West Bengal News Live: ইউক্রেনে আটকে পড়া বাঙালিদের ফেরাতে নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, ট্যুইট মমতার
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই
LIVE
Background
টিআই প্যারেডে কাউকেই চিহ্নিত করতে পারেননি আনিসের (Anish Khan) বাবা, দাবি আইনজীবীর।
কবর থেকে মৃতদেহ তুলে আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্তে (Post Mortem) রাজি পরিবার। ২দিন সময় চাইলেন বাবা। জেলে গিয়ে দিলেন মোবাইল ফোন।
আনিসের বাবার সঙ্গে ফোনে কথা রিজওয়ানুরের মায়ের।
সুপ্রিম কোর্টে (Supreme Court) বিজেপির আর্জি খারিজ। রাজ্য পুলিশ দিয়েই রবিবার পুর-ভোট। ৪ হাজার বাড়িয়ে ৪৪ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের।
গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না অনুব্রত। বাড়ির কাছে ডাকলে আপত্তি নেই, অসুস্থতার কারণ দেখিয়ে জানালেন আইনজীবী।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৬০, ৪জনের মৃত্যু। ২ বছর পরে মার্চ থেকে কোভিড অ্যাডমিশন সেল বন্ধ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর।
মুরগির মাংসের দামের ডবল সেঞ্চুরি হয়েছে আগেই। এবার গড়িয়হাট বাজারে তা আড়াইশো টাকা ছুঁয়ে ফেলল। বিয়ের মরশুমে মুরগির আকাশছোঁয়া দাম নিয়ে বাড়ছে চিন্তা।
WB News Live: ইউক্রেনের আটকে নন্দকুমারের ডাক্তারি পড়ুয়া
ইউক্রেনের আটকে ডাক্তারি পড়ুয়া অর্নব মান্না। আতঙ্কে দিন কাটছে গোটা পরিবারের l পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে।
WB News Live Updates: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্দেশে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
ইউক্রেনে আটকে পড়া ছাত্রসহ রাজ্যের বাসিন্দাদের সাহায্য করার জন্য নবান্নে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের ১৯৯ জনকে দ্রুত নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার জন্য বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করা হয়েছে। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য। শীঘ্রই মুম্বই এবং দিল্লি পৌঁছবেন কিছু ছাত্র। রাজ্য সরকার তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ওই ছাত্রদের বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার পাশাপাশি, বিমানবন্দর থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য দমদম বিমানবন্দরে রাখা হয়েছে বিশেষ সাহায্যকারী দল।
WB News Live: কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়িতে গ্রেফতার ১
কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ায়।
WB News Live Updates: আহত ৮ পুলিশকর্মী
এসপি অফিস লক্ষ্য করে ইট, লাঠি বাম সংগঠনের। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করল পুলিশ। আহত ৮ জন পুলিশকর্মী।
WB News Live: আনিস মৃত্যু ইস্যুতে পোস্ট রাজ্য পুলিশের
''তদন্তকে ভুল পথে চালনা এবং বিলম্ব করার চেষ্টা চলছে'', ফেসবুক পোস্টে অভিযোগ রাজ্য পুলিশের।