West Bengal News Live : অসুস্থ ভাইকে দেখতে সিএমআরআই হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Morning Headlines)
১। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার নয়। সেনায় সংস্কারের প্রয়োজন ছিল। সেনার সুবিধার সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিবীরদের। সাংবাদিক বৈঠক করে দাবি সেনার ৩ বাহিনীর।
২। বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা জানানো যায়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের স্থান নেই। পুলিশের প্রশংসাপত্র না পেলে নিয়োগ নয়। বিক্ষোভাকারীদের কড়া বার্তা তিন বাহিনীর।
৩। ২৪ জুন থেকে অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া। অগাস্টের প্রথম সপ্তাহ থেকে শারীরিক পরীক্ষা। ডিসেম্বরে প্রথম পর্যায়ের নিয়োগ শেষ।
৪। সেনার মতো ভাতা অগ্নিবীরদের। সেবা নিধি প্যাকেজ আয়করমুক্ত, দিতে হবে না প্রিমিয়াম। দক্ষতার জন্য শংসাপত্র। ব্রিজ কোর্স করে অন্য কাজের সুযোগ। আশ্বাস সেনার তিন বাহিনীর।
৫। বিতর্কিত মন্তব্য কৈলাসের। অহঙ্কার, কটাক্ষ কংগ্রেসের। নির্লজ্জ, আক্রমণ তৃণমূলের।
৬। রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়। দেশের অগ্রগতিতে সমস্যা। অগ্নিপথ আন্দোলনের আবহে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর।
৭। বারবার মিথ্যা প্রতিশ্রুতি। ৮ বছরে ১৬ কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও যুব সমাজ পেয়েছে পকোড়া ভাজার জ্ঞান। মোদিকে আক্রমণ রাহুল গাঁধীর।
৮। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভে কংগ্রেস। যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আক্রমণ প্রিয়ঙ্কার।
৯। অগ্নিপথ বিক্ষোভে আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-বিকানের এক্সপ্রেস, হাওড়া নিউদিল্লি দুরন্ত, জম্মু তাওয়াইয়ের সময় পরিবর্তন।
১০। অগ্নিপথ বিরোধিতা একাধিক রাজ্যে। জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের সতর্ক থাকার নির্দেশিকা নবান্নের। রেল স্টেশনের বাইরে মোতায়েন অতিরিক্ত বাহিনী।
১১। অগ্নিপথের আগুন নেভাতে কঠোর প্রশাসন। বিহারে গ্রেফতার ৭০০-র বেশি। উত্তরপ্রদেশেও ব্যাপক ধরপাকড়। রাজস্থানের কোটায় ১ মাস ১৪৪ ধারা।
১২। কলেজ ফেস্টে টাকার উৎস প্রশ্ন নিয়ে সৌগতকে পাল্টা আক্রমণ মদন মিত্রের। (বাইটঃ বড় ফেস্টে বড় প্রোমোটার, বড় মস্তান লাগে, ঠিক বলেছেন, বয়স হলে সিনিয়র নেতারা ভুল বললেও মেনে ১০। বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহ। দলীয় কর্মীদের বসে যাওয়ার ডাক বীরভূমের দুধকুমার মণ্ডলের। হতাশা থেকে মন্তব্য, সমর্থন অনুপমের। নিয়ম মেনে ব্যবস্থা, হুঁশিয়ারি সুকান্তর।
WB News Live Updates: সিএমআরআই হাসপাতালে মুখ্যমন্ত্রী
অসুস্থ ভাইকে দেখতে সিএমআরআই হাসপাতালে মুখ্যমন্ত্রী। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও।
West Bengal News Live: আনিস হত্যাকাণ্ডের তদন্ত কার হাতে? কাল রায় দেবে হাইকোর্ট
আনিস হত্যাকাণ্ডের তদন্ত কার হাতে? কাল রায় দেবে হাইকোর্ট। কাল সকাল ১০.৩০: রায় দেবেন বিচারপতি রাজশেখর মান্থা। সিবিআই চেয়ে আদালতে আবেদন করেছিল ছাত্রনেতার পরিবার। সিবিআই নয়, সিটের তদন্তেই আস্থা রেখে সওয়াল রাজ্য সরকারের।
WB News Live Updates: পাভলভ নিয়ে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর
পাভলভ নিয়ে খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। নিম্নমানের রোগী পরিষেবার সঙ্গে আর্থিক দুর্নীতিরও একগুচ্ছ অভিযোগ। পাভলভ হাসপাতালের সুপারকে দীর্ঘক্ষণ স্বাস্থ্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ। পাভলভ হাসপাতাল ঘুরে দেখলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
West Bengal News Live : একটি মামলায় জামিন পেলেও, অন্য মামলায় হেফাজতে ইউটিউবার রোদ্দুর
একটি মামলায় জামিন পেলেও, অন্য মামলায় হেফাজতে ইউটিউবার রোদ্দুর। মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যের মামলায় জামিন। বটতলা থানার মামলায় জামিন পেলেও আরেক মামলায় হেফাজত।
WB News Live Updates: চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ, কোলাঘাটে তৃণমূল নেতার তালাবন্ধ বাড়ির সামনে বিক্ষোভ
চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তৃণমূল নেতার তালাবন্ধ বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। সিবিআই তদন্তের দাবি বিক্ষোভকারীদের। এই নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি। অভিযুক্তের দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল।