West Bengal News Live: আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
LIVE
Background
কলকাতা: আনিস (Anish Khan) মৃত্যুর ছ’দিন পর আমতা থানার (Amta Police Station) ওসিকে অনির্দিষ্টকালের জন্য পাঠানো হল ছুটিতে। অফিসার ইনচার্জের দায়িত্বে আসছেন কিঙ্কর মণ্ডল।
বিস্ফোরক দাবি আনিস-হত্যাকাণ্ডে ধৃতদের। হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ উলুবেড়িয়া আদালতের।
আপাতত সিটেই (SIT) আস্থা হাইকোর্টের (Highcourt)। জেলা জজের পর্যবেক্ষণে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ। দু সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ।
মামলাকারীদের উপস্থিতিতে আনিসের ফোন সিল করবে সিট। পাঠাতে হবে হায়দরাবাদে। জেলা জজের প্রতিনিধির উপস্থিতিতে ধৃতদের টিআই প্যারেডের নির্দেশ।
হাইকোর্টের নির্দেশের পর সিটের কাছে বয়ান দিলেন আনিসের বাবা। পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলের নিরাপত্তায় সিসিটিভি লাগাল পুলিশ।
১০৮ পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে গেল বিজেপি। আজ শুনানি সর্বোচ্চ আদালতে।
নেতাজি ইন্ডোরে ৫ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দিলেন মুখ্যমন্ত্রী। সরকার গ্যারেন্টার। নিশ্চিন্তে ঋণ দিন।’ ব্যাঙ্কগুলিকে আবেদন মমতার।
‘কেউ কেউ অডিট রিপোর্ট চাইছেন। ভয় পাবেন না। অডিটের দায়িত্ব সরকারের।’ নাম না করে রাজ্যপালকে খোঁচা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বার্তা মুখ্যমন্ত্রীর।
৭ মার্চ রাত দুটোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল। মন্ত্রিসভার সুপারিশে সিদ্ধান্ত, ট্যুইট ধনকড়ের। টাইপে ভুল, ধনকড়কে ফোন করে জানালেন মুখ্যমন্ত্রী।
গ্রুপ সি নিয়োগ-দুর্নীতি তদন্তেও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন হাইকোর্টের। ৩ মাসের সময়সীমা। আইন ঊর্ধ্বে কেউ নয়, মন্তব্য বিচারপতির।
লখনউয়ে প্রথম টি-২০তে লঙ্কাবধ টিম ইন্ডিয়ার। রোহিত-ঈশান-শ্রেয়সের ব্যাটের জোরে শ্রীলঙ্কাকে হারাল ৬২ রানে। টি-২০-তে সর্বোচ্চ রানের মালিক হলেন রোহিত শর্মা।
পদ্মাপাড় থেকেই কি আসছে লাল হলুদের নতুন ইনভেস্টর? বাংলাদেশের এক সংস্থার এমডিকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের। আগামী মরসুমে কি তারাই স্পনসর? জল্পনা তুঙ্গে।
২০ মার্চ গোয়ায় আইএসএল ফাইনালে ২ বছর পর গ্যালারিতে থাকতে পারে দর্শক। ৫০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচের ভাবনা আয়োজক সংস্থার।
WB News Live Updates: আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার
আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে রাজি পরিবার। কাল ভোরে কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্তের নোটিস। অসুস্থতার জন্য তদন্তকারীদের কাছে ২দিন সময় চাইলেন আনিসের বাবা। সিবিআই তদন্তের দাবিতে অনড় থেকেও ফের ময়নাতদন্তে সম্মতি।
West Bengal News Live: রাজ্য পুলিশ দিয়েই রবিবার হবে ১০৮টি পুরসভার ভোট
রাজ্য পুলিশ দিয়েই রবিবার হবে ১০৮টি পুরসভার ভোট। ভোটে ১০জন আইএএস অফিসারকে সিনিয়র বিশেষ পর্যবেক্ষক হিসেব নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন। সব মিলিয়ে শতাধিক পুরসভার ভোটে থাকছেন ১৩৫ জন পর্যবেক্ষক।
WB News Live Updates: বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধার
পুরভোটের মুখে বীরভূমের মাড়গ্রামে ৪০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভোটে সন্ত্রাসের জন্যই তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করছে, অভিযোগ বিরোধীদের। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, দুষ্কৃতীদের কাজ।
West Bengal News Live: রাজ্যে কিছুটা বাড়ল করোনা
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। তবে কমেছে মৃত্যুর সংখ্যা।
WB News Live Updates: বিজেপির কয়েকজন কর্মী সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ
মাহেশতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রদীপ কুমার শর্মার অভিযোগ গতকাল রাতে কয়েকশো তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কয়েকজন কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তার বাড়ির দরজায় লাথি মারে এবং ভোট প্রচার থেকে বিরত থাকার হুমকি দেওয়া হয়।