West Bengal News Live Updates: খড়গপুরে ভোটের আগে বিজেপি নেতার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার
Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস।
সন্দেশখালিতে পয়সার খেলা। আন্দোলন থেকে সরে আসতে ২০ লক্ষ টাকা টোপ তৃণমূল নেতার। জেলমুক্তির পর এবিপি আনন্দে এসে বিস্ফোরক অভিযোগ মাম্পির। অস্বীকার দিলীপ মল্লিকের।
সন্দেশখালির অভিযোগ ভুয়ো নয়, নারী নির্যাতন হয়েছে। জেলমুক্তির পর দাবি বিজেপি নেত্রীর। মাম্পিকে দিয়ে মিথ্যা বলাচ্ছে বিজেপির, পাল্টা তৃণমূল নেতা দিলীপ মল্লিক।
সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর সন্ত্রাসের কথা মানলেন তৃণমূলের কর্মাধ্যক্ষ। আন্দোলন সঙ্গত ছিল, ক্ষোভের কথা দলকে জানিয়েছিলাম। দাবি দিলীপ মল্লিকের।
কোন পথে মিলত সরকারি টেন্ডার? কত টাকার কমিশন ঢুকত সিন্ডিকেটে? জানতে এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ ১০ ঠিকাদারকে তলব করল ইডি।
ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে।
West Bengal News Live: খড়গপুরে ভোটের আগে বিজেপি নেতার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার
খড়গপুরে ভোটের আগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। বিজেপি নেতার কাছ থেকে ৩৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এখনও টাকা গোণার কাজ চলছে, পুলিশ সূত্রে খবর। হোটেলে লক্ষ লক্ষ টাকা-সহ আটক ১ বিজেপি নেতা। এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, টাকা দিয়ে ভোটে জিততে চায় বিজেপি, আক্রমণে তৃণমূল।
WB News Live Updates: বরানগরে তৃণমূল-বিজেপি হাতাহাতি
বরানগরে তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপির পথসভার পাশ দিয়ে তৃণমূলের মিছিল যাওয়ার সময় তুলকালাম। বরানগর বিধানসভার বিজেপি প্রার্থীর সামনেই দু'দলের সমর্থকদের হাতাহাতি। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির।
West Bengal News Live: ভোটের মধ্যেই অপসারিত আরও ৪ পুলিশ অফিসার
ভোটের মধ্যেই অপসারিত আরও ৪ পুলিশ অফিসার। পুরুলিয়ার SP-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অপসারিত কাঁথির SDPO, ভূপতিনগর থানার OC। পটাশপুরের OC-কেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের কাজে থাকতে পারবেন না এই ৪ পুলিশ অফিসার, নির্দেশ কমিশনের।
WB News Live Updates: নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় 'চোর স্লোগান' তৃণমূলের
নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনভয় যাওয়ার সময় 'চোর স্লোগান' তৃণমূলের। বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান । মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণের প্রতিবাদ, দাবি তৃণমূলের। এসব করে কোনও লাভ হবে না, গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
West Bengal News Live: 'যোগী আদিত্যনাথ নয়, বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা' : অভিষেক
'যোগী আদিত্যনাথ নয়, বিবেকানন্দের গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা'। 'অমিত শাহের নেতৃত্বে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি'। 'কখনও রামমোহন রায়কে ছোট করেছে, কখনও বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে'। 'বিদ্যাসাগর না থাকলে নিজের নাম লিখতে পারতেন না'। 'বিবেকানন্দ না থাকলে, বীর সন্ন্যাসী পেত না দেশ'। 'নেতাজি না থাকলে ব্রিটিশ শাসনের ভিত নড়ত না'। বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।