West Bengal News Live Updates: ফুসফুসের বিভিন্ন রোগ ও তার প্রতিকারে, কাল পর্যন্ত চলবে সম্মেলন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম :
- ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট। নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। পরীক্ষার দিন নির্ধারণে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি।
- নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজস্ট্রিটে বিক্ষোভ এবিভিপির।
- সুবীরেশের পদত্যাগ চেয়ে শিলিগুড়িতে বিক্ষোভ সিপিএমের। জলপাইগুড়িতে বাম মিছিলে ধুন্ধমার।
- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে। ডিভিশন বেঞ্চের অপসারণ বহাল নির্দেশকে চ্যালেঞ্জ মানিকের। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস। ২৭ সেপ্টেম্বর শুনানি।
- ববিতার পর প্রিয়ঙ্কা সাউ। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দ্বারস্থ হাইকোর্টের। নথি পুনরায় খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ বিচারপতির।
- সিবিআই নজরে বিদেশি মুদ্রায় লেনদেন। গরুপাচারের টাকা কি বিদেশের অ্যাকাউন্টে ? কোন কোন প্রভাবশালীর যোগ ? তথ্য পেতে সুকন্যার বাড়িতে গিয়ে নোটিস।
- অনুব্রতর বাড়িতে কর্মরতদের অ্যাকাউন্টে ঢুকেছিল বড় অঙ্কের টাকা ? খোঁজ পেতে বীরভূমের তৃণমূল সভাপতির রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
- গরুপাচার মামলায় সিবিআইয়ের পাশাপাশি সক্রিয় সিআইডি। এনামুল হককে তিহাড় জেলে জেরার অনুমতি পেল সিআইডি। ইংরেজবাজারে এনামুলের ভাগ্নের গুদাম সিল।
- ইডেজসিসিতে তৃতীয় বর্ষে বিজেপির দুর্গাপুজো। থিম নিয়োগ দুর্নীতি থেকে নারী নির্যাতন। পুজোর নামে রাজনীতি, কটাক্ষ তৃণমূলের।
- তিনদিনের সফরে রাজ্যে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
- হৃষিকেশে রিসেপশনিষ্ট অঙ্কিতা ভাণ্ডারীর মৃত্যুতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতার ছেলে সহ ৩। খালে উদ্ধার মৃতদেহ। জেরায় অপরাধ স্বীকার, পুলিশ সূত্রে খবর।
- সল্টলেক এফডি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে দুর্গন্ধ পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কৃষ্ণা-সুজিতকে ধমক সত্বেও বদলানো না ভ্যাট-যন্ত্রণার ছবি। যত্রতত্র পড়ে আবর্জনা।
WB News Live : ফুসফুসের বিভিন্ন রোগ ও তার প্রতিকারে, কাল পর্যন্ত চলবে সম্মেলন
ফুসফুসের বিভিন্ন রোগ ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা হল পালমোকন ২০২২-এ। সম্মেলনের উদ্যোক্তা ইনস্টিটিউট অফ পালমোকেয়ার অ্যান্ড রিসার্চ। সল্টলেকের সুরেশ নেওটিয়া সেন্টারে আগামীকাল পর্যন্ত চলবে সম্মেলন।
WB News Live : মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপি-র ব্যানার ছেঁড়ার অভিযোগ
মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। বালুরঘাট প্রায় ২ কিমি রাস্তা জুড়ে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। সুকান্ত-মিঠুনকে স্বাগত জানিয়ে বিজেপির ব্যানার। ছেঁড়ার অভিযোগ। বালুরঘাটে সার্কিট হাউস না পাওয়ায় আমরা-ওরার অভিযোগ বিজেপির। সরকারি অফিসাররা কী ঘর ছেড়ে ফুটপাথে থাকবেন? পাল্টা খোঁচা তৃণমূলের।
WB News Live : মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপি-র ব্যানার ছেঁড়ার অভিযোগ
মিঠুনের সফরের আগেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। বালুরঘাট প্রায় ২ কিমি রাস্তা জুড়ে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। সুকান্ত-মিঠুনকে স্বাগত জানিয়ে বিজেপির ব্যানার। ছেঁড়ার অভিযোগ। বালুরঘাটে সার্কিট হাউস না পাওয়ায় আমরা-ওরার অভিযোগ বিজেপির। সরকারি অফিসাররা কী ঘর ছেড়ে ফুটপাথে থাকবেন? পাল্টা খোঁচা তৃণমূলের।
WB Live Update: বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা
বেলুড়ের জগন্নাথ ঘাটে চিকিত্সকের দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। খোঁজ মিলছে না তাঁর বন্ধুর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’ জোড়া চটি, দু’ জোড়া জামা। দুর্ঘটনা, না কি মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।
WB News Live : টালা ব্রিজে শুরু হল যান চলাচল, চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু
আজ থেকে টালা ব্রিজে শুরু হল যান চলাচল। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে।