West Bengal News Live: পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বর্ধমানের (Burdwan) পর এবার কল্যাণীর (Kalyani) JNM হাসপাতালের আইসোলেশন (Isolation) ওয়ার্ডে আগুন (Fire)। ভর্তি থাকা একমাত্র রোগীকে তড়িঘড়ি বের করে নিয়ে যাওয়ায় রক্ষা। ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, পরিষেবা স্বাভাবিক, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।
পুরভোটের আগে বিজেপি (BJP) কর্মীদের মারধর ও নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেকের (Saltlake) বি জে ব্লকে। হামলার অভিযোগ তৃণমূল নেতা সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন সব্যসাচী দত্ত।
প্রতিটি রাজ্যেই রাজ্য নিরাপত্তা কমিশন গঠন করার জন্য ২০০৬ সালে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অথচ এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি। অবিলম্বে যাতে বাংলায় কমিশন গঠিত হয়, তারই দাবিতে আজ হাইকোর্টে মামলা করলেন বিজেপির যুব মোর্চার নেতা তরুণজ্যোতি তিওয়ারি। পাশাপাশি আবেদনে তিনি আরও জানিয়েছেন, প্রতি পদে বিজেপির জনপ্রতিনিধিদের বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করছে পুলিশ। এটা যাতে বন্ধ হয়, আদালতে সেই আবেদন করেছেন বিজেপির যুব নেতা।
৩ ফেব্রুয়ারি বীরভূমেরই ইলামবাজারের সিবিআই ক্যাম্পে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব। বীরভূমের একটি খুনের মামলায় তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। গত সপ্তাহে তলব করা হবে শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত, খবর সূত্রের।
কাল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সূত্রে খবর, বিজেপি বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। যদিও বিমান বসু ও প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হলেও, তাঁরা আসছেন না।
আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল। সোম থেকে শনিবার হবে ক্লাস। রুটিন তৈরি করবে সংশ্লিষ্ট স্কুলই। পড়ুয়াদের স্কুলে আসতে হবে আধঘণ্টা আগে। বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। তবে স্কুলে আসার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না, খবর সরকারি সূত্রের।
WB News Live Updates: পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস
পুরভোটে মালদায় বামেদের জোটবার্তা দিল জেলা কংগ্রেস নেতৃত্ব। ইংরেজবাজার ও পুরাতন মালদা এই দুই পুরসভায় কিছু আসন ছেড়ে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তারা। যদিও হাত শিবিরের এই আবেদন খারিজ করে দিয়েছে সিপিএম। আর এনিয়ে দু’দলকেই কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।
West Bengal News Live Updates: প্রকল্প ও পার্কের উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা বনগাঁ ও মধ্যমগ্রামে
একাধিক প্রকল্প ও পার্কের উদ্বোধন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও মধ্যমগ্রামে। বিরোধীদের অভিযোগ, পুরভোটের আগে চমক দিতেই এসব করা হয়েছে। পাল্টা তৃণমূলের জবাব, উন্নত পরিষেবা দিতেই প্রকল্প চালু করা হয়েছে। এতে কোনও রাজনীতি নেই
WB News Live Updates: স্কুলেই ২ শিক্ষকের হাতাহাতি, দুজনেই শোকজ করল সরকার
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেই ২ শিক্ষকের হাতাহাতি। মারামারির ঘটনায় ২ শিক্ষককেই শোকজ করল সরকার।প্রধান শিক্ষককে শোকজ স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিবের।সহকারী শিক্ষককে শোকজ স্কুল শিক্ষা কমিশনারের ।কেন ব্যবস্থা নয়? সোমবারের মধ্যে ২ শিক্ষকের জবাব তলব।
শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট দেবেন জেলা বিদ্যালয় পরিদর্শক
West Bengal News Live Updates: এবার তমলুকে নতুন জেলা সভাপতিকে নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ
এবার নতুন জেলা সভাপতিকে নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ দানা বাঁধল পূর্ব মেদিনীপুরের তমলুকে। বিষয়টি নিয়ে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন এক বিক্ষুব্ধ নেতা। অন্যদিকে, মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা কানু মণ্ডলকে প্রার্থী করার দাবিতে পড়ল পোস্টার।
WB News Live Updates: টাকি পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উপ পুরপ্রশাসকের বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। প্রতারণায় অভিযুক্ত উপ পুরপ্রশাসক ও তৃণমূল নেতা আজিজুল ইসলাম গাজি। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।