HMP Virus: কোভিডের ৫ বছর পর আরেক ভাইরাসের চোখ রাঙানি ! বেঙ্গালুরু, আমদাবাদের পর কলকাতাতেও HMPV | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এখনও স্মৃতিতে দগদগে হয়ে আছে করোনার ভয়াবহ ক্ষত। তারই মধ্য়ে এবার সামনে এল আরও এক ভাইরাস! হিউম্যান মেটানিউমো ভাইরাস। সংক্ষেপে, HMPV। করোনার মতোই HMP ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ চিনে দ্রুত হারে ছড়াচ্ছে। উদ্বেগ বাড়িয়ে, কলকাতা, বেঙ্গালুরু ও আমদাবাদে এই ভাইরাসে আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গেছে। জাপান, মালয়েশিয়া, হংকংয়ে মিলেছে আক্রান্তের খোঁজ
আরও খবর...
ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফর বাতিল। ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও এখন বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের।
"মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস", বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান, সীতারাম কেশরী নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে।"