West Bengal News Live April 25:জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিলেন অনুব্রত মণ্ডল
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
এক নজরে আজকের হেডলাইন :
Prayagraj Murder Case: যোগীরাজ্যে শিশু সহ একই পরিবারের ৫ জনকে নৃশংস খুন। প্রয়াগরাজে গিয়ে পরিবারের সঙ্গে কথা তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।
Lakhimpur Kheri case : লখিমপুরখেরিকাণ্ডে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে। ৬ দিনের মাথাতেই আত্মসমর্পণ অজয় মিশ্রের। পাঠানো হল জেলে।
Anubrata Mondal : ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত। শনিবারের থেকেও বেশি অসুস্থ। বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানালেন আইনজীবী। অনুব্রতকে নিশানা দিলীপের। রাজনৈতিক অভিসন্ধি, পাল্টা তৃণমূল।
Dilip Ghosh : সভাপতি হওয়ার সময় সাংসদ পদে আমার অভিজ্ঞতা ছিল আড়াই বছরের, দিলীপের ছিল ১ বছরের। অভিজ্ঞতা প্রশ্নে দিলীপকে জবাব সুকান্তর। অনভিজ্ঞতার কথা সুকান্তই বলেছিল, পাল্টা দিলীপ।
Bengal BJP : বঙ্গ বিজেপিতে কোন্দল ফের প্রকাশ্যে। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে তোপ দেগে পদ ছাড়তে চাইলেন ২ নেতা। গুরুত্বে নারাজ জেলা সভাপতি।
Hanskhali Cae : হাঁসখালিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও তিন। ধৃতরা ব্রজ গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত। মৃতের পরিবারকে হুমকি ও তদন্ত ভুল পথে চালিত করার অভিযোগ।
Jhalda Case : ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলের চাঞ্চল্যকর অভিযোগ। প্রাণনাশের হুমকি দিচ্ছে তপন খুনে অভিযুক্ত ভিম তিওয়ারি, অভিযোগ দেব কান্দুর। অস্বীকার অভিযুক্তর।
Bogtui Case : বগটুইকাণ্ডে ফের মিহিলাল ও তাঁর ভাইপোকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড।
Haridevpur Update : ব্যবসায়ীক শত্রুতার জেরে অটোতে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্র-বোমা। ঋণ আদায়কারী সংস্থার মালিককে ফাঁসাতে ষড়যন্ত্র আরেক সংস্থার মালিকের। হরিদেবপুরে অস্ত্র উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য। ৪ দিন ধরে অটোয় পড়েছিল অস্ত্র-বিস্ফোরক। ফাঁসানোর উদ্দেশ্যে নিজেরাই পুলিশকে খবর দেয় অভিযুক্তরা। ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে।
West Bengal News Live Updates: মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ
মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর ও শান্তিনিকেতন থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, অন্যজন বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া। আজ খাতরা মহকুমা আদালত ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এরইমধ্যে ঝাড়গ্রামে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে পোস্টার।
West Bengal News Live: বিপুল পরিমাণে চাদর, বালিশ, কম্বল কিনতে হচ্ছে রেলের
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চাদর-কম্বল ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তাঁদের দাবি, দীর্ঘদিন ব্যবহার না করায় বহু চাদরই ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। ফলে বিপুল পরিমাণে চাদর, বালিশ, কম্বল কিনতে হচ্ছে।
West Bengal News Live Updates: স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভে তুলকালামকাণ্ড বাঁধল আসানসোলে
রেল পরিচালিত স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে অভিভাবকদের বিক্ষোভে তুলকালামকাণ্ড বাঁধল আসানসোলে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।
West Bengal News Live: মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটের পিছনে কোনও চক্রান্ত নেই, হাইকোর্টে জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাটের পিছনে কোনও চক্রান্ত নেই। হাইকোর্টে জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। হলফনামা আকারে রিপোর্ট পেশ করতে বলল আদালত।
West Bengal News Live Updates: এবার ঝালদার নিহত তপন কান্দুর পরিবারের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ তুললেন তৃণমূল কর্মী ভীম তিওয়ারি
এবার ঝালদার নিহত তপন কান্দুর পরিবারের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ তুললেন তৃণমূল কর্মী ভীম তিওয়ারি। যাঁর বিরুদ্ধে গতকাল খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিহত তপন কান্দুর ছেলে। আজ সিবিআই ভীম তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে। এদিনই ঝালদার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস।