West Bengal News Live : সিআইডি অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার ৭০০ টাকা, আড়াইশো রুপোর কয়েন উদ্ধার বিকানের বিল্ডিং থেকে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
এক নজরে আজকের হেডলাইনস
১। মেয়েকে জিজ্ঞাসাবাদের পর কল্যাণী এইমসকাণ্ডে ( kalyani AIIMS ) এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ককে সিআইডি (CID) তলব। শুক্রবার ভবানীভবনে হাজিরার নির্দেশ।
২। কল্যাণী এইমসে বিজেপি বিধায়কের সুপারিশেই মেয়ের চাকরি। জানিয়েছে নিয়োগকারী সংস্থা, দাবি সিআইডির। বাড়িতে গিয়ে নীলাদ্রি-কন্যাকে জিজ্ঞাসাবাদ।
৩। শেষের দিকে নম্বর, তাও কীভাবে এইমসে চাকরি? বিজেপি বিধায়কের মেয়ের বয়ানে অসঙ্গতি থাকার দাবি সিআইডির।
৪। কাদের আনাগোনা ছিল অর্পিতার ) Arpita Mukherjee ) বেলঘরিয়ার ফ্ল্যাটে? কীভাবে এসেছিল ২৮ কোটি? সিসি ফুটেজের সূত্রে তদন্তে ফের রথতলায় আবাসনে ইডি।
৪। পার্থর অপসারণের পর বুধবার মন্ত্রিসভার রদবদল। জল্পনায় বাবুল, তাপস থেকে স্নেহাশিস, পার্থ ভৌমিক। বাদ পড়তে পারেন পরেশ, সৌমেন।
৫। মন্ত্রিসভার অসম্মান হয়, এমন কিছু করবেন না। পার্থর নাম না করে হুঁশিয়ারি মমতার। ঠগ বাছতে গাঁ উজাড় না হয়ে যায়, খোঁচা সুকান্তর।
৬। ভাবমূর্তির উপরেই নির্ভর ভাবমূর্তি। মন্ত্রিসভার রদবদল নিয়ে বলছেন মুকুল। বললেন, মন্ত্রিসভার রদবদলের উপর নির্ভর করে না ভাবমূর্তি। দরকার হলেই রদবদল, যার দরকার তিনিই বলতে পারবেন।
৭। নিয়োগ নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলে রদবদল। বিজেপি ছেড়ে আসা বিশ্বজিৎকে বনগাঁর দায়িত্ব। কোচবিহারে অপসারিত পার্থপ্রতিম।
৮। মমতার সফরের আগেই দিল্লিতে সুকান্ত-শুভেন্দু। আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। তৃণমূল-বিজেপি বোঝাপড়ার অভিযোগ সিপিএমের।
৯ । ইতিহাস বই থেকে পার্থর নাম সরানোর দাবি, ম্যান্ডেলা-পত্নীর উদাহরণ টেনে কার্যত খারিজ করল সিলেবাস কমিটি।
১০ । পুজোর মধ্যেই ২১ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর তোড়জোড়।
আন্দোলনমাত্রই ন্যায্য নয়, টেট-বিক্ষোভ নিয়ে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
১১। রাজ্যে আরও নতুন ৭ জেলা। নতুন জেলা রানাঘাট, বসিরহাট, বহরমপুর, কান্দি, ইছামতি, সুন্দরবন, বিষ্ণুপুর।
১২। ২৩ থেকে বেড়ে ৩০ জেলা পাচ্ছে রাজ্য। প্রশাসনিক কাজের সুবিধের সওয়াল মুখ্যমন্ত্রীর। নতুন করে সম্পদ ভাগের চক্রান্ত, আক্রমণ বিকাশের।
WB News Live :খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে
প্রায় ৮ ঘণ্টা অভিযানের পরে খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছে, কয়েকমাস ধরে তালাবন্ধ ওই ফ্ল্যাটের মালিক। যদিও ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রে পণ্ডিতিয়া রোডের এই ফ্ল্যাটটি ব্যবহার করতেন অর্পিতা।
SSC Scam Investigation Live :পার্থ অপসারণের পরে কালই রাজ্য মন্ত্রিসভার রদবদল, বিকেলে শপথগ্রহণ
পার্থ অপসারণের পরে কালই রাজ্য মন্ত্রিসভার রদবদল, বিকেলে শপথগ্রহণ। সৌমেন মহাপাত্রের জায়গায় মন্ত্রী হতে পারেন বিপ্লব রায় চৌধুরী। মন্ত্রিসভায় আসতে পারেন পাঁশকুড়ার পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী --
WB News Live : ৮ ঘণ্টা অভিযানের পরে খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে
প্রায় ৮ ঘণ্টা অভিযানের পরে খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে। এদিন অর্পিতার সম্পত্তির খোঁজে আবাসনের ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।
কিন্তু অন্য একজনের নামে ফ্ল্যাটটি থাকায় সিল করে ফিরে আসে ইডির আধিকারিকদের।
SSC Scam Investigation Live : মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
শিক্ষক নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উদ্বেগ জানিয়ে চিঠি।
WB News Live : শাহের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী
অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অমিত শাহকে তৃণমূল নেতা-নেত্রীর নাম দিয়েছি, বিধায়ক-সাংসদ সহ ১০০ জন তৃণমূল নেতা-নেত্রীর নাম জমা দিয়েছি, দাবি শুভেন্দুর।