West Bengal News Live: বড়দিনে উৎসবমুখর বাংলা, ওয়াকিং স্ট্রিটে পরিণত হল পার্ক স্ট্রিট
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।
LIVE
Background
আজ বড়দিন। বিশ্বজুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা। আলোর মালায় পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো-ব্যারাক। নিরাপত্তায় ৩ হাজার পুলিশকর্মী।
কলকাতা পুরভোটের সব বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। বকেয়া পুরভোটেও সমস্ত বুথে লাগাতে হবে সিসিটিভি। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়াতেই কি কলকাতা পুরভোটে এত অভিযোগ? বকেয়া পুরভোটে যেন অশান্তি না হয়। রাজ্য নির্বাচন কমিশনারকে সতর্ক করলেন রাজ্যপাল, সূত্রের খবর।
হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক। সই করেছেন রাজ্যপাল, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। বিল এখনও তাঁর বিবেচনাধীন, ট্যুইট রাজ্যপালের।
রাজ্য-রাজভবন বেনজির সংঘাত। অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ। ইউজিসিকে দিয়ে তদন্ত চান রাজ্যপাল। ধনকড়কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী আচার্য করার ভাবনা সরকারের, জানালেন ব্রাত্য।
জিটিএ নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাঙ্গ। যোগ দিলেন প্রাক্তন মোর্চা বিধায়ক রোহিত শর্মাও। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই মমতাকে, মন্তব্য বিনয়ের।
বিজেপির বিভাজনের রাজনীতি জব্দ, মন্তব্য ব্রাত্যর। পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গেই আছেন, পাল্টা শুভেন্দু। দলবদলকে কটাক্ষ কংগ্রেস-বামের। বিনয়কে শুভেচ্ছা রোশন-অনীতের।
কলকাতা পুরসভার নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ। শপথ নিলেন নব-নির্বাচিত পুর প্রতিনিধিরা। ২৮ ডিসেম্বর শপথ নেবেন মেয়র ও চেয়ারপার্সন।
কলকাতায় সংগঠন দুর্বল। ভাল ফল হবে না জানতাম। জেলায় এমন হবে না। দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। বিজেপি-বামেরা শূন্যয় পরিণত হবে, পাল্টা মলয় ঘটক।
পুরভোটে বিপুলভাবে জয়ী হবে বিজেপি। মুকুল রায়ের মন্তব্যে ধোঁয়াশা। অসংলগ্ন কথা, পিএসি চেয়ারম্যান পদে থাকা নিয়ে ভেবে দেখব, প্রতিক্রিয়া পার্থর। তৃণমূলেই আছেন, দাবি ছেলে শুভ্রাংশুর।
শহরে আরও দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ। কৃষ্ণনগরের বাসিন্দা ও আয়ারল্যান্ড ফেরত ব্যক্তির দেহে নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান। সংক্রমণে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে বাংলা, জানাল কেন্দ্র।
ওমিক্রন আক্রান্ত কি না জানতে রাজ্যে চালু হচ্ছে বিশেষ আরটিপিসিআর টেস্ট। S জিন মিসিং আরটিপিসিআর পরীক্ষায় মিলবে সংক্রমণের ইঙ্গিত, দাবি রাজ্য স্বাস্থ্য দফতরের।
১৭ তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডেও ওমিক্রন। দেশে একদিনে আক্রান্ত ১২২, মোট আক্রান্ত ৩৫৮। উত্তরপ্রদেশে ভোট পিছোতে প্রধানমন্ত্রী-নির্বাচন কমিশনকে আবেদন এলাহাবাদ হাইকোর্টের।
কুলতলির গরানকাঠির জঙ্গলে বাঘের আতঙ্ক। মিলেছে পায়ের ছাপ, দাবি স্থানীয়দের। জাল দিয়ে এলাকা ঘিরে খাঁচা পাতল বন দফতর। আতঙ্কে গ্রামবাসীরা।
WB News Live Updates: বড়দিনে উৎসবমুখর বাংলা
বড়দিনে উৎসবমুখর বাংলা। কেউ বনভোজনে ব্যস্ত থাকলেন, কেউ ছুটলেন চিড়িয়াখানায়, কারও গন্তব্য ইকো পার্ক, কেউ দিনভর কাটালানে অন্য কোনও বিনোদন পার্কে। বিকেল গড়াতে না গড়াতেই বদলে যায় পার্ক স্ট্রিটের ছবি। রঙিন আলোর মেলায় ঝলমলে পার্ক স্ট্রিট সন্ধে থেকে ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়। অ্যালেন পার্কেও সময় কাটান অনেকে। গান, বাজনা, নাচ, আলোর মেলায় বো ব্যারাকও হয়ে ওঠে মায়াবী।
West Bengal News Live Updates: যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি
যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি। পার্টি অফিসে তালা, পথেই শেষশ্রদ্ধা। অভিযুক্ত দলীয় বিধায়ক। পার্টি অফিস খোলা থাকলেই ভাল হত, মন্তব্য শওকত মোল্লার।
WB News Live Updates: বিজেপির কর্মসূচি ঘিরে কাঁথিতে উত্তেজনা
অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির কর্মসূচি ঘিরে কাঁথিতে উত্তেজনা। ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এটা তাঁদের সংস্কৃতি নয়। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে রাজ্যের শাসক দল।
West Bengal News Live Updates: মালদায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
মালদার দৌলতপুরে নতুন রাস্তা তৈরি নিয়ে বিবাদ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্ত প্রধানের। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।
WB News Live Updates: শিলিগুড়ি পুরসভা ভোটে জয়ের লক্ষ্যে বিজেপি
শিলিগুড়ি পুরসভা দখলের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নাম না করে পুর প্রশাসক গৌতম দেবকে বিঁধলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপির পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। দুই দলকে আক্রমণ করেছে বামেরা।