(Source: Poll of Polls)
West Bengal News Live: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
LIVE
Background
বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরভোটেও (Kolkata Municipal Election) নিজেকেই ছাপিয়ে গিয়েছে তৃণমূল। এর আগে, ২০১৫ সালের পুরভোটে ১১৪টি ওয়ার্ডে বিজয়ী হয়েছিল তারা। এ বার একধাক্কায় তা বেড়ে ১৩৪ হয়ে গিয়েছে। মাত্র ১০টি আসন যা-ও বা হাতছাড়া হয়েছে, দলের কোনও হেভিওয়েট নেতাই পরাজিত হননি। একই সঙ্গে বিজেপি-কেও ৭ থেকে ৩-এ নামিয়ে আনতে পেরেছে তারা।
এ বারের যে ১০টি ওয়ার্ডে তৃণমূল (TMC) জেতেনি, তার ৩টি গিয়েছে বিজেপি-র (BJP) দখলে। ২টি করে ওয়ার্ডের দখল পেয়েছে বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে। তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ বৃহস্পতিবার পুরবোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়, তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড সংখ্যা আরও বাড়তে পারে।
২০১১ সালে ক্ষমতায় আসার পর এ যাবৎ যত ভোট হয়েছে তৃণমূলের আমলে, সবেতেই শাসকদলের বিরুদ্ধে হিংসায় মদত জোগানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে উল্লেখযোগ্য। তৃণমূলের আমলে নির্বাচনী হিংসার (Poll Violence) উদাহরণ দিতে গিয়ে তাই বারংবার ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন বিরোধী শিবিরের নেতারা।
West Bengal News Live : দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকড়
কলকাতা পুরভোটের ফল ঘোষণার পরদিনই, দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকড়। কী কারণে সাক্ষাৎ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল।রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
West Bengal News Live Updates: অগাস্টে একটি খুনের চেষ্টার মামলায় সন্তোষ পাঠককে নোটিস
অগাস্টে একটি খুনের চেষ্টার মামলায় সন্তোষ পাঠককে নোটিস। সন্দেহভাজন হিসেবে নোটিস পাঠাল শিবপুর থানা। ২ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ।
West Bengal News Live : রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ
রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩। একজন ভর্তি ঢাকুরিয়ার আমরিতে, অন্যজন ভর্তি ফর্টিসে। ১ জন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন এসেছেন নাইজেরিয়া থেকে। লন্ডন ফেরত তরুণ আলিপুরের বাসিন্দা, ভর্তি আমরিতে।
West Bengal News Live Updates: জোর করে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায়, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মিনাখাঁয়
জোর করে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায়, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মিনাখাঁয়। গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত সহ তিনজন। মেলার অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
West Bengal News Live :বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিল থেকে দেওয়া প্রায় ১০ লক্ষ টাকা ফিরিয়ে দিল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত
বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিল থেকে দেওয়া প্রায় ১০ লক্ষ টাকা ফিরিয়ে দিল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত! সমালোচনায় সরব বিজেপি বিধায়ক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য যা দিচ্ছেন তা যথেষ্ট।