে গেল পেট্রোল (Petrol)। সেঞ্চুরির কাছে ডিজেলও। প্রতিবাদে তৃণমূলের মিছিল। আগে সেস কমাক রাজ্য, পাল্টা বিজেপি।
- মতুয়া মেলায় নাম না করে হিংসার বিরুদ্ধে কড়া বার্তা প্রধানমন্ত্রীর (Modi)।
- জল্পনা থাকলেও, মতুয়াদের বারুণী মেলার (Baruni Mela) উদ্বোধনে সিএএ নিয়ে কিছু বললেন না প্রধানমন্ত্রী (Narendra Modi) । শুরু করলেন বাংলায় ভাষণ দিয়ে।
- রামপুরহাটকাণ্ডে ১ সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee ) রাজভবনে ডাকলেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে কড়া চিঠি।
- সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদে মমতার হুঙ্কার। শাহ-সাক্ষাতের পরেই কড়া চিঠি রাজ্যপালের। বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম চরিত্র, পাল্টা তৃণমূল
- এজেন্সি ব্যবহার করে গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে বিজেপি। অবিজেপি দলের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার। প্রতিবাদে একজোট হওয়ার বার্তা।
- বিরোধী ঐক্য নিয়ে মমতার চিঠি। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বাম-কংগ্রেসের। একসঙ্গে লড়াইয়ের বার্তা ফিরহাদের। ভয় পেয়েই চিঠি, খোঁচা বিজেপির।
- ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়লাপাচারকাণ্ডে ইডির দিল্লি দফতরে গেলেন না অভিষেক। আজ রুজিরা, কাল শ্যালিকাকে সমন। চমকে লাভ নেই, তোপ ফিরহাদের।
- কোর্টের নির্দেশে তদন্ত, আইনি প্রক্রিয়া নিয়েই তুলছেন প্রশ্ন, পাল্টা বিজেপি।
- গরুপাচারকাণ্ডে অস্বস্তি বহাল অনুব্রতর। ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষাকবচ। সিঙ্গল বেঞ্চের রায় বহাল। ভয় না পেয়ে লড়াই চলবে, মন্তব্য ফিরহাদের।
- আসানসোল ভোটের আগে তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। (বাইট--কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। যাতে ভোট দিতে না পারে।
- দাওয়াই-বিতর্কে জিতেন্দ্রর কোর্টেই বল ঠেললেন নরেন্দ্র।
- বিতর্কের মুখে পুরনো ভিডিওর সাফাই বিধায়কের। এধরনের ভাষায় দলের অনুমোদন নেই, জানালেন কুণাল। ডিএমের রিপোর্ট চাইল কমিশন
- রামপুরহাট নিয়ে তোলপাড়ের মধ্যেই কাল মোদির কাছে বাংলার বিজেপি সাংসদরা। সকাল সাড়ে ৮টায় বৈঠক। উঠতে পারে আইনশৃঙ্খলার প্রসঙ্গ।
- ক’টায় পেয়েছিলেন অগ্নিকাণ্ডের খবর? রামপুরহাটের প্রাক্তন আইসিকে ৭ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। মিহিলালের পরে শেখলালের বয়ান রেকর্ড।
West Bengal News Live : রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন, আরও ২ গ্রেফতার
রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুন, আরও গ্রেফতার। মাড়গ্রাম-নলহাটির কাছ থেকে আরও ২জন গ্রেফতার। ভাদু শেখ খুনে ভাসন শেখ, সফিক শেখ গ্রেফতার।
WB News Live : রেল লাইনে দেহ উদ্ধারে উত্তপ্ত পাতিপুকুর
রেল লাইনে দেহ উদ্ধারে উত্তপ্ত পাতিপুকুর। মৃতদেহ নিয়ে স্থানীয়দের বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু।
West Bengal News Live : নদিয়ার জাগুলি থেকে মাও-যোগের অভিযোগে জয়িতা দাস গ্রেফতার
কলকাতা পুলিশের এসটিএফের হাতে মাও-যোগের অভিযোগে গ্রেফতার। নদিয়ার জাগুলি থেকে মাও-যোগের অভিযোগে জয়িতা দাস গ্রেফতার। মাওবাদী অভিযোগে ধৃত জয়িতার ৮দিনের পুলিশ হেফাজত। চিকিৎসক দেখাতে গিয়েছিলেন, তখনই গ্রেফতার, দাবি মানবাধিকার সংগঠনের।
WB News Live : কালও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের সাক্ষাত্ হচ্ছে না
আগামীকালও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের সাক্ষাত্ হচ্ছে না। বারবার বৈঠকের সময় পাল্টানোয় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কবে এই বৈঠক হবে, তা জানিয়ে দেওয়া হবে বলে খবর বিজেপি সূত্রে।
West Bengal News Live : ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ
ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এক রোগিণীর পরিবারের। স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় পরিবার। স্বাস্থ্য কমিশন জানাল, ফর্টিস হাসপাতালের রোগীদের চিকিত্সা সংক্রান্ত এক মাসের সব বিল অডিট করা হবে। হাসপাতালের তরফে স্বাস্থ্য কমিশনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।