(Source: Poll of Polls)
West Bengal News Live Updates : ভিনরাজ্যের বাসিন্দাদের প্রতারণার পর্দাফাঁস, যাদবপুরের বাঘাযতীন থেকে মহিলা-সহ গ্রেফতার ৮
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : ২১ জুলাই ধর্মতলায় (Dharmatala) তৃণমূলের (TMC) মহা-সমাবেশ। অতিমারীতে (Pandemic) দু'বছর ভার্চুয়ালি হওয়ার পর এবারই এত বড় করে সমাবেশের আয়োজন করছে শাসকদল। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠানের জেরে যাতায়াতের দুর্ভোগ হতে পারে। ভেবেচিন্তে তাই আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ (Kolkata Private School Authority)।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলের এক পার্টি অফিসে পড়ল জোড়া তালা। দুই তৃণমূলের নেতার কোন্দলের জেরেই এই কাণ্ড বলে অভিযোগ। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
সবে কাজ হচ্ছে, তার মধ্যেই ফাটল দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় নির্মীয়মাণ কালভার্টে। আর সেই ঘটনা ঘিরে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। যার জেরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। স্থানীয় তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।
গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড ।গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড টাঙানো হয় প্রচার মাইকিং চলে হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে। স্নান করতেও নিষেধ করা হয় হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে।তার পরেও হুশ ফেরেনি।তুলোপট্টি ঘাট বিপদজনক ঘাট গুলোর মধ্যে অন্যতম।জোয়ার আসার সময় স্নান করতে নামলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বেপরোয়া ভাবে স্নান করতে নামায় বার বার দুর্ঘটনা ঘটছে।
পরীক্ষা দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী। কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে টিনের অস্থায়ী প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পরে আন্দোলনকারী পড়ুয়ারা৷ তাদের দাবি, বাকি থাকা পরীক্ষাগুলি অবিলম্বে নিতে হবে।বিশ্বভারতীর প্রায় ৮ টি ভবনে ফাইনাল সেমিস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। সেগুলি পরবর্তীতে দিন ধার্য করে নেওয়ার কথা ছিল। ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন জানাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
West Bengal News Live Updates: গঙ্গার ভাঙনে বিপন্ন স্কুল, স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ কলকাতা হাইকোর্টের
গঙ্গার ভাঙনে বিপন্ন স্কুল। এই পরিস্থিতিতে হুগলির জিরাটের চরখয়রামারি প্রাথমিক স্কুলের ক্লাস চলছে। সংবাদমাধ্যমে খবর জানতে পেরে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
WB News Live Updates: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গ্রেনেডের মতো দেখতে সামগ্রীর হদিস বাগবাজারে
বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বেশ কিছু গ্রেনেডের মতো দেখতে সামগ্রীর হদিশ। একটি বন্ধ ঘর থেকে বস্তার মধ্যে গ্রেনেড-মাইনের মতো দেখতে সামগ্রীর হদিস।
West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি শেখ হাসিনার
মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি শেখ হাসিনার। বাংলাদেশে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর
WB News Live Updates: উলুবেড়িয়ায় সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের
উলুবেড়িয়ায় সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। আদালতে প্রশ্নের মুখে পড়ল বিজেপির দিন নির্বাচনের সিদ্ধান্ত।
West Bengal News Live Updates: কয়লা পাচারকাণ্ডে প্রথম ২৩৭ পাতার চার্জশিট পেশ করল সিবিআই
কয়লা পাচারকাণ্ডে প্রথম ২৩৭ পাতার চার্জশিট পেশ করল সিবিআই। নাম রয়েছে ১০টি সংস্থা সহ ৪১ জনের। নাম রয়েছে অনুপ মাজি ওরফে লালা, বিনয় মিশ্র, বিকাশ মিশ্র ও ইসিএলের বর্তমান-প্রাক্তন মিলিয়ে ৮ আধিকারিকের।