West Bengal News Live: কলকাতায় ৩৭ ডিগ্রি পেরোল তাপমাত্রা, আরও বাড়বে গরম
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
কলকাতায় ৩৭ ডিগ্রি পেরোল তাপমাত্রা, আরও বাড়বে গরম। আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের ৫ জেলাতে ৩ দিন তাপপ্রবাহের সতর্কতা। ৬ এপ্রিল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী তিনদিন বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
WB News LIVE Updates: মহুয়ার বিরুদ্ধে এবার ইডির আরও মামলা
মহুয়ার বিরুদ্ধে এবার ইডির আরও মামলা । কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ইডির নতুন মামলা । বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে মামলা । ফেমার পরে এবার পিএমএলএ-র ধারায় মামলা। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে ইডির তদন্ত
West Bengal LIVE News Updates: নন্দকুমারের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'সন্ত্রাস বন্ধ না করলে তিহাড়ে যেতে হতে পারে তৃণমূল বিধায়ককে', নন্দকুমারের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'তৃণমূল বিধায়ক সন্ত্রাস বন্ধ না করলে তিহাড়ে চলে যেতে পারেন', হুঁশিয়ারি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'নন্দকুমারের মাটি চেনেন না, বোঝেন না, তাই বলেছেন', সততার দাবি করে পাল্টা অভিজিৎকে কটাক্ষ নন্দকুমারের বিধায়কের ।
WB News LIVE Updates: লিলুয়া রবার কারখানায় বিধ্বংসী আগুন
হাওড়া লিলুয়ার মিরপাড়া এলাকায় একটি রবার ও প্লাস্টিক দ্রব্য নির্মানের কারখানায় আজ সন্ধ্যা ছটা নাগাদ আগুন লাগে । কারখানায় প্লাস্টিক সহ অন্যান্য দাহ্য পদার্থ মজুৎ থাকায় মুহূর্তে আগুন বিধ্বংসী আকার নেয়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লাগলো সেটা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ। কারখানার মালিক বর্তমানে রাজ্যের বাইরে। জানা গেছে ছটা নাগাদ যখন ইভিনিং শিফটে কাজ চলছিল তখনই আগুন লাগে । আগুন দেখে কারখানায় কর্মরত প্রায় 16-17 শ্রমিক বাইরে বেরিয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিধ্বংসী আগুনের প্রায় কুড়ি লাখ টাকার উপরে সম্পত্তির নষ্ট হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর
West Bengal LIVE News Updates: দুর্গাপুরে কীর্তি আজাদের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই INTTUC নেতা
তৃণমূল প্রার্থীকে সম্বর্ধনা দেওয়া নিয়ে তুলকালাম। দুর্গাপুরে কীর্তি আজাদের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই INTTUC নেতা। নেতাদের কীর্তিতে অস্বস্তিতে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী। যা নিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
WB News LIVE Updates: মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হওয়ায় অভিমানী দিলীপ?
মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হওয়ায় অভিমানী দিলীপ? 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি। পশ্চিমবাংলায় আর কে লড়াই করেছে?এরা কেউ বিজেপি ছিল না, দিলীপ ঘোষকে দেখে বিজেপিতে এসেছেন', ভোটের প্রচারে নেমে হুঙ্কার দিলীপ ঘোষের।