Bangladesh : ধর্মীয় প্রতিষ্ঠানকে মৌলবাদী আখ্যা? কী বলছেন বাংলাদেশে ভারতের প্রাক্তন হাই কমিশনার ?
ABP Ananda LIVE : সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারের পর এবার বাংলাদেশে ইউনূস সরকারের নিশানায় ইসকন? আদালতে ইসকনকে মৌলবাদী সংগঠনের তকমা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানিয়ে রিট পিটিশন। কী বলছেন বাংলাদেশে ভারতের প্রাক্তন হাই কমিশনার ?
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদ ঘিরে অশান্ত বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার এবং হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলার প্রতিবাদে গর্জে উঠল ভারত। বিদেশমন্ত্রকের কড়া বিবৃতিতে জানানো হয়েছে, যা হচ্ছে তাতে উদ্বিগ্ন ভারত। এদিকে এই প্রেক্ষাপটেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ বুধবার বাংলাদেশে ইসকনের পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের সমালোচনা করে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য হিন্দু সন্ন্যাসীকে অপরাধী বানানো হল।
ইউনূস সরকার 'বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারের উপর সরাসরি আক্রমণ' করছে বলেও তোপ দেগেছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাস এবং অন্যান্য ধর্মীয় নেতাদের মুক্তির দাবিতে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তিনি।