WB News Live Updates: আনিসের মৃত্যুর ৬ দিন পর আমতা থানার ওসিকে অনির্দিষ্টকালের জন্য পাঠানো হল ছুটিতে
Get the latest West Bengal News and Live Updates:সিবিআই তদন্ত নিয়ে অচেনা নম্বর থেকে আনিসের দাদাকে হুমকি-ফোনের অভিযোগ। তদন্তে সিট ও রাজ্য পুলিশ।
LIVE
Background
কলকাতা: আনিস খুনে (Anish Khan) গ্রেফতার (Arrest) দুজন পুলিশকর্মী। জানালেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
আনিসের বাড়িতে গেছিল পুলিশই। রাজ্য পুলিশ সূত্রে খবর। গ্রেফতার হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। কার নির্দেশে খুন ? প্রশ্ন আনিসের বাবার।
উচ্চপদস্থ পুলিশের অনুমতি ছাড়া তদন্তে যেতে পারে না হোমগার্ড। কার নির্দেশে আনিসের বাড়িতে কাশীনাথ ? সিবিআই তদন্ত চাই। চাঞ্চল্যকর দাবি আনিস খুনে ধৃত হোমগার্ডের স্ত্রীর।
সিটের তদন্তে বাধা কিছু রাজনৈতিক দলের। দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তেও বাধা। মন্তব্য ডিজিপির। সিবিআই তদন্ত হলে ময়নাতদন্তে সম্মতি, জানালেন আনিসের বাবা।
সিবিআই তদন্ত নিয়ে অচেনা নম্বর থেকে আনিসের দাদাকে হুমকি-ফোনের অভিযোগ। তদন্তে সিট ও রাজ্য পুলিশ।
পরিকল্পনা করে পরিবারকে সন্ত্রস্ত করা হচ্ছে। দুর্নীতিরাজের বিরুদ্ধে লড়াই চলবে, ফেসবুকে পোস্ট বিকাশরঞ্জনের। সিবিআই তদন্ত চাইলে আইনি সাহায্য, জানালেন শুভেন্দু।
আনিস খুনে শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, যাদবপুর, আলিয়ায় বিক্ষোভ। দিল্লিতে বিক্ষোভ জেএনইউয়ের। বন্ধ হোক বিক্ষোভ, অসুবিধা সাধারণ মানুষের। প্রতিক্রিয়া মমতার।
৪৪ হাজার রাজ্য পুলিশ দিয়েই ২৭ ফেব্রুয়ারির পুরভোট, খবর কমিশন সূত্রে। বুথের দায়িত্বে সশস্ত্র আধিকারিক। জেলায় নজরদারিতে ডিআইজি স্তরের আধিকারিক।
West Bengal News Live Updates: তৃণমূলে যোগ বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর
পুরভোটের মাত্র তিনদিন আগে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। শাসক শিবিরের দাবি, উন্নয়নের স্বার্থেই এই দলবদল। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে প্রার্থী ভাঙিয়েছে তৃণমূল।
WB News Live Updates: পুরভোটের মুখে ফের ধাক্কা বিজেপিতে
ভাটপাড়ার পর এবার পুরুলিয়ার ঝালদা। পুরভোটের মুখে ফের ধাক্কা বিজেপিতে। দলবদল করে গেরুয়া প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখে দলবদল। তৃণমূলে যোগ দিয়ে দাবি প্রার্থীর। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live Updates: সিটের কাছে বয়ান দিলেন আনিসের বাবা
হাইকোর্টের নির্দেশের পর সিটের কাছে বয়ান দিলেন আনিসের বাবা। পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলের নিরাপত্তায় সিসিটিভি লাগাল পুলিশ।
WB News Live Updates: রাত দুটোয় বিধানসভার অধিবেশন!
বেনজির। মন্ত্রিসভার সুপারিশ মেনে ৭ মার্চ রাত দুটোয় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। ট্যুইট করে একথা জানালেন জগদীপ ধনকড়। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, জানালেন টাইপগত ভুলেই এমনটা হয়েছে। আর এ নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা।
West Bengal News Live Updates: অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতার ওসিকে
ওসির নির্দেশে আনিসের বাড়িতে গেছিলেন। দাবি ধৃত হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের। এরপরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতার ওসিকে। ধৃত দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া আদালত। মঞ্জুর করা হয়েছে টিআই প্যারেডের আবেদনও।