West Bengal News Live: বীরভূমের নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি
রাজ্যের সবথেকে বড় খবর সবার আগে। বৃহস্পতিবার এসএসকেএমে ফের আগুন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আরও খবর ...
LIVE
Background
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন কেরলের বাসিন্দা সি ভি আনন্দ বোস। ঘোষণা করল রাষ্ট্রপতি ভবন। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন লা গণেশন। অন্যদিকে, এসএসকেএমে ফের আগুন-আতঙ্ক! এমার্জেন্সি বিল্ডিং-এর দোতলার সিটি স্ক্যান বিভাগে অগ্নিকাণ্ড! পাশের ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে সরানো হল রোগীদের। দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে। সঙ্গে আরও খবর ।
এক নজরে আজকের শিরোনাম :
১। এসএসকেএমে ফের আগুন ( SSKM Fire ) । এমার্জেন্সির দোতলার সিটি স্ক্যান বিভাগে হঠাৎ আগুন। ভষ্মীভূত ৩টি ঘর। পাশের ওয়ার্ড থেকে বের করা হল রোগীদের।
২। ৬ বছর পরে এসএসকেএমে ফিরল আগুন আতঙ্ক। ২ ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন রোগীর পরিজনদের ভিড়।
৩। আগুন লাগার খবর পেয়েই তড়িঘড়ি এসএসকেএমে ফিরহাদ-অরূপ-মদন থেকে মুখ্যসচিব-পুলিশ কমিশনার। সবাই সুরক্ষিত, জানালেন মুখ্যসচিব।
৪। পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা ( Bangla News ) । নতুন রাজ্যপাল হচ্ছেন কেরল ক্যাডারের ১৯৭৭ ব্যাচের আইএএস সি ভি আনন্দ বোস।
৫। এবিপি আনন্দে এক্সক্লুসিভ নতুন স্থায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস ( Former IAS officer CV Ananda Bose )।
৬। নতুন স্থায়ী রাজ্যপাল হওয়ার পরেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সি ভি আনন্দ বোসের।
৭। রাজ্যকে না জানিয়েই নতুন রাজপাল নিয়োগ,অভিযোগ তৃণমূলের। সবেতেই জানাতে হবে? পাল্টা দিলীপ। মর্যাদাপূর্ণভাবে যেন চলেন, দাবি সিপিএমের।
৮। সিবিআইয়ের পর গরুপাচার মামলায় কেষ্টকে গ্রেফতার করল ইডি।জেলে ম্যারাথন জেরা। বিপুল টাকার উৎসের তদন্তে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা।
৯। কেশপুরে বোমাবাজি, দলীয় বিধায়কের বিরুদ্ধেই উঠল অভিযুক্তকে আড়ালের অভিযোগ।
৯। কেশপুরে বিস্ফোরণ, গ্রেফতার ৬। টাকা নেওয়ার অভিযোগ খারিজ বিধায়কের।
১০। কুলপিতে কালভার্টের নীচে ব্যাগে কৌটো বোমা! খুলতেই বিস্ফোরণ। আহত ২ কিশোর। গ্রামে রাতভর তল্লাশি, বোমা, অস্ত্র উদ্ধার। গ্রেফতার ৬।
West Bengal News Live: বীরভূমের নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি
বীরভূমের নানুরে সপরিবারে সিপিএম কর্মীকে পুড়িয়ে মারার হুমকি
WB News Live Update : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে সুর চড়াল বিজেপি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে সুর চড়াল বিজেপি। ক্যাম্পাসে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক, বিশ্ববিদ্যালয়ের জমি ঘুরপথে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওমপ্রকাশ মিশ্রকে নিশানা করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উপাচার্য ওমপ্রকাশ মিশ্র সব অভিযোগ খারিজ করেছেন।
West Bengal News Live: হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুনরায় লোকায়ুক্ত পদে নিযুক্ত করল রাজ্য
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে পুনরায় লোকায়ুক্ত পদে নিযুক্ত করল রাজ্য
WB News Live Update : অভিষেক পুত্রকে নিয়ে ট্যুইট, শুভেন্দু অধিকারীকে শোকজ
অভিষেক পুত্রকে নিয়ে ট্যুইট। শুভেন্দু অধিকারীকে শোকজ। ক্ষমা চাইতে হবে, নোটিসের উত্তর না দিলে ফের নোটিস। জানাল শিশু সুরক্ষা অধিকার কমিশন। নোটিস পেলে উত্তর, জানালেন শুভেন্দু।
West Bengal News Live: সরিয়ে দেওয়া হল আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তকে
সরিয়ে দেওয়া হল আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তকে। আমডাঙার তৃণমূল বিধায়কের সঙ্গে সংঘাতের জেরে বদলি ? মাদক কারবার নিয়ে বারবার পুলিশকে নিশানা করেছিলেন আমডাঙার তৃণমূল বিধায়ক