(Source: Matrize)
WB News Live Updates: স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা, কাল স্বাস্থ্যভবনে ভার্চুয়াল বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: সোমবার থেকে পনেরো থেকে আঠেরো বয়সীদের টিকাকরণ, শুরু নাম নথিভুক্তিকরণ। পুরসভার কাছে আছে দেড় লক্ষ কোভ্যাকসিন।
LIVE
Background
কলকাতা: শুক্রবারের তুলনায় রাজ্যে (West Bengal) একলাফে দৈনিক সংক্রমণের (Coronavirus) সংখ্যা বাড়ল ১০০০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫১২ জন, মৃত ৯। কলকাতার (Kolkata) পজিটিভিটি রেট ছাড়াল ২৬ শতাংশ। রাজ্যে আরও দুজন ওমিক্রন (Omicron) আক্রান্ত। ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার হাসপাতালে, পেট্রাপোলে আক্রান্ত ১ জন। রাজ্যে ওমিক্রন আক্রান্ত ১৮ জন। ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ।
বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার থেকে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্যের। আজ বাতিল দুয়ারে সরকার ক্যাম্প, ৩ জানুয়ারিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। আজ নবান্নে বৈঠক।
করোনা আবহে শারীরিক ভাবে কেউ এজলাসে থাকতে পারবেন না। শুনানি ভার্চুয়ালে। সোমবার থেকে রাজ্যের সব আদালতে বিধি চালু। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।
সোমবার থেকে পনেরো থেকে আঠেরো বয়সীদের টিকাকরণ, শুরু নাম নথিভুক্তিকরণ। পুরসভার কাছে আছে দেড় লক্ষ কোভ্যাকসিন। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
নতুন বছরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাহাড় থেকে সমুদ্রে চূড়ান্ত অসচেতনতার ছবি। মুখে নেই মাস্ক, শিকেয় দূরত্ববিধি।
করোনা আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি উডল্যান্ডসে। দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল, খবর সূত্রের। সংক্রমিত উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। করোনা আক্রান্ত পরিচালক সৃজিত, সঙ্গীতশিল্পী জিৎ।
করোনা আক্রান্ত বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিক্যালে সংক্রমিত পড়ুয়া, ইন্টার্ন। চিত্তরঞ্জন সেবা সদনে আক্রান্ত ২১জন। সংক্রমিত কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল।
উপসর্গহীনদের বাড়িতে, উপসর্গযুক্তদের থাকতে হবে হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে। চিকিত্সায় নিয়মবিধি জারি স্বাস্থ্য দফতরের। অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করতে রাজ্যকে চিঠি কেন্দ্রের।
হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যের পাঠানো তথ্যের বাস্তব ভিত্তি নেই। বিল তথ্য অ্যাডভোকেট জেনারেলকে দিক রাজ্য। ট্যুইট রাজ্যপালের। অসাংবিধানিক কাজ, পাল্টা কল্যাণ।
কৈখালিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত রাসায়নিক কারখানা। আগুন পাশের গেঞ্জি কারখানাতেও। অগ্নিদগ্ধ হয়ে মৃত নিরাপত্তারক্ষী। ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দাবি দমকলের।
বর্ষশেষের রাতে গড়িয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ যুবক, ভর্তি এসএসকেএমে। বাইকে এসে গুলি দুষ্কৃতীদের। কী কারণে গুলি ? তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। বাইক আরোহীদের ধাক্কায় লরির চাকায় পিষ্ট বরানগরের বাসিন্দা। গ্রেফতার ২।
রয়্যাল বেঙ্গলের আতঙ্কে ত্রস্ত গোসাবা। মিত্রবাড়ির জঙ্গলে বাঘের হানায় আহত বনকর্মী। পটকা ফাটিয়েও হল না খাঁচাবন্দি। বারবার অবস্থান বদল। শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন।
গোসাবায় কুমিরমারিতে অবশেষে কাবু দক্ষিণ রায়। দুটি ঘুম পাড়ানি গুলিতে কাবু রয়্যাল বেঙ্গল। আপাতত রাখা হবে পর্যবেক্ষণে।
করোনা আবহে কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে নিষিদ্ধ ভক্ত সমাগম। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুরেও ভক্ত ছাড়াই পুজো-পাঠ।
ভক্তহীন কল্পতরু
নতুন বছরে ফিরল শীত। আরও কিছুটা পারদ নামলেও স্বাভাবিকের থেকে বেশি। আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা।
WB News Live: সমস্ত মেডিক্যাল কলেজের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার বৈঠক
পরপর চিকিৎসক করোনা আক্রান্ত। সমস্ত মেডিক্যাল কলেজের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার বৈঠক। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে বৈঠক। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা, কাল স্বাস্থ্যভবনে ভার্চুয়াল বৈঠক।
WB News Live: সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে হাওড়া
সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে হাওড়া, একদিনে আক্রান্ত ৫৯৫ জন, মৃত ১।
WB News Live: শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত ৩১৯৪ জন
শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত ৩১৯৪ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৯৪ জন, মৃত ৩ জন।
WB News Live Updates: গতকালের তুলনায় একলাফে সংক্রমণের সংখ্যা বাড়ল ১৬০০-র বেশি
শনিবার সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫১২ জন, গতকালের তুলনায় একলাফে সংক্রমণের সংখ্যা বাড়ল ১৬০০-র বেশি।
WB News LIVE: রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা
ফের রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত ৬১৫৩ জন, মৃত ৮ জন।