WB News Live: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, মৃত্যু অন্তত ১০০ জনের
জেলা থেকে জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবর প্রত মিনিটে।
LIVE
Background
- 'চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল' : বায়রনের দলবদলের পর, এবিপি আনন্দে এক্সক্লুসিভ নৌশাদ।
'তৃণমূলের কাছে কোনও শর্তেই আত্মসমর্পণ নয়'। 'টাকার টোপ থেকে ভয় দেখানো, চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল', বললেন নৌশাদ। - নৌশাদ-তরজা: বায়রন পারেনি, নৌশাদের দৃঢ়তার প্রশংসায় অধীর। বিজেপির মতোই ঘোড়া কেনাবেচা তৃণমূলের, আক্রমণে বাম। কে দিয়েছে টাকার টোপ? নাম বলুন, পাল্টা চ্যালেঞ্জ জয়প্রকাশের।
- পর্ষদ-অফিসেই চাকরি-বিক্রির বৈঠক : সিজিও কমপ্লেক্সে 'কালীঘাটের কাকু'কে ম্যারাথন জেরা ইডির।
'প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হত চাকরি-বিক্রির বৈঠক।' 'তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন সুজয়কৃষ্ণ ভদ্র,' রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। 'মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকে জেরা করেও মিলেছে প্রচুর তথ্য।' - প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান: ৭ বছর ধরে, স্কুল সার্ভিস কমিশনে কোনও নিয়োগের পরীক্ষা হয়নি। এর প্রতিবাদে, SSC-র প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান করলেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁদের আন্দোলন ১০০ দিনে পড়ল।
- ভর্তির বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ : প্রাথমিক শিক্ষা পর্ষদের ডি এল এডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি কে স্থগিত করলো হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। ৯ জুন পর্যন্ত স্থগিতাদেশ। আগামী ৬ জুন সিঙ্গেল বেঞ্চে থাকা অন্য মামলার সঙ্গে এই মামলার শুনানি হবে। নির্দেশ বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের
- কুড়মি নেতার পাশে শুভেন্দু: গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী।
- শুভেন্দুর গড়ে অভিষেক: শুভেন্দু অধিকারীর ডেরায় পদযাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম চলো কর্মসূচি। নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁর পরিবারের সঙ্গেও সাক্ষাত।
- প্রতিবাদে পথে মমতা : দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থার ঘটনা। কলকাতায় তৃণমূলের প্রতিবাদ। ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করলেন তৃণমূলনেত্রী। সঙ্গে ক্রীড়ানক্ষত্ররা।
- রবিবার মেট্রো সকাল ১০ টায়: এ-মাসে মেট্রো রেলের ট্র্যাক মেন্টেন্যান্সের কাজ হতে চলেছে। সেজন্য জুনের চারটি রবিবার সকাল ৯ টার পরিবর্তে মেট্রো ছাড়বে সকাল ১০ টায়
- মহিলাদের সচেতনতা শিবির : মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে অনুষ্ঠিত হল মহিলাদের জন্য একটি সচেতনতা শিবির। মেটিয়াবুরুজের সোগরা ফিরদৌস হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ অনেকে।
West Bengal News Live : দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলায় লু বইবে আগামী এক সপ্তাহ। চরমে উঠবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তৈরি হবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
WB News Live : ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া
অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয় প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ১ জুলাই থেকে শুরু হবে কলেজে নিয়োগ প্রক্রিয়া। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পনেরো দিনের অনলাইন ভর্তি আবেদনের পর ২০ জুলাই বিভিন্ন কলেজকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মেরিট লিস্ট প্রকাশের পর জুলাই মাসের শেষপর্যন্ত চলবে বিভিন্ন কলেজে ভর্তির পরের প্রক্রিয়া। ৩১ জুলাই পর্যন্ত মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ হবে। যার পরের দিন অর্থাৎ ১ অগাস্ট থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হয়ে যাবে।
West Bengal News Live : রেলের সঙ্গে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার, ট্যুইট শুভেন্দুর
মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস সংঘর্ষ, মৃত অন্তত ১০০। ট্যুইটে উদ্বেগ প্রকাশ শুভেন্দু অধিকারীর। 'জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রেল', রেলের সঙ্গে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার, ট্যুইট শুভেন্দুর।
WB News Live : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ। ২ জনের মৃতদেহ উদ্ধার, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত, ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার। ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল একাধিক ট
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জের। বাতিল আজকের শালিমার-পুরী এক্সপ্রেস। বাতিল হাওড়া-চেন্নাই মেল। বাতিল হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। বাতিল হাওড়া-পুরী এক্সপ্রেস।