West Bengal News Live Updates: খড়দায় একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: চব্বিশে ডিসেম্বর 'ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠান ঘিরে রাজনীতির (Politics) পারদ চড়ছে। নেতাদের বাক্যবাণে কৌরব-পাণ্ডব শিবিরও ভাগ হয়ে যাচ্ছে! ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বঙ্গ বিজেপি (BJP) সূত্রে আগেই এই দাবি করা হয়েছে। আয়োজক সংগঠন জানিয়েছে, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সহ রাজ্যের সব বিধায়ককেও আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
জিনের নাম করে গভীর রাতে ফোন। প্রথমে সাত ঘড়া মোহরের প্রলোভন ও পরে ভয় দেখিয়ে প্রতারণা। লোভের বশে প্রতারণার নতুন ফাঁদে পড়ে প্রায় তিন লক্ষ টাকা খুইয়েছেন বলে দাবি, ওন্দার এক ব্যক্তির। দ্বারস্থ হয়েছেন বাঁকুড়া সাইবার ক্রাইম থানার।
আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আঁচ কলকাতাতেও। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল উপলক্ষে তৈরি অভিনব মিষ্টিও। সেই মিষ্টি পাঠানো হচ্ছে রোহিত-বিরাটদের।
৮ হাজার কোটি টাকার আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দাফাঁস। উত্তরাখণ্ডের দেরাদুনের হোটেল থেকে চক্রের কিংপিন সহ ৬ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
'INDIA' ভাঙার চক্রান্তে জড়িয়ে পড়ছেন মহম্মদ সেলিম? কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমঝোতা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের আক্রমণের পাল্টা আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কোন হাকিম ডাক্তার কী বলছে না বলছে দেখে লাভ নেই, জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ফের ফিশফ্রাই জোট কটাক্ষ করল বিজেপি।
প্রধানমন্ত্রীর আগেই অমিত শা-কে কলকাতায় আনতে তৎপর রাজ্য বিজেপি। আগামী ২৯ নভেম্বর, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে তারা। এই সমাবেশেই অমিত শা-কে আনতে চাইছে বঙ্গ বিজেপি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে কলকাতায় আসার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত মেলেনি বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে।
West Bengal News LIVE Updates: খড়দায় একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার
খড়দায় একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতি ও ২ সন্তানের পচাগলা মৃতদেহ। স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী, অনুমান পুলিশের
WB News LIVE Updates: ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৯জন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার
ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৯জন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত দের রবিবার দুপুর ১২টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে
শনিবার মধ্য রাতে কাঁকসার মিনি বাজারের কাছে একটি মারুতি ওমনি ভ্যান ও একটি লরি নিয়ে এক দল ডাকাত ডাকাতির উদ্দেশে জড়ো হয়। কাঁকসা থানার পুলিশের টহলরত পুলিশ ভ্যান টহল দেওয়ার সময়। পুলিশ কর্মীদের সন্দেহ হলে কাঁকসা থানার পুলিশ কর্মীরা তাদের আটকাতে গেলে সকলেই পালানোর চেষ্টা করলে কাঁকসা থানার পুলিশ ৯ জনকে ধরে ফেলে। তাদের তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র ও দুটি গ্যাসের সিলিন্ডার ও গ্যাস কাটার উদ্ধার করে পুলিশ।
West Bengal News LIVE Updates: বিশ্ব ক্রিকেটে ভারতের জয়ের জন্য করে দণ্ডি কেটে মানত করছেন এক ক্রিকেট পাগল ফ্যান
বিশ্ব ক্রিকেটে ভারতের জয়ের জন্য করে দণ্ডি কেটে মানত করছেন এক ক্রিকেট পাগল ফ্যান। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ থেকে প্রায় দুই কিমি দূরে শহরের রাস্তা দিয়ে দণ্ডি কেটে চক বাজার কালী মন্দির পর্যন্ত এই যাত্রা করেন ওই যুবক। সেখানে ভারতের জয়ের কামনায় কালী মায়ের পুজো দিলেন ওই যুবক ।
WB News LIVE Updates: ফের প্রকাশ্যে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্ব, এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে
ফের প্রকাশ্যে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্ব, এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। বিজেপি থেকে তৃণমূলে যোগদান নিয়ে শাসকের অন্দরেই ভিন্ন সুর। বিজেপি থেকে আসা কর্মীদের অশুভ শক্তি বলে আক্রমণ দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের। সম্প্রতি দাঁতনে তৃণমূলের ব্লক সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কয়েকজন কর্মী। বিজেপি থেকে আসা কর্মীদের নিয়ে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ দাঁতনের তৃণমূল বিধায়কের । '২০২১-এ যারা বিজেপি করছিলেন, তাঁদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে', অশুভ শক্তির হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হচ্ছে, দাবি দাঁতনের তৃণমূল বিধায়কের। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনে কাজ করছি', এখানে অশুভ শক্তি বলে কিছু নেই, পাল্টা জবাব তৃণমূল ব্লক সভাপতির
West Bengal News LIVE Updates: ভারতের জয় হোক এই মঙ্গল কামনায় তারাপীঠে তারা মায়ের কাছে পুজো
ভারতের জয় হোক, এই কামনা নিয়ে জাতীয় পতাকা নিয়ে তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দেন মন্দিরের সেবায়েতরা। ভারতীয় ক্রিকেটারদের ছবি নিয়ে কীর্ণাহারে পদযাত্রায় সামিল হন স্থানীয় বাসিন্দারা।