West Bengal News Live: রাজ্যে কমল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪১৪
Get the latest West Bengal News and Live Updates:সন্ত্রাসের অভিযোগে আজ-কাল রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি বামেদের। শান্তিপূর্ণ ভোট, দাবি পুলিশের। বুথ দখলের অভিযোগ নেই, জানাল কমিশন।
LIVE
Background
সি ভোটারের এক্সিট পোলে কলকাতায় (KMC Election 2021) ১৩১টি ওয়ার্ডই দখলে আসতে পারে তৃণমূলের (TMC)। বিজেপি (BJP) জিততে পারে ১৩টি। হাত খালিই থাকতে পারে বাম-কংগ্রেসের।
সিআইটি রোডে বুথ থেকে টেনে হিঁচড়ে বিজেপি প্রার্থীর জামাই-সহ ৪ জনকে বেধড়ক মার। চোখে গুরুতর আঘাত। দাঁড়িয়ে দেখল পুলিশ। গণতন্ত্রের পক্ষে শুভ নয়, সমালোচনায় নাড্ডা।
ট্র্যায়াঙ্গুলার পার্কে রাস্তায় ফেলে বিজেপি প্রার্থীকে মার। জোড়াবাগানে বাঁশ দিয়ে মার বাম প্রার্থীকে। তালতলায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী।
ভোটের পরেও সন্ত্রাস। হরিদেবপুরে নির্দল প্রার্থীর বাড়িতে তাণ্ডব, বাইক ভাঙচুর। অভিযুক্ত শাসকদল। দলের যোগ নেই, পাল্টা তৃণমূল।
পুরভোটে অশান্ত বড়বাজার। পুলিশকে ঠেলে বুথে বহিরাগত তাণ্ডব। ভাঙল ইভিএম। অশান্তি হলেও বুথ দখল নয়, দাবি কমিশনের।
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ব্রেবোর্ন রোড। পুলিশের সামনেই কংগ্রেস কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মার। গ্রেফতার ২।
কলকাতা পুরভোটে ঝরল রক্ত। টাকি স্কুলের সামনে বোমাবাজি, জখম ভোটার।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যে কলকাতা পুরভোট। খিদিরপুরে বাম প্রার্থীর গাড়ি ভাঙচুর। রাস্তায় বসে বিক্ষোভ। পূর্ব পুটিয়ারিতে বাম এজেন্টকে হুমকি।
কলকাতা পুলিশ ভাল কাজ করেছে। ভাল ভোট হয়েছে, লড়তে না পারলে নাটক করবে। সন্ত্রাসের অভিযোগে বিরোধীদের খোঁচা মুখ্যমন্ত্রীর।
ভোট লুঠের অভিযোগে রাজভবনে নালিশ বিজেপির। কমিশনে বিক্ষোভ। ভোট বাতিলের দাবি। হারের ভয়ে প্রলাপ! পাল্টা তৃণমূল।
অশান্তির প্রমাণ থাকলে ২৪ ঘণ্টায় কড়া পদক্ষেপের আশ্বাস অভিষেকের।
সন্ত্রাসের অভিযোগে আজ-কাল রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি বামেদের। শান্তিপূর্ণ ভোট, দাবি পুলিশের। বুথ দখলের অভিযোগ নেই, জানাল কমিশন।
সল্টলেকে শুভেন্দুর বাড়ির বাইরে হঠাৎ প্রচুর পুলিশ। বিজেপি বিধায়কদের বেরোতে বাধা। পুলিশের সঙ্গে বচসা।
কলকাতায় ভোটে কেন বহিরাগত? এমএলএ হস্টেলের গেটে তালা। ভিতরে বিজেপির ৮ বিধায়ক। পথেই বাঁকুড়ার বিধায়ককে আটকাল পুলিশ। ভোটের পর খুলল গেট।
ভয়মুক্ত ভোট, প্রশাসনিক নিরপেক্ষতার অভাব কষ্ট দিচ্ছে দীর্ঘদিন। ভোট দিয়েই হিংসা নিয়ে কটাক্ষ রাজ্যপালের। কমিশনের উপর চাপ তৈরির দাবি।
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী, মেয়েকে নিয়ে পাম অ্যাভেনিউয়ে ভোট দিলেন মীরা-সুচেতনা।
WB News Live Updates: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা
রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
West Bengal News Live: ভোট মেটার পরও, পুরোপুরি থামেনি অশান্তি
ভোট মেটার পরও, পুরোপুরি থামেনি অশান্তি। কংগ্রেস প্রার্থীকে কার্যত বিবস্ত্র করে, বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দলের কারও যোগ নেই বলে দাবি তৃণমূল প্রার্থীর।
WB News Live Updates: নার্সিংহোমের ভুল চিকিৎসায় কাটা গেছে ডান হাত, অভিযোগ রেলকর্মীর
নার্সিংহোমের ভুল চিকিৎসায় কাটা গেছে ডান হাত। এমনটাই অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের এক রেলকর্মী। প্রতিকার চেয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগও জানিয়েছেন তিনি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।এনিয়ে প্রতিক্রিয়া দিতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।
West Bengal News Live: ভোটের দিন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
ভোটের দিন ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বহিরাগতদের এনেছিলেন, বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
WB News Live Updates: বাঁকুড়ার কোতুলপুরে আত্মঘাতী কৃষকের বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শুভেন্দু অধিকারী
বাঁকুড়ার কোতুলপুরে আত্মঘাতী কৃষকের বাড়িতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতাকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের একাংশের। যা নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।