West Bengal News Live: আজাদ হিন্দ ফৌজের ৮ জন কর্নেলের নামে ৮টি ক্রিকেট দল
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
ধর্মতলায় (Dharmatala) খণ্ডযুদ্ধ, নৌশাদ-সহ (Naushad Siddiqui) ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত (Police Custody)। হোমে এক নাবালক। ভাঙড় সংঘর্ষে (Bhangar Clash) ধৃত ৪৪ জনেরও পুলিশ হেফাজত। বিক্ষোভ সমর্থকদের।
ধর্মতলায় খণ্ডযুদ্ধ, ২টি পাঁজরে ও সার্ভাইক্যাল স্পাইনে চিড় বউবাজার থানার ওসির (OC)। অ্যাডিশনাল ওসির মাথা-কনুইয়ে চোট। আজ হবে ইইজি।
কমেনি ভাঙড়ের উত্তাপ। আরাবুলের বাড়ির অদূরে উদ্ধার বোমা-কার্তুজ-আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ৩ আইএসএফ (ISF) কর্মী। ঘটনাস্থলে পৌঁছতেই সন্ধে, বোমা নিষ্ক্রিয় না করেই ফিরল বম্ব স্কোয়াড (Bomb Squad)।
সন্ত্রাস করতেই বোমা রেখেছে আইএসএফ, দাবি তৃণমূলের (TMC)। বোমা রেখেছে শাসক দল। দলের কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ, পাল্টা দাবি আইএসএফের।
সস্তার রাজনীতি, কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভাল। অনুরাগ ঠাকুরকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের (Kunal Ghosh)।
প্রাথমিক-উচ্চপ্রাথমিকে চাকরির নামে ১৪ কোটি, টেটে (TET) সোয়া ৫ কোটি। টাকার খেলা নবম-দশম, এসএসসি, গ্রুপ ডি নিয়োগেও। ধৃত তৃণমূল নেতা কুন্তলের বাড়ি থেকে মিলেছে নথি, দাবি ইডির।
অবশেষে অধ্যক্ষ পরিষদ থেকে অপসারিত নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী সুবীরেশ ভট্টাচার্য। কোচবিহারে বৈঠকে সিদ্ধান্ত। আগামীতে পদাধিকারী নির্বাচন করবে অ্যাড হক কমিটি।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদ।
২ বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে বাংলার ট্যাবলো। বাংলাকে বঞ্চিত রেখেছিল কেন্দ্র, আক্রমণ ফিরহাদের। কমিটি নির্ধারণ করেছে, বিজেপির (BJP) হাত নেই, পাল্টা শমীক।
মধ্যশিক্ষা পর্ষদের পর এবিটিএ (ABTA)। ফের মাধ্যমিকের টেস্ট পেপারের প্রশ্নে আজাদ কাশ্মীর। ভুল স্বীকার কর্তৃপক্ষের। কেন বারবার একই ভুল, উঠছে প্রশ্ন।
সরস্বতী পুজোর অনুমতি দিচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির। 'ক্যাম্পাসে কোনও ধর্মাচরণ হয় না', বলছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ।
WB News Live Updates: বাংলায় কংগ্রেসের পদযাত্রা শেষ হল কার্শিয়ঙে
রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, বাংলায় কংগ্রেসের পদযাত্রা গতকাল শেষ হল কার্শিয়ঙে। সেখানেই, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল এবং বিজেপিও।
West Bengal News Live: পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিয়ে চলে গেল লরি
পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে চিকিৎসককে পিষে দিয়ে চলে গেল লরি। ওভারটেক নিয়ে লরি চালকের সঙ্গে বচসা হয়। লরিচালক পালানোর চেষ্টা করলে তাঁকে থামাতে যান খড়গপুরের বাসিন্দা ওই ব্যক্তি। অভিযোগ এরপরই তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি।
WB News Live Updates: আজাদ হিন্দ ফৌজের ৮ জন কর্নেলের নামে ৮টি ক্রিকেট দল
কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডের, সাদার্ন অ্যাভিনিউয়ে, সাড়ম্বরে পালিত হল দেশনায়কের জন্মবার্ষিকী। কাউন্সিলরের উদ্য়োগে আজাদ হিন্দ ফৌজের ৮ জন কর্নেলের নামে এলাকার তরুণদের নিয়ে ৮টি ক্রিকেট দল তৈরি করা হল।
West Bengal News Live: কাঁকুরগাছির এপিসি পার্কে শুরু ৫২-তম সুভাষ মেলা
কাঁকুরগাছির এপিসি পার্কে আজ থেকে শুরু হল ৫২-তম সুভাষ মেলা। প্রধান উদ্যোক্তা বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। এদিন এই মেলার উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়, সুজিত বসু-সহ অনেকে। মেলার অন্যতম আকর্ষণ অস্থায়ীভাবে তৈরি সুভাষ ভবন ও বিবেকানন্দ ভবন। সেখানে সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের বেড়ে ওঠা ও জীবনের নানা কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের বিনোদন থেকে শুরু করে খাবার-সহ হরেকরকমের স্টলে সুসজ্জিত এই মেলা চলবে আগামী এক মাস।
WB News Live Updates: নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো নিয়ে ধুন্ধুমার মুর্শিদাবাদের ইসলামপুরে
নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানো নিয়ে ধুন্ধুমার মুর্শিদাবাদের ইসলামপুরে। ফরওয়ার্ড ব্লকের নেতা-কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের ব্লক সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে ফরওয়ার্ড ব্লক। যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।