WB News Live: বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ? অভিষেকের দফতরের ছবি ঘিরে তোলপাড়
West Bengal News : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
এক দশক পরে কার্টুনকাণ্ডে (cartoon incident) আদালতে জয় অম্বিকেশ মহাপাত্রের (ambikesh mahapatra)। পূর্ব যাদবপুর (east jadavpur) থানার মামলা থেকে অব্যাহতি। গণতন্ত্রের জয়, প্রতিক্রিয়া অম্বিকেশের।
হামলাকারীরা (attackers) শাস্তি পাবে কবে? ব্যঙ্গচিত্রকাণ্ডে প্রশ্ন অম্বিকেশের। শিক্ষা নিক সরকার, বলছে বিরোধীরা। সাকেত-গ্রেফতারির প্রসঙ্গ তুলে পাল্টা তৃণমূল।
আবাস (pm awas yojana), মিড ডে মিলের (midday meal) পরে এবার ১০০ দিনেও কেন্দ্রীয় দল। ১০টি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যাবে ১২ জেলায়। রাজ্যের সহযোগিতা চেয়ে চিঠি কেন্দ্রের।
জব কার্ডে বেলাগাম অনিয়মের অভিযোগ। স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি, দাবি শুভেন্দুর। আগে বকেয়া মেটাও, তারপরে তদন্ত, পাল্টা ফিরহাদ।
ভিক্ষা নয়, প্রাপ্য দিন। রাজ্য থেকে জিএসটি, আয়কর তুলছে, আবার রেডও করছে, কেন্দ্রকে নিশানা মমতার। টাকা নিলে হিসেব দিতেই হবে, পাল্টা বিজেপি।
ছবি নিয়ে মমতার নিশানায় মোদি, জবাব নাড্ডার।
জল্পনা উস্কে আলিপুরদুয়ারে সরকারি মঞ্চে অভিষেক। সাংসদ, তাও ডেকেছি বলেই এসেছে, বললেন মুখ্যমন্ত্রী। দল-সরকার একাকার, কটাক্ষ বিরোধীদের।
WB News Live Update: বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ?
বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ? অভিষেকের দফতরের ছবি ঘিরে তোলপাড়। অজিত মাইতির সঙ্গে ১০ জানুয়ারি অভিষেকের দফতরে হিরণের ছবি ভাইরাল।
WB News Live: কার্টুনকাণ্ডের ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত
কার্টুনকাণ্ডের ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত। ২০১২ সালের ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় যে এফআইআর হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। ২০২১-এর ১৪ সেপ্টেম্বর, আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান। সেই মামলায় রায়ে বলা হয়েছে, ২০১২ সালে অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই মামলা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হল। আদালতের রায়ের এই কপি ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক।
WB News Live Update: আজ রটন্তী কালীপুজো দক্ষিণেশ্বরে
আজ রটন্তী কালীপুজো । দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হল সন্ধ্য়া আরতি। গঙ্গাপাড়ে গঙ্গা আরতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ । মন্ত্রোচ্চারণের সঙ্গে হবে মাতৃ বন্দনা। পাশাপাশি মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
WB News Live: কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের!
কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের! পাশাপাশি জোড়া পেল্লায় পাকা বাড়ি, তাও আবাস তালিকায় নাম! এমনিতেই গত বছরের শেষ থেকেই আবাস দুর্নীতিতে জেরবার শাসকদল। তার উপর ফের এবার আরও একধাপ এগোতে গিয়ে এবার কেন্দ্রীয় দলের সামনেই আবাস দুর্নীতির পর্দাফাঁস গেঁওখালিতে। গেঁওখালিতে কেন্দ্রীয় দলের তদন্তের মুখে ঠিকাদারের কীর্তি ফাঁস! পাশাপাশি ২টি পাকা বাড়ি, তাও আবাস তালিকায় ঠিকাদারের নাম! কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে পাশে দাঁড়ানো মেয়েকে 'জা' বলে পরিচয় মায়ের! পাশের পাকা বাড়ি জায়ের বাড়ি বলে মেয়েকে দেখালেন ঠিকাদারের স্ত্রী! দুর্নীতি ঢাকতে ভুয়ো পরিচয় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পর্দাফাঁস। মেয়ের পরিচয় দিতেও সমস্যা! এরপরেই ঠিকাদারের স্ত্রীকে কটাক্ষ অতিরিক্ত জেলা শাসকের।
WB News Live Update: 'সভা করে পবিত্র ভূমিকে অপবিত্র করেছে তৃণমূল', দাবি বিজেপির
বিজেপির পর পাল্টা সভা তৃণমূলের। বিজেপির দাবি সভা করে পবিত্র ভূমিকে অপবিত্র করেছে তৃণমূল। তাই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ।